ETV Bharat / state

Anandpur Murder: স্ত্রীকে খুনের পরেই আত্মঘাতী স্বামী! কারণ খুঁজতে আসরে পুলিশ

author img

By

Published : Aug 10, 2022, 11:49 AM IST

স্ত্রীকে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন স্বামী ৷ ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার টুকুরিয়াপাট এলাকার ৷ দেহ দুটি পাঠানো হল ময়না তদন্তে (Husband Died by Suicide After Killing his Wife) ৷

Anandpur Murder
স্ত্রীকে খুনের পরেই আত্মঘাতী স্বামী

আনন্দপুর (পশ্চিম মেদিনীপুর) 10 অগস্ট: স্ত্রীকে চপার দিয়ে খুন করে বাড়ির অদূরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন স্বামী । এই ঘটনায় চাঞ্চল্যর ছড়িয়েছে এলাকায় (Husband Died by Suicide After Killing his Wife)। আজ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার টুকুরিয়াপাট এলাকায় ।

জানা গিয়েছে, অশোক কোলে (48) এবং তার স্ত্রী কেকা কোলে (38) টুকুরিয়াপাট এলাকার বাসিন্দা। পুলিশের অনুমান, মঙ্গলবার গভীর রাতে অশোক কোলে ছুরি দিয়ে কোপ মারেন স্ত্রীকে ৷ ঘটনাস্থলে লুটিয়ে পড়েন কেকা কোলে । স্ত্রী কেকা কোলে মারা যাবার পরেই বাড়ির বাইরে থেকে গেটে শিকল তুলে দিয়ে ঘটনাস্থলের অদূরে গিয়ে একটি গোয়াল ঘরে গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হন অশোক কোলে । ঘটনা জানাজানি হতেই শোরগোল ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে । অন্যদিকে, ঘটনার খবর যায় আনন্দপুর থানায় । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে উপস্থিত হন আনন্দপুর থানার বিশাল পুলিশ বাহিনী । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারের মধ্যে নিত্যদিনই অশান্তি লেগে থাকত ৷ সেই কারণেই হয়ত এই ঘটনা ঘটে থাকতে পারে । তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ ।

স্ত্রীকে খুনের পরেই আত্মঘাতী স্বামী

আরও পড়ুন: স্ত্রীকে খুন করার দায়ে গ্রেফতার হোমগার্ড স্বামী

মৃতার মেয়ে সুমনা কোলে বলেন,"অন্যান্য দিনের মতো এদিনও বাবা রাত করে বাড়ি ফিরে আসে কিন্তু অন্যান্য দিন যেভাবে পারিবারিক অশান্তি হয়, এদিন তেমন কোনও অশান্তি হয়নি । হঠাৎ কিছুক্ষণ পর দেখি মা গলাকাটা অবস্থায় পড়ে রয়েছে । আমি কান্নাকাটি করতে থাকি এবং পরে জানতে পারি বাবাও বাড়ি থেকে দূরে গিয়ে আত্মঘাতী হয়েছে । কেন এই ঘটনা ঘটাল বাবা কিছুতেই বুঝতে পারছি না ।"

এই দুই মৃত্যুর ঘটনায় পারিবারিক অশান্তি রয়েছে না কি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ। দেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.