NBSTC Electric Bus: উত্তরবঙ্গে ইলেক্ট্রিক বাস পরিষেবা চালুর উদ্যোগ পরিবহণ নিগমের

By

Published : Mar 19, 2023, 9:10 AM IST

thumbnail

ইলেকট্রিক বাস পরিষেবা চালু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা এনবিএসটিসি ৷ শনিবার সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "আমরা পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে একটি প্রস্তাব পাঠিয়েছি ৷ উত্তরবঙ্গে কয়েকটি ইলেকট্রিক বাস চালুর অনুমতি দেওয়া হোক ৷ এ নিয়ে মন্ত্রীর সঙ্গে আমার বিশদে কথা হয়েছে ৷ তিনি জানিয়েছেন, কিছু ইলেকট্রিক বাস উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমকে দেবেন ৷ আমরা নির্দিষ্ট রুটের উল্লেখ করেছি ৷ কোচবিহার-আলিপুরদুয়ার হেরিটেজ শহর এবং ডুয়ার্সকে মিলিয়েই বাস দেওয়া হোক ৷ এছাড়া কোচবিহার-দিঘা রুটও আছে ৷ প্রাথমিক পর্যায়ে দু'টি রুটের জন্য 2টি করে মোট চারটি বাস যেন আমরা পাই, সে বিষয়ে প্রস্তাব পাঠিয়েছি ৷ এর সঙ্গে কোচবিহারে একটি চার্জিং স্টেশনের কথাও প্রস্তাবে জানানো হয়েছে ৷" প্রথম পর্যায়ে কোচবিহার-আলিপুরদুয়ার এবং কোচবিহার-দিনহাটা রুটে এই পরিষেবা শুরু হতে পারে এই ইলেকট্রিক বাস পরিষেবা ৷ পরিবহণ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রাজ্যের 271 টি রুটে 600টির মতো বাস চলাচল করছে ৷ উত্তরবঙ্গে ইলেট্রিক বাস পরিষেবা প্রথম (North Bengal State Transport Corporation to start electric bus transport in North Bengal) ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.