ETV Bharat / state

Vande Bharat at Santiniketan: বন্দে ভারতের স্টপেজ তালিকায় যুক্ত হল কবিগুরুর শান্তিনিকেতন

author img

By

Published : Dec 29, 2022, 2:20 PM IST

Updated : Dec 29, 2022, 3:12 PM IST

বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) স্টপেজ তালিকায় যুক্ত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন (Vande Bharat at Santiniketan)৷ আজ বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে রেলমন্ত্রক (Rail Ministry Notice)৷

Vande Bharat Express ETV Bharat
বন্দে ভারতের উদ্বোধন

কলকাতা, 29 ডিসেম্বর: এ বার বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) স্টপেজ স্টেশনের তালিকায় যুক্ত হল বোলপুরের শান্তিনিকেতন (Vande Bharat at Santiniketan)। বৃহস্পতিবার সকালে রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে (Rail Ministry Notice)। আজ এই আর্জি জানিয়ে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দেন । কবিগুরুর স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে যে এমন একটি গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ রাখা প্রয়োজন, স্থানীয়দের এই দাবি প্রথম তুলে ধরেছিল ইটিভি ভারত ৷

আগামিকাল, শুক্রবার উদ্বোধন হতে চলেছে রাজ্যের প্রথম সেমিফাস্ট ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের । ইতিমধ্যেই ট্রেনটির স্টপেজ স্টেশন নিয়ে উঠেছে বিতর্কের ঝড় । যে স্টেশনগুলিতে গাড়ি থামবে, তার একটি তালিকা প্রকাশ্যে এসেছে । এর আগে রামপুরহাটে বন্দে ভারত থামানোর দাবি জানিয়ে ওখানকার মানুষজন স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন জমা দেন । তারপরেই ট্রায়াল রানের দিন পরীক্ষামূলক স্টপেজ দেওয়া হয় রামপুরহাটে । তবে এ বার যেহেতু বোলপুরে ট্রেনটিকে থামানো হবে, তাই আবারও ট্রেনটি রামপুরহাটে থামবে কি না তা নিয়ে প্রশ্নচিহ্ন রইল ।

Sukanta Majumdar ETV Bharat
স্টেশন পরিদর্শনে সুকান্ত-লকেটরা

আরও পড়ুন: আগামিকাল বন্দে ভারত এক্সপ্রেসের উদ্ধোধনে প্রাধানমন্ত্রী, নিরাপত্তার স্বার্থে বন্ধ হাওড়ার 3টি প্ল্যাটফর্ম

তবে একটি সুপারফাস্ট বা সেমি সুপারফাস্ট ট্রেনের স্টপেজের ক্ষেত্রে 200 কিলোমিটারের ব্যবধান রাখা হয় । আগের স্টপেজের তালিকা প্রকাশ্যে আসতে কবিগুরুর পীঠস্থান বোলপুর শান্তিনিকেতনে স্বাভাবিক ভাবেই স্টপেজ দেওয়া উচিত বলে দাবি উঠেছিল । দেশ বিদেশ থেকে বহু মানুষজন, ছাত্রছাত্রী, গবেষক, শিক্ষক সেখানে যান । তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়ে এই স্টেশনে বন্দে ভারতের থামার দাবি তোলা হয় । বিষয়টি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।

হাওড়া স্টেশনে প্রধানমন্ত্রীর যাওয়ার আগে আজ স্টেশন পরিদর্শনে যান সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায় ও অন্যান্যরা ।

তবে শুধু শান্তিনিকেতন নয়, বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের ঠিক একদিন আগেই আরও একটি নতুন স্টপেজের কথা প্রকাশ করেছে পূর্ব রেল । রেলের তথ্য অনুযায়ী, হাওড়া থেকে এনজেপি যাওয়ার মধ্যে শুধুমাত্র মালদা জাংশনে থামার কথা জানানো হয়েছিল । এছাড়া আরও একটি স্টেশনে স্টপেজ দেওয়ার পরিকল্পনা করেছিল পূর্ব রেল । বৃহস্পতিবার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, "স্টেশন সংখ্যা বৃদ্ধি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে । তার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্দে ভারত তার যাত্রাপথে মোট 3টি স্টেশনে দাঁড়াবে । এর মধ্যে রয়েছে প্রথম মালদা জাংশন, দ্বিতীয় বোলপুর এবং আরেকটি নতুন সংযোজিত স্টেশন হল বারসোই ।"

Last Updated : Dec 29, 2022, 3:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.