ETV Bharat / city

Mamata Lashes Out BJP: বিজেপি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ, সিপিএম কংগ্রেসের বি টিম, ত্রিপুরায় অভিযোগ মমতার

author img

By

Published : Feb 7, 2023, 5:45 PM IST

মঙ্গলবার ত্রিপুরার আগরতলায় পদযাত্রা ও রাজনৈতিক সভার মাধ্যমে নির্বাচনী প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata in Tripura for Poll Campaign) ৷ তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ অন্যরা ৷

Mamata in Tripura for Poll Campaign
Mamata in Tripura for Poll Campaign

আগরতলা (ত্রিপুরা), 7 ফেব্রুয়ারি: প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ বিজেপি (BJP) ৷ মঙ্গলবার ত্রিপুরার আগরতলা থেকে এভাবেই গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ তাঁর দাবি, ত্রিপুরার বিজেপি সরকার (Tripura BJP Government) 2018 সালে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন ।

আগামী 16 ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন (Tripura Assembly Elections 2023) ৷ এই নির্বাচনে ক্ষমতা ধরে রাখার লড়াই করছে বিজেপি ৷ সেই লড়াইয়ে তাদের অন্যতম প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ সেই কারণে মঙ্গলবার ত্রিপুরায় নির্বাচনী প্রচারে সামিল হলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এদিন আগরতলায় প্রথমে মিছিল করেন তিনি ৷ তার পর রাজনৈতিক জনসভা করেন ৷ সেই সভা থেকেই একসঙ্গে সিপিএম (CPIM) ও বিজেপিকে নিশানা করেন ৷

মমতা বলেন, “আমি যখন কংগ্রেসে ছিলাম, আমি প্রাক্তন সাংসদ সন্তোষমোহন দেব ও মনোরঞ্জন ভক্তের সঙ্গে ত্রিপুরা জুড়ে ঘুরেছি । আমি ধলাই জেলার কামালপুরে গিয়েছিলাম, যেখানে ছ’জন নিহত হয়েছিলেন । আমি ত্রিপুরাকে খুব ভালো করে চিনি । ত্রিপুরা আমার কাছে নতুন নয় । আমি প্রতিটি ঘটনা নোট করেছি ।’’

Mamata in Tripura for Poll Campaign
ত্রিপুরায় নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়

ত্রিপুরায় বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, ‘‘রাজ্যসভার সাংসদ ও সুস্মিতা দেব হামলার শিকার হন এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয় । আক্রমণের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও । আমাদের দলের কর্মীরা আক্রমণের মুখে পড়লে বিজেপি সরকার তাদের এখানে চিকিৎসা করতে দেয়নি । তাদের চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যেতে হয়েছে । অভিষেক, কুণাল ঘোষ এবং সুস্মিতা দেবের বিরুদ্ধে জাল মামলা দায়ের করা হয়েছে ।’’

তাঁর আরও অভিযোগ, “তারা বলছে, তাদের ডাবল ইঞ্জিন সরকার । যখন নির্বাচন আসবে, তখন তারা আসবে এবং নির্বাচন শেষ হলে তারা রাজ্য ছেড়ে যাবে । বিজেপি সরকারের অধীনে, কথা বলার অধিকার নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই, স্কুলের শিক্ষকরা হামলার সম্মুখীন হচ্ছেন এবং প্রতিবাদ করতে দিচ্ছেন না ৷ রাজনৈতিক দলগুলিকে কর্মকাণ্ড করতে দেওয়া হচ্ছে না ৷ কিন্তু নির্বাচনের সময় বলেই এই সমাবেশ করতে পারছি ৷”

তিনি দাবি করেন যে এই ডাবল ইঞ্জিন সরকারের অধীনে দেশে বেকারত্বের প্রায় 40 শতাংশ বৃদ্ধি পেয়েছে ও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের অধীনে বেকারত্ব ও দারিদ্র্য হ্রাস পেয়েছে । তিনি বলেন, “বিজেপি তাদের কোনও প্রতিশ্রুতি পূরণ করেনি । আপনারা সিপিএমের সরকার দেখেছেন ৷ কংগ্রেসকে নিজেদের নিয়ে ব্যস্ত থাকতে দেখেছেন । অনেক দিন আগে আমি বলেছিলাম যে সিপিএম কংগ্রেসের বি টিম ৷ যা এখন প্রমাণিত হয়েছে । আর তৃণমূল কংগ্রেস না থাকলে পশ্চিমবঙ্গে উন্নয়ন সম্ভব হবে না ৷”

আরও পড়ুন: ত্রিপুরাবাসীকে অত্যাচারের হাত থেকে বাঁচাতে অভিষেকদের দায়িত্ব, আগরতলায় জানালেন মমতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.