ETV Bharat / state

PM Modi in Tripura: ত্রিপুরা দক্ষিণ এশিয়ার গেটওয়ে হতে চলেছে, নির্বাচনী প্রচারে দাবি মোদির

author img

By

Published : Feb 11, 2023, 2:22 PM IST

Updated : Feb 11, 2023, 4:27 PM IST

ত্রিপুরায় নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার তিনি ত্রিপুরার আমবাসায় নির্বাচনী জনসভা করেন তিনি (PM Modi at Tripura for Poll Campaign) ৷ সেই সভা থেকে বাম ও কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন ৷ পাশাপাশি গত পাঁচ বছরে বিজেপি সরকার কী কী করেছে ত্রিপুরায়, সেই খতিয়ানও তুলে ধরেন ৷

PM Narendra Modi
PM Narendra Modi

ত্রিপুরায় নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আমবাসা (ত্রিপুরা), 11 ফেব্রুয়ারি: নির্বাচনী প্রচারে গিয়ে ত্রিপুরায় বিজেপি (BJP) সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ গত পাঁচ বছরে ত্রিপুরায় কী কী উন্নয়ন হয়েছে, সেই খতিয়ানও তুলে ধরেন ৷ তাঁর দাবি, ত্রিপুরা দক্ষিণ এশিয়ার গেটওয়ে হতে চলেছে ৷

আগামী 16 ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন (Tripura Assembly Elections 2023) ৷ ফলে সমস্ত রাজনৈতিক দলই নির্বাচনী প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছে ৷ 2018 সালে উত্তর পূর্ব ভারতের (North East India) ওই রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসে বিজেপি ৷ ফলে তাঁদের এবার ক্ষমতা ধরে রাখার লড়াই ৷ সেই লড়াইয়ে জয় হাসিল করতে শনিবারই প্রথম প্রচারে সেখানে হাজির হয়েছিলেন নরেন্দ্র মোদি ৷

এদিন ত্রিপুরার আমবাসায় প্রথম জনসভা করেন প্রধানমন্ত্রী ৷ সেই সভা থেকে নিশানা করেন বাম ও কংগ্রেসকে ৷ সেই সময় ত্রিপুরায় কোনও উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেন ৷ তাঁর দাবি, ‘‘কংগ্রেস (Congress) এবং বাম (Left Front) উন্নয়নের দিক থেকে ত্রিপুরাকে পিছিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের সরকার মাত্র পাঁচ বছরে ত্রিপুরাকে দ্রুত উন্নয়নের পথে নিয়ে এসেছে ।’’

গত পাঁচ বছরে ত্রিপুরায় ডাবল ইঞ্জিন সরকার মানুষের উন্নয়নে কাজ করেছেন বলেও তিনি দাবি করেন ৷ সেই কারণেই ত্রিপুরার মানুষ আবার ডাবল ইঞ্জিন সরকারকেই ক্ষমতায় আনবে বলে তিনি আশা প্রকাশ করেছেন ৷ বিজেপির শাসনে ত্রিপুরা উন্নয়নের পথে ফিরেছে বলে দাবি করার পাশাপশি মোদি বলেন, ‘‘হিংসা, পিছিয়ে থাকা আর ত্রিপুরার পরিচয় নয় । আগে ত্রিপুরায় শুধুমাত্র একটি দলকে পতাকা উত্তোলনের অনুমতি দেওয়া হত ৷ কিন্তু আজ বিজেপি সরকার ত্রিপুরাকে ভয়, ভীতি ও হিংসা থেকে মুক্ত করেছে ।’’

ত্রিপুরায় যেহেতু জনজাতির সংখ্যা বেশি, তাই তাঁদের জন্য কেন্দ্র ও ত্রিপুরার বিজেপি সরকার ঠিক কী কী কাজ করেছে, সেই বিষয়েও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ একই সঙ্গে তাঁর কটাক্ষ, আগে বামেদের ক্যাডারদেরই উন্নয়ন করা হত ৷ এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে ৷ এখন সবাই উন্নয়নের আওতায় এসেছে ৷ এর পরই তিনি বলেন, ‘‘ত্রিপুরায় গ্রামে গ্রামে অপটিক্যাল ফাইবার বসানোর কাজ চলছে । গত আট বছরে ত্রিপুরায় তিন গুণেরও বেশি অপটিক্যাল ফাইবার স্থাপন করা হয়েছে । ত্রিপুরা দক্ষিণ এশিয়ার গেটওয়ে হতে চলেছে ।’’

একই সঙ্গে তিনি এক যোগে আক্রমণ করেন কংগ্রেস ও বামেদের ৷ তিনি বলেন, ‘‘কংগ্রেস ও বামেরা কেবল গরিবদের ঠকাতে জানে । তারা কখনোই গরিবদের জন্য চিন্তা করে না ৷ বিজেপি মানুষের সমস্ত সমস্যার সমাধানের জন্য দিনরাত কাজ করছে ।’’ তাঁর আরও দাবি, কংগ্রেস ও বামেরা মানুষকে প্রতারিত করে ৷ এখন তাঁদের সঙ্গে হাত মিলিয়েছে আরও কয়েকটি দল ৷ তাদের ক্ষমতায় আনলে ত্রিপুরা আবার পিছিয়ে পড়বে ৷ সেই কারণে তিনি সাধারণ মানুষের কাছে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন ৷

আরও পড়ুন: বিজেপি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ, সিপিএম কংগ্রেসের বি টিম, ত্রিপুরায় অভিযোগ মমতার

Last Updated : Feb 11, 2023, 4:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.