ETV Bharat / state

Basirhat Minor Rape : লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা মানসিক ভারসাম্যহীন নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত

author img

By

Published : May 29, 2022, 8:56 PM IST

মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার চা দোকানি ৷ নির্যাতিতা নাবালিকা ছ'মাসের অন্তঃসত্ত্বা ৷ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ঘটনা প্রকাশ্যে আসে (Basirhat Minor Rape) ৷

Basirhat
ধৃত

বসিরহাট, 29 মে : বাড়িতে বাবা-মা না থাকার সুযোগে মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ (Mentally Challenged minor girl is Pregnant for alleged rape accused arrest)। তার জেরে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অভিযুক্ত চা দোকানির কুকর্ম সামনে আসে ৷

নির্যাতিতার পরিবারের অভিযোগ পেয়ে মহম্মদ ফিরোজ নামে ওই চায়ের দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ । গোটা ঘটনায় রবিবার ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার বসিরহাটে ৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে । নির্যাতিতা নাবালিকার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বসিরহাট জেলা হাসপাতালে । ঘটনার তদন্ত শুরু হয়েছে । নির্যাতিতা নাবালিকার বাবা-মা ভিক্ষা করে সংসার চালান । সেই কারণে রোজ সকালে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় দু'জনকেই । তাঁদের অবর্তমানে বাড়িতে একাই থাকেন মানসিক ভারসাম্যহীন নাবালিকা । সেই সুযোগে দিনের পর দিন তাঁকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে স্থানীয় এক চায়ের দোকানির বিরুদ্ধে । কুকর্মের কথা কাউকে না বলার জন্য নাবালিকাকে হুমকিও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ।

আরও পড়ুন : Habra Rape Incident : বাবার লালসার শিকার হয়ে অন্তঃসত্ত্বা মেয়ে, পৈশাচিক ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

শনিবার ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়লে গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে । প্রথমে ভয়ের কারণে নাবালিকা তাঁর বাবা-মাকে বলতে না চাইলেও পরে ঘটনাটি খুলে বলে । এরপরই অসুস্থ নাবালিকাকে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে । সেখানেই চিকিৎসকদের সঙ্গে কথা বলে পরিবারের লোকেরা জানতে পারেন নাবালিকা ছ'মাসের অন্তঃসত্ত্বা । একথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁদের ।

রাতেই অভিযুক্ত চায়ের দোকানির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয় বসিরহাট থানায় । অভিযোগ পেয়ে রবিবার সকালে অভিযুক্ত মহম্মদ ফিরোজকে গ্রেফতার করে পুলিশ । এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । দোষীর কড়া শাস্তির দাবিতে সরব হয়েছে নির্যাতিতার পরিবার । ধৃতকে নিজেদের হেফাজতে নিতে রবিবার দুপুরে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে পুলিশ ।

আরও পড়ুন : Death Due to Wrong Treatment : গর্ভপাত করাতে এসে অন্তঃসত্ত্বার মৃত্যু, আটক হাতুড়ে চিকিৎসক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.