ETV Bharat / state

বর্ষবরণের রাতে দেড় হাজারের বেশি অভিযোগ দায়ের কলকাতা পুলিশে, গ্রেফতার 457

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 4:12 PM IST

ETV BHARAT
ETV BHARAT

1500 Complaints File on New Year's Eve: 10 হাজার টাকার জরিমানার ভয়েও কাজ হল না ৷ মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, হেলমেটবিহীন বাইক আরোহীর সংখ্যা কমল না ৷ সঙ্গে মহিলাদের উদ্দেশে কটূক্তি-সহ প্রায় দেড় হাজারের উপর অভিযোগ দায়ের হল কলকাতা পুলিশের অন্তর্গত বিভিন্ন থানায় ৷

কলকাতা, 1 জানুয়ারি: বর্ষবরণের রাতে শহরবাসীর নিরাপত্তা ইস্যুতে শুরু থেকে তৎপর ছিল কলকাতা পুলিশের বিভিন্ন বিভাগ ৷ তার জেরে এক রাতে কলকাতা পুলিশের বিভিন্ন থানায় 1 হাজারের 570টি অভিযোগ জমা পড়েছে ৷ তার মধ্যে রয়েছে, মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালানো, মহিলাদের কটূক্তি-সহ রয়েছে নানা অভিযোগ ৷ যে অভিযোগগুলির প্রেক্ষিতে এখনও পর্যন্ত 457 জনকে গ্রেফতার করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর ৷

বর্ষ বিদায় ও বর্ষবরণ উদযাপন উপলক্ষে কলকাতা, বিশেষত পাক স্ট্রিট এলাকায় মানুষের উপচে পড়া ভিড় ছিল গতকাল রাতে ৷ সেই কারণে, পার্ক স্ট্রিট-সহ শহরের আনাচে-কানাচে তাই পুলিশের নজরদারি ছিল যথেষ্ট ৷ লালবাজার সূত্রে খবর, বিভিন্ন থানার কেস রেজিস্ট্রারে বছর শেষের রাতে মোট 1570টি মামলা দায়ের করা হয়েছে ৷ যার পুরোটাই করেছে কলকাতা ট্রাফিক বিভাগ ৷ এর মধ্যে বিনা হেলমেটে বাইক চালানোর অভিযোগ রয়েছে মোট 557টি ৷ হেলমেট ছিল না, সেই রকম অভিযোগ জমা পড়েছে 216টি ৷ ফাঁকা রাস্তা পেয়ে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ হয়েছে 311টি ৷ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ এসেছে 287টি ৷

বর্ষবরণের রাতে অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও রাস্তায় নেমেছিলেন ৷ পাশাপাশি, কলকাতা পুলিশের প্রমিলা বাহিনী উইনারস টিমকে পার্কস্ট্রিট ও তার সংলগ্ন এলাকায় সক্রিয় করা হয়েছিল ৷ সেই সঙ্গে শহরের যেসব রাস্তায় যানজট বেশি হয়, সেখানে আজ সকাল থেকে সাদা পোশাকে রয়েছেন কলকাতা পুলিশের ওয়াচ সেকশন এবং গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ৷ মহিলাদের উদ্দেশে কটূক্তি বা ইভটিজিং-এর ঘটনা রুখতে, পর্যাপ্ত পরিমাণে সাদা পোশাকের মহিলা পুলিশ কর্মী মোতায়েন রয়েছে শহরের বিভিন্ন রাস্তায় ৷

রাতের অভিযানের পর, পয়লা জানুয়ারি সকাল থেকে সজাগ রয়েছে কলকাতা পুলিশ ৷ উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটি থেকে শুরু করে দক্ষিণ কলকাতার আলিপুর চিড়িয়াখানা-সহ বিভিন্ন গির্জা এবং যেখানে একসঙ্গে প্রচুর লোক জড়ো হতে পারে সেই সকল জায়গায় অতিরিক্ত সংখ্যা পুলিশ মোতায়েন করেছে লালবাজার ৷ কল্পতরু উৎসব উপলক্ষে কালীঘাট মন্দিরে আজ সকাল থেকে ভক্তদের ভিড় রয়েছে ৷ পাশাপাশি, আইনশৃঙ্খলার দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ এলাকা বলে, সেখানে লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন ৷

আরও পড়ুন:

  1. বর্ষবরণের রাতে জমজমাট পার্কস্ট্রিট, দেখুন ভিডিয়ো
  2. বর্ষশেষে মদ খেয়ে গাড়ি চালালেই বিপদ, দিতে হবে 10 হাজারি জরিমানা; কোথায় এমন নিয়ম?
  3. বর্ষবরণে কেমন কাটালেন শহরের ফুটপাথবাসীরা ? প্রদীপের নীচে সেই আঁধারই
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.