ETV Bharat / state

BJP MP SS Ahluwalia: অবৈধভাবে বালি তোলায় বন্যা পরিস্থিতি, দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনের পর দাবি বিজেপি সাংসদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 7:10 PM IST

দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এলেন বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া ৷ নদী থেকে অবৈধভাবে বালি তোলার জন্য বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে বলে দাবি করলেন তিনি ৷

BJP MP SS Ahluwalia
বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া

দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনের পর দাবি বিজেপি সাংসদের

দুর্গাপুর, 3 অক্টোবর: মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ডিভিসি কর্তৃপক্ষ লাগাতার জল ছাড়ছে ৷ যার কারণে জল ধরে রাখতে পাড়ছে না দুর্গাপুর ব্যারেজ । এর ফলে পুজোর মুখে দামোদরের নিম্ন অববাহিকার সাতটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশংকা দেখা দিয়েছে । মঙ্গলবার বিকেলে দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করতে আসেন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ তিনি এই বন্যা পরিস্থিতি তৈরির জন্য দুষলেন অবৈধ ও অবৈজ্ঞানিকভাবে বালি তোলাকে । বিজেপি সাংসদ দামোদরের পলি সংস্কার নিয়ে আগেও লোকসভায় বলেছেন ৷ আবারও সেই প্রসঙ্গ উত্থাপন করবেন বলেও দাবি করেছেন ।

তিনি বলেন, "অবৈধভাবে বালি উত্তোলনের জেরে দামোদর তীরবর্তী এলাকায় প্লাবনের ঘটনা ঘটছে ৷" প্লাবনের জন্য বালি মাফিয়াদের দায়ী করলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া । অবৈধভাবে নদীর দুইপাশ থেকে বালি উত্তোলনের জেরেই দামোদরের তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে বলে দাবি তাঁর । দুর্গাপুরের দামোদর ব্যারেজ পরিদর্শনে গিয়ে রাজ্য সরকারকে আরও তৎপর হওয়ার কথা জানালেন তিনি । গত সোমবার থেকে মাইথন এবং পাঞ্চেত জলাধারের পাশাপাশি দুর্গাপুর ব্যারেজ থেকেও দফায় দফায় জল ছাড়া হয় । মঙ্গলবার দুপুর দুটো পর্যন্ত জল ছাড়া হয়েছে এক লক্ষ 28 হাজার কিউসেক । বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের কিছু অংশ, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবনের আশংকা দেখা দিয়েছে । দামোদর তীরবর্তী এলাকাগুলি ইতিমধ্যেই প্লাবিত হতে শুরু করেছে ।

আরও পড়ুন: মাইথন-পাঞ্চেত থেকে জল ছাড়া কম করল ডিভিসি

বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন, "নদীর মাঝখানের বালি তুলে ভি আকৃতির হওয়া দরকার । কিন্তু অবৈধভাবে বালি উত্তোলন হচ্ছে দামোদরে । নদীর দুইপাশ থেকে বালি তোলা হচ্ছে । আর এই অবৈধভাবে বালি উত্তোলনের জেরে নদীর মাঝের বালি জমে যাচ্ছে ৷ আর দুই পাশ গভীর হয়ে যাচ্ছে । সেই জন্য ব্যারেজ থেকে যখনই জল ছাড়া হচ্ছে তখনই সেই জল গ্রামে প্রবেশ করছে এবং প্লাবনের ঘটনা ঘটছে । এ বিষয়ে সমস্ত জেলার জেলাশাসকদের কড়া ব্যবস্থা নিতে হবে । এছাড়াও দামোদরে পলি মুক্ত করার জন্য তৎপর হতে হবে সেচ দফতরকে । প্রয়োজনে মনিটরিং করতে হবে জেলা প্রশাসনকে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.