ETV Bharat / state

Rape victim writes to Nabanna : ধর্ষণের বিচার চেয়ে নবান্নে চিঠি নির্যাতিতার, অবশেষে গ্রেফতার অভিযুক্ত

author img

By

Published : Aug 4, 2023, 12:47 PM IST

কাজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছিল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে ৷ পুলিশে অভিযোগ জানিয়েও মেলেনি কোনও সুরাহা ৷ বাধ্য হয়ে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা ৷ তারপরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷

Rape victim writes to Nabanna
প্রতীকী ছবি
ধর্ষণের বিচার চেয়ে নবান্নে চিঠি নির্যাতিতার

দত্তপুকুর, 4 অগস্ট:নির্যাতিতা নবান্নের দ্বারস্থ হতেই গ্রেফতার ধর্ষণে অভিযুক্ত যুবক ৷ ঘটনায় নাম জড়িয়েছে শাসকদলের একাংশের ৷ উত্তর 24 পরগনার এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে ৷ নির্যাতিতার দাবি, থানায় ধর্ষণের অভিযোগ জানালেও কোনও কাজ হয়নি ৷ উপরন্তু পুলিশ তাকে নানা ভাবে হেনস্থা করতে থাকে ৷ ঘটনা ধামাচাপা দিতে তৎপর হয়ে উঠেছিল তৃণমূলের স্থানীয় কয়েকজন নেতৃত্ব বলেও অভিযোগ নির্যাতিতার। এমনকি তাঁদের সঙ্গে অভিযুক্ত ওই যুবকের বেশ ভালো সম্পর্ক থাকায় পুলিশও নিশ্চুপ ছিল । এরপরেই নবান্নে চিঠি লেখার পদক্ষেপ নির্যাতিতার । মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি দিতেই তৎপর হয় পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্তকে ।

জানা গিয়েছে, নির্যাতিতা ওই মহিলা উত্তর 24 পরগনার দেগঙ্গার বাসিন্দা ৷ অভিযুক্ত দত্তপুকুর থানা এলাকার বাসিন্দা । মাস দু'য়েক আগে বারাসতে একটি ওষুধের দোকানে ওষুধ কিনতে গিয়ে অভিযুক্ত যুবকের সঙ্গে পরিচয় হয়ছিল তাঁর । সেখানেই কথায় কথায় ওই মহিলার তাকে কাজের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছিলেন । মহিলার কথায়, " আলাপের সূত্রে কাজ দেওয়ার কথা বলে সে । কাজও জোগাড় করে দেয় । এরপরই আসল চেহারা বেরিয়ে আসে যুবকের ।" অভিযোগ, কাজের নামে একাধিকবার তাকে বাড়িতে ডেকে পাঠিয়ে ভয় দেখিয়ে নির্যাতন চালাত সে ৷ এখানেই শেষ নয়, ব্ল‍্যাকমেল করে দিনের পর দিন বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে অভিযুক্ত তাকে ধর্ষণ করত বলে জানিয়ছেন ওই নির্যাতিতা ৷

আরও পডু়ন: ধর্ষণের পর খুন কলেজ ছাত্রীকে, পিংলার ঘটনায় দুই অভিযুক্তের ফাঁসির সাজা

নির্যাতিতার অভিযোগ, ধর্ষণের মামলা তুলে নিতে তাকে হুমকিও দিয়েছিল অভিযুক্ত ৷ এমনকী মারধরও করা হয় তাকে ৷ শুধু তাই নয় টাকা দিয়ে নির্যাতিতার পরিবারের সদস্যদের তার বিরুদ্ধে যেতে বাধ্য করা হয়েছে ৷ সম্প্রতি সুবিচারের চেয়ে নবান্নে গিয়ে অভিযোগ জানিয়েছিলেন তিনি ৷ তারপরেই গ্রেফতার হয়েছে অভিযুক্ত ৷ অভিযুক্তকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পেশ করেছে পুলিশ ৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ অথবা শাসকদলের কেউই মুখ খুলতে চাননি । নির্যাতিতার আইনজীবী বলেন, "ঘটনার পর থেকেই ঘরছাড়া হতে হয়েছিল নির্যাতিতাকে । মুখ্যমন্ত্রী দফতরে চিঠি দেওয়ার পর তাঁকে ঘরে ফেরার আবেদন জানান হয় । গোটা ঘটনায় পুলিশের চরম গাফিলতি সামনে আসছে ।"

আরও পডু়ন: বঁটি দিয়ে বাবাকে কুপিয়ে খুন করল ছেলে, চাঞ্চল্য দত্তপুকুরে

ধর্ষণের বিচার চেয়ে নবান্নে চিঠি নির্যাতিতার

দত্তপুকুর, 4 অগস্ট:নির্যাতিতা নবান্নের দ্বারস্থ হতেই গ্রেফতার ধর্ষণে অভিযুক্ত যুবক ৷ ঘটনায় নাম জড়িয়েছে শাসকদলের একাংশের ৷ উত্তর 24 পরগনার এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে ৷ নির্যাতিতার দাবি, থানায় ধর্ষণের অভিযোগ জানালেও কোনও কাজ হয়নি ৷ উপরন্তু পুলিশ তাকে নানা ভাবে হেনস্থা করতে থাকে ৷ ঘটনা ধামাচাপা দিতে তৎপর হয়ে উঠেছিল তৃণমূলের স্থানীয় কয়েকজন নেতৃত্ব বলেও অভিযোগ নির্যাতিতার। এমনকি তাঁদের সঙ্গে অভিযুক্ত ওই যুবকের বেশ ভালো সম্পর্ক থাকায় পুলিশও নিশ্চুপ ছিল । এরপরেই নবান্নে চিঠি লেখার পদক্ষেপ নির্যাতিতার । মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি দিতেই তৎপর হয় পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্তকে ।

জানা গিয়েছে, নির্যাতিতা ওই মহিলা উত্তর 24 পরগনার দেগঙ্গার বাসিন্দা ৷ অভিযুক্ত দত্তপুকুর থানা এলাকার বাসিন্দা । মাস দু'য়েক আগে বারাসতে একটি ওষুধের দোকানে ওষুধ কিনতে গিয়ে অভিযুক্ত যুবকের সঙ্গে পরিচয় হয়ছিল তাঁর । সেখানেই কথায় কথায় ওই মহিলার তাকে কাজের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছিলেন । মহিলার কথায়, " আলাপের সূত্রে কাজ দেওয়ার কথা বলে সে । কাজও জোগাড় করে দেয় । এরপরই আসল চেহারা বেরিয়ে আসে যুবকের ।" অভিযোগ, কাজের নামে একাধিকবার তাকে বাড়িতে ডেকে পাঠিয়ে ভয় দেখিয়ে নির্যাতন চালাত সে ৷ এখানেই শেষ নয়, ব্ল‍্যাকমেল করে দিনের পর দিন বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে অভিযুক্ত তাকে ধর্ষণ করত বলে জানিয়ছেন ওই নির্যাতিতা ৷

আরও পডু়ন: ধর্ষণের পর খুন কলেজ ছাত্রীকে, পিংলার ঘটনায় দুই অভিযুক্তের ফাঁসির সাজা

নির্যাতিতার অভিযোগ, ধর্ষণের মামলা তুলে নিতে তাকে হুমকিও দিয়েছিল অভিযুক্ত ৷ এমনকী মারধরও করা হয় তাকে ৷ শুধু তাই নয় টাকা দিয়ে নির্যাতিতার পরিবারের সদস্যদের তার বিরুদ্ধে যেতে বাধ্য করা হয়েছে ৷ সম্প্রতি সুবিচারের চেয়ে নবান্নে গিয়ে অভিযোগ জানিয়েছিলেন তিনি ৷ তারপরেই গ্রেফতার হয়েছে অভিযুক্ত ৷ অভিযুক্তকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পেশ করেছে পুলিশ ৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ অথবা শাসকদলের কেউই মুখ খুলতে চাননি । নির্যাতিতার আইনজীবী বলেন, "ঘটনার পর থেকেই ঘরছাড়া হতে হয়েছিল নির্যাতিতাকে । মুখ্যমন্ত্রী দফতরে চিঠি দেওয়ার পর তাঁকে ঘরে ফেরার আবেদন জানান হয় । গোটা ঘটনায় পুলিশের চরম গাফিলতি সামনে আসছে ।"

আরও পডু়ন: বঁটি দিয়ে বাবাকে কুপিয়ে খুন করল ছেলে, চাঞ্চল্য দত্তপুকুরে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.