ETV Bharat / state

মানবিক বিএসএফ ! বাবাকে শেষ বিদায় জানাতে বাংলাদেশ থেকে আনা হল মেয়েকে

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 7:24 PM IST

Updated : Dec 30, 2023, 9:39 AM IST

Humanitarian Approach of BSF: বাবার মৃত্যু হয়েছে ভারতের উত্তর 24 পরগনায় ৷ আর মেয়ে থাকেন ভারত-বাংলাদেশ সীমান্তে জিরো লাইনের কাছে বাংলাদেশে ৷ মৃত বাবাকে দেখার ব্যবস্থা করল বিএসএফ ও বিজিবি ৷

ETV Bharat
ভারত বাংলাদেশ সীমান্তে মৃত বাবাকে দেখার সুযোগ করে দিল বিএসএফ

কলকাতা, 29 ডিসেম্বর: সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিকতার নজির গড়ল বিএসএফ ৷ বাবাকে শেষ বিদায় জানানোর জন্য মেয়েকে যাবতীয় বন্দোবস্ত করে দিল সীমান্ত রক্ষী বাহিনী ৷ উত্তর 24 পরগনার হরিহরপুরের ঘটনাটি ঘটেছে শুক্রবার ৷ বাংলাদেশে বসবাসকারী এক মহিলাকে তাঁর মৃত পিতাকে শেষ বারের জন্য দেখার ব্যবস্থা করল বিএসএফ ৷

সূত্রের খবর, উত্তর 24 পরগনার হরিহরপুর গ্রামের বাসিন্দা লিয়াকত বিশ্বাসের মৃত্যু হয় ৷ তাঁর মেয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে জিরো লাইনের কাছে বাংলাদেশে বাস করেন ৷ বাবার মৃত্যুর খবরটি হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য আমিনুদ্দিন মধুপুর বর্ডার আউটপোস্টের 68 ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডারকে জানান ৷ আমিনুদ্দিন তাঁকে অনুরোধ করেন, লিয়াকত বিশ্বাসের মৃত্যুর খবর যেন বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিবিজি-র কাছে পৌঁছে দেওয়া হয় ৷ প্রয়াত লিয়াকত বিশ্বাসের মেয়ে বাংলাদেশ সীমান্তের কাছেই থাকেন ৷ তিনি যেন বাবাকে শেষ বার দেখার সুযোগ পান ৷ তাঁর শেষকৃত্যে হাজির থাকতে পারেন ৷

এই ঘটনার মানবিক এবং আবেগী দিকটি বিচার করে বিএসএফ, লিয়াকত বিশ্বাসের মৃত্যুর খবর বিবিজি-র কাছে খবর পাঠায় ৷ বিএসএফ জানিয়েছে, মধুপুর বর্ডার আউটপোস্টের 68 ব্যাটালিয়নের বিএসএফ বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে ৷

একটি বিবৃতিতে বিএসএফ জানায়, "বিএসএফের অনুরোধ পেয়ে বিজিবিও মানবিকতার দিক দিয়ে এর গুরুত্ব বিচার করে ৷ এরপর দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী একে অপরের প্রতি পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ৷ তারা বাংলাদেশে থাকা লিয়াকত বিশ্বাসের আত্মীয়দের ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতের হরিহরপুর গ্রামে আসার ব্যবস্থা করে ৷"

বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, শুধু দুই দেশের সীমান্তে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতেই বিএসএফকে মোতায়েন করা হয়নি ৷ তারা দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষের আনন্দ, দুঃখের বিষয়টিও খেয়াল রাখবে ৷ সেখানকার মানুষের ধর্মীয়, সামাজিক মূল্যবোধের যত্ন নিতে প্রস্তুত বিএসএফ ৷

আরও পড়ুন:

  1. ঢিল-ছোড়া দূরত্বে বিএসএফের ফায়ারিং রেঞ্জ, গ্রামে ছুটে আসছে গুলি; আতঙ্কে বাসিন্দারা
  2. অনুপ্রবেশ রুখতে সীমান্তে গ্রামবাসীদের দিয়ে মৌমাছি প্রতিপালন বিএসএফের
  3. গুজরাতে নিজের সার্ভিস রিভালবারের গুলিতে আত্মঘাতী নদিয়ার জওয়ান
Last Updated : Dec 30, 2023, 9:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.