কনকনে ঠান্ডায় দোসর বৃষ্টি, কতদিন চলবে এই আবহাওয়া ?

By ETV Bharat Bangla Team

Published : Jan 18, 2024, 5:07 PM IST

thumbnail

West Bengal Weather: বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস । সেই মতো বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি । কনকনে ঠান্ডার মাঝেই বৃষ্টির জেরে স্বাভাবিকের চেয়ে অনেকটাই কমে গিয়েছে তাপমাত্রা ৷ দক্ষিণ 24 পরগনা জেলার উপকূল তীরবর্তী এলাকাগুলিতে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া । এদিকে গঙ্গাসাগর মেলাও সবে শেষ হয়েছে ৷ বৃষ্টির কারণে বহু পুণ্যার্থী এখনও সেখান থেকে ফিরতে পারেননি। তাঁরা আশ্রয় নিয়েছেন কপিলমুনি মন্দির চত্বরে ।

তবে এই অকাল বৃষ্টির জেরে শীতকালীন ফসলে ক্ষতির আশঙ্কা দেখছেন উপকূল এলাকার বাসিন্দারা । ঘন কুয়াশার কারণে বন্ধ রাখা হয়েছে ভেসেল পরিষেবা । তবে শুধু দক্ষিণ 24 পরগনা নয়, রাজ্যের বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে বুধবার সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হয়েছে ৷ হাওয়া অফিস সূত্রে খবর, বাংলাদেশে তৈরি ঘূর্ণাবর্তের জেরে আগামী 2দিন কলকাতা-সহ দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আপাতত 20 ও 15 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.