Malda Murder: মালদায় বাড়িতে ঢুকে সত্তরোর্ধ বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে খুন

author img

By

Published : Sep 9, 2022, 10:54 AM IST

Malda Murder

এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ উঠল (Malda Old Man Murder) ৷ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের আদর্শ পল্লি এলাকায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ ৷

মালদা, 9 সেপ্টেম্বর: বাড়িতে ঢুকে সত্তরোর্ধ এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা (Malda Old Man Murder) ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের আদর্শ পল্লি এলাকায় ৷ নিহত বৃদ্ধের নাম গুনমণি শীল ৷ খবর পেয়ে রাতেই স্থানীয় থানার আধিকারিকরা ঘটনাস্থলে যান ৷ তদন্তে আসেন ডিএসপি (ডিঅ্যান্ডটি) আজহারউদ্দিন খানও ৷ এই ঘটনায় রাত থেকে উত্তেজনা রয়েছে এলাকায় ৷ তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গুনমণিবাবু একাই বাড়িতে ছিলেন ৷ দীর্ঘদিন আগেই তাঁর স্ত্রী মারা গিয়েছেন ৷ শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধে উপস্থিত থাকতে ছেলে তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন ৷ রাতে ছেলে বাড়ি ফিরে আসেন ৷ অনেকক্ষণ ডাকাডাকির পরও বাবার সাড়া না পাওয়ায় তিনি জানালা দিয়ে উঁকি দেন ৷ তখনই বুঝতে পারেন, ঘরে কোনও ঘটনা ঘটেছে ৷ তিনিই এলাকার লোকজনকে খবর দেন ৷

মালদায় বৃদ্ধ খুনে চাঞ্চল্য

আরও পড়ুন: গঙ্গারামপুরে বিএসএফের গুলিতে পাচারকারীর মৃত্যু

ছেলে পার্থসারথি শীল বলেন, "আমার স্ত্রী আর ছেলে শ্বশুরবাড়িতে থাকে ৷ শ্বশুর মারা গিয়েছেন ৷ গতকাল রাতে তাঁর শ্রাদ্ধ ছিল ৷ আমি সকালে কাজে বেরিয়ে যাই ৷ রাতে বাড়ি ফিরি ৷ রাতে বাড়ি ফিরে বাবাকে ডাকাডাকি করি ৷ কিন্তু বাবার সাড়া পাইনি ৷ এরপর জানালা দিয়ে ভিতরে মোবাইলের আলো ফেলতেই দেখি, সব কিছু লণ্ডভণ্ড ৷ জানালার পাশে গোপন জায়গায় ঘরের চাবি থাকে ৷ সেটাও সেখানে ছিল না ৷ কোনও ঘটনা ঘটেছে বুঝতে পেরে পাশের দোকানদারকে বলি ৷ তারপর ছাদ টপকে ঘরে ঢুকে আলো জ্বালাতেই সব জানতে পারি ৷ আমাদের বাড়ির পিছনে মদ আর হেরোইনের আসর বসে ৷ মাস দুয়েক আগে এনিয়ে ঝামেলা হয় ৷ তাতে ওরা আমাকে আর বাবাকে মারধর করেছিল ৷ সেই ঘটনায় আমি মালদা থানায় অভিযোগও জানিয়েছিলাম ৷ তারই বদলা নিতে সম্ভবত ওরা আমার বাবাকে খুন করেছে ৷"

আরও পড়ুন: মনুয়া কাণ্ডের ছায়া আমডাঙায়, স্ত্রী'র পরকীয়ার প্রতিবাদ করায় খুন স্বামী

স্থানীয় বাসিন্দাদের অবশ্য সন্দেহ, এই ঘটনার পিছনে পারিবারিক কারণ থাকতে পারে ৷ নিহত বৃদ্ধের তিনটি বিয়ে ৷ একটি পরিবার বাংলাদেশে ৷ আরেকটি পরিবারের এলাকাতেই ৷ তৃতীয় স্ত্রী মারা যাওয়ার পর তিনি এই বাড়িতেই ছেলে-বউমাকে নিয়ে থাকতেন ৷ স্থানীয়দের সন্দেহের আরও কারণ, বাড়ি তছনছ করে বৃদ্ধকে খুন করা হলেও ঘর থেকে কিছু নিয়ে যায়নি আততায়ী ৷ বাড়ির তালা কিংবা কোনও আলমারিও ভাঙা হয়নি ৷ প্রতিবেশী সনাতন পালের কথায়, এটা যে খুনের ঘটনা তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ কীভাবে তাঁকে খুন করা হয়েছে, কে বা কারা এর সঙ্গে জড়িত তা পুলিশ তদন্ত করে দেখছে ৷ এদিকে এই বিষয়ে ডিএসপি আজহারউদ্দিন খান বলেন, "ষাটোর্ধ ওই বৃদ্ধকে খুন করা হয়েছে ৷ আমরা গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.