Misson Nirmal Bangla: প্রতিশ্রুতিই সার মেলেনি বেতন, জমা পড়েনি পিএফ-ইএসআই ; আন্দোলনে সাফাই কর্মীরা

By

Published : Apr 14, 2023, 12:53 PM IST

thumbnail

কেউ এক মাস আবার কেউ দুই-তিন মাস মজুরি পাচ্ছেন না ৷ শুধু তাই নয় ইএসআই, পিএফের টাকা কাটা হলেও মিলছে না সেই সরকারি পরিষেবা । তারই প্রতিবাদে কাজ বন্ধ করে দিলেন দুর্গাপুর পৌরনিগমের সাফাই কর্মীরা ৷ যতক্ষণ না-পর্যন্ত বকেয়া মিলছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে দুর্গাপুর পৌরনিগমের সাফাই কর্মী ও জঞ্জাল সংগ্রহ গাড়ির চালকরা । গত মাসেও এই সাফাই কর্মীরা আন্দোলনে সামিল হয়েছিলেন ৷ 

তখন দুর্গাপুর পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন আলোচনায় বসে বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন ৷ কিন্তু অভিযোগ সেই কথাও রাখা হয়নি ৷ উপরন্তু মাসের পর মাস বেতনের একটা অংশ বকেয়া থেকে গিয়েছে । শ্রমিকদের দাবি, ইএসআই-এর টাকা জমা না পড়ায় চিকৎসার অভাবে মৃত্যু হয়েছে দুই সাফাই কর্মীর । 

এই কর্মবিরতি আন্দোলনের জেরে শহরের 43টি ওয়ার্ডের নাগরিক পরিষেবা মুখ থুবড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে । এক সাফাই কর্মী বিদ্যান্ত মণ্ডল জানান, এর আগে এই একই সমস্যা তৈরি হয়েছিল । সেই সময় আমরা আন্দোলনে নেমেছিলাম । কিন্তু সেই সময় বর্তমান পৌরবোর্ডের পৌর প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় সমস্যার সমাধানে এগিয়ে এসেছিলেন । কিন্ত কাজের কাজ হয়নি ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.