আবেশের বিয়েতে হাজির অভিষেক, নবদম্পতিকে আশীর্বাদ বরকর্তা ফিরহাদের

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 7:54 PM IST

thumbnail

Abesh Banerjee Marriage Ceremony: মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ে। কার্শিয়াং পুরসভার কর্মী সুরেন ছেত্রীর কন্যা দীক্ষা ছেত্রীর সঙ্গে বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়েন কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে ৷ বিয়ের আসর বসেছে সবুজে ঘেরা পাহাড়ে। ডাক্তারি পড়াকালীনই আবেশ ও দীক্ষার পরিচয় হয় একে অপরের সঙ্গে ৷ দীর্ঘদিনের প্রেম পায় পরিণতি ৷ দুই পরিবারের সম্মতিতেই বিয়ের আয়োজন হয়। সেই আয়োজনে কোনওরকম খামতি রাখেনি দুই পরিবার থেকে পাহাড়বাসী। সেজে উঠেছে কার্শিয়াং। বৃহস্পতিবার বিকেলেই বরযাত্রী নিয়ে পৌঁছে যান আবেশ বন্দ্যোপাধ্যায়। বিয়ের আসর বসেছে কার্শিয়াংয়ের নয়া বাজার সর্বজনীন হলে। পাহাড়ে নেপালি সাজে, হাতে খুকরি নিয়ে আবেশকে বরের সাজে দেখা গিয়েছে। অন্যদিকে, দীক্ষাকে দেখা গিয়েছে লাল লেহঙ্গায়। দীক্ষাকে সোনার হার উপহার দিয়ে আশীর্বাদ করেন বরকর্তা ফিরহাদ হাকিম ৷ পরে বিয়েতে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জিটিএ চিফ এগজিকিউটিভ অনিত থাপা, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী-সহ অন্যান্যরা। সম্পূর্ণ গোর্খা রীতিনীতি অনুযায়ী আয়োজিত হয় আবেশ ও দীক্ষার বিয়ে। বিয়ের আসরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবদম্পতিকে আশীর্বাদ করতে কখন পৌঁছান, সেই দিকে তাকিয়ে সকলেই ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.