ETV Bharat / state

Miscreants Attacked Ex army Personnel: দোলের দিন প্রাক্তন সেনা জওয়ানের পরিবারের ওপর চড়াও মদ্যপ যুবক

author img

By

Published : Mar 8, 2023, 7:50 PM IST

Miscreants Attacked Ex army Personal
সেনা জওয়ানের পরিবারের ওপর চড়াও মদ্যপ যুবক

দোলের দিন সেনা জওয়ানের পরিবারের ওপর চড়াও দুষ্কৃতী (unknown miscreants attacked) ৷ হোলি খেলার সময় মদ্যপ যুবকদের তাণ্ডবের প্রতিবাদ করায় সেনাবাহিনীর প্রাক্তন অফিসার ও তার দুই ছেলেকে মারধর করার অভিযোগ তৃনমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

মদ্যপ যুবকদের হাতে হেনস্থার শিকার সেনা জওয়ানের পরিবার

ব্যারাকপুর, 8 মার্চ: দোলের দিন মদ্যপ যুবকদের হাতে হেনস্থার শিকার সেনা জওয়ানের পরিবার (North 24 pargana) ৷ ব্যারাকপুর শিউলি পঞ্চায়েতের কলেজ পল্লির বাসিন্দা জন্মেঞ্জয় মাহাতো কার্গিল যুদ্ধে অংশ গ্রহণকারী সেনাকর্মী । তার দুই ছেলে জগদীশ মাহাতো ও সমীরণ মাহাতো ৷ মঙ্গলবার দোলের দিন ঘটনার সূত্রপাত হয় ৷

জানা গিয়েছে, দোলের দিন স্থানীয় এক মদ্যপ যুবক অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার সময় তাকে বাধা দেয় জগদীশ ও সমীরণ । তখনকার মত ওই যুবক থেমে গেলেও, কিছুক্ষণ পরেই বাইরে থেকে আরও কয়েকজন যুবককে নিয়ে এসে মাহাতো বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ ওই মদ্যপ যুবকের বিরুদ্ধে । চলতে থাকে ঘুষি লাথি ৷ দুষ্কৃতীদের মারের আঘাতে কন্টা ভাঙে জগদীশের, পা ভাঙে তাঁর ছোটো ভাইয়ের । ছেলেরা মার খাচ্ছে দেখে এগিয়ে আসেন বাবা জন্মেজয় বাবু । তাঁকেও মারধর করার অভিযোগ । দুষ্কৃতীরা তার চোখে ঘুষি মারে । এরপরেই তাদের হুমকি দিয়ে যায় যা খুশি তাই করার ।

এরপরই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চলে যায় । অভিযোগ, যাওয়ার সময় দুষ্কৃতীরা শাসিয়ে যায় ওই সেনা জওয়ানের পরিবারের সদ্যদের ৷ কোথাও গেলে তাদের কিছু করতে পারবে না । দুষ্কৃতীরা পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষের নামেও বলে যায় । বাবা ও দুই ছেলে এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন । মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার । শিউলি পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ বলেন, ''এটা ওদের পারিবারিক ঝামেলা এখানে তৃণমূল কোনও ভাবে জড়িত নয় বা আমি কাউকে এধরনের কাজে প্রশ্রয় দেই না । ওদের পারিবারিক বিবাদ ।''

আরও পড়ুন: ভিন ধর্মের তরুণের সঙ্গে ঘুরছিল নাবালিকা, চড়াও স্থানীয়রা

দোল খেলাকে কেন্দ্র করে সব যায়গায় কিছু না কিছু অশান্তির খবর শোনা গিয়েছে । কিন্তু বাড়িতে ঢুকে পরিবারের লোকজনদের ওপর চড়াও হওয়ার ঘটনা বিরল । এখানে রাজনীতির একটা যোগ আছে রয়েছে বলে মনে করছে পরিবার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.