ETV Bharat / state

আইনশৃঙ্খলা নিয়ে বিরোধীদের কটাক্ষ করলেও সন্দেশখালি প্রশ্নে স্পিকটি নট মমতা

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2024, 2:42 PM IST

Updated : Jan 8, 2024, 3:22 PM IST

Mamata Banerjee: আইনশৃঙ্খলা নিয়ে বিরোধীদের কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে আজও সন্দেশখালির ঘটনা নিয়ে তিনি নীরব থাকলেন ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 8 জানুয়ারি: সন্দেশখালি নিয়ে মৌনতাই বজায় রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

গত শুক্রবার থেকেই সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি । এই সন্দেশখালিকে নিয়েই পরস্পরের বিরুদ্ধে আক্রমণ প্রতি আক্রমণ চালিয়ে যাচ্ছে শাসক এবং বিরোধীরা । এমনকি ঘটনার গুরুত্ব বুঝে এই নিয়ে কড়া পদক্ষেপ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । প্রতিক্রিয়া দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও । কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত এ নিয়ে একটি কথাও বলেননি । এই অবস্থায় আজ যখন ধনধান্য স্টেডিয়ামে স্টুডেন্টস উইকের সমাপ্তি অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেন, তখন অনেকেই মনে করেছিলেন যে, তিনি সন্দেশখালি নিয়ে কিছু বলবেন । তিনি শুধু বাংলার মুখ্যমন্ত্রী নন, তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও । সন্দেশখালির মতো একটা জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা গ্রামবাসীদের দ্বারা আক্রান্ত হলেন ৷ সে ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী কী বলেন তা শোনার জন্য মুখিয়ে রয়েছে গোটা রাজ্য । আজ মমতা বন্দ্যোপাধ্যায় আইনশৃঙ্খলা নিয়ে মুখ খুললেও সরাসরি সন্দেশখালি প্রসঙ্গে ঢুকলেন না ।

এ দিন ধনধান্য অডিটোরিয়ামে ছাত্রছাত্রীদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, "অনেকে তো আইনশৃঙ্খলা নিয়ে অনেক অকথা-কুকথা বলেন । অপপ্রচার, কুৎসা করেন । আমাকে দশটা গালি দিন, আমার গায়ে লাগবে না । কারণ গালাগালি খেতে খেতে আমি ছোটবেলা থেকেই অভ্যস্ত হয়ে গিয়েছি । কিন্তু বাংলাকে গালাগালি দিলে আমার আপত্তি আছে । বাংলাকে কেউ যদি ছোট দেখান আমাকে গালাগালি দেওয়ার নাম করে, সেখানে আমার আপত্তি থাকে । আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে শ্রীরামপুর থানা, বেস্ট থানা হিসেবে নির্বাচিত হয়েছে । তাহলে আইনশৃঙ্খলা যদি ভালো না হয়, এই জায়গাটা হবে কী করে, কলকাতা দেশের মধ্যে সবচেয়ে সুরক্ষিত শহর হিসেবে ঘোষিত হয়েছে ।" মমতার প্রশ্ন, "এটা তাহলে কী করে হল ?"

এ দিন মুখ্যমন্ত্রী এ সব বললেও সরাসরি সন্দেশখালি নিয়ে একটি শব্দও খরচ করেননি তিনি । বরং রাজনৈতিক মহল মনে করছে, আইনশৃঙ্খলা নিয়ে বিরোধীদের এই কটাক্ষের পেছনেই পরোক্ষে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালি নিয়ে জবাব ।

প্রসঙ্গত, এ দিন এই অনুষ্ঠানেই মমতা জানিয়েছেন, আজ কলকাতা পুলিশের নিয়ন্ত্রণে থাকা ভাঙড়ের পোলেরহাট, উত্তর কাশিপুর, চন্দনেশ্বর এবং ভাঙড় থানার নতুন ভবন উদ্বোধন হল । শুধু ভাঙড়ে পুলিশের নতুন ভবন নয়, ট্রাফিক গার্ডের নতুন অফিসও উদ্বোধন হল এ দিন । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভাঙড় হল কলকাতা পুলিশের দশম ডিভিশন । অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের ডিজি রাজীব কুমারের উদ্দেশে এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, খেয়াদা 1 এবং খেয়াদা 2 - এই দুটি অঞ্চলকেও ভাঙ্গড়ের অন্তর্ভুক্ত করতে হবে । তাঁর সরকারের আমলে ছ'টা পুলিশ কমিশনারেট, 14টা পুলিশ জেলা তৈরি করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী । তিনি জানান, ন'টি ব্যাটেলিয়ান, 43টি মহিলা থানা, 143টি নতুন থানা এবং আটটি উপকূল থানাও তৈরি করা হয়েছে । 35টি সাইবার থানা, 19টা হিউম্যান রাইটস কোর্টও তৈরি হয়েছে ।

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় আইনশৃঙ্খলা নিয়ে এত খতিয়ান দিলেও আলাদা করে সন্দেশখালি প্রসঙ্গে ঢোকেননি । সেখানেই প্রশ্ন তুলছেন বিরোধীরা । সন্দেশখালির ঘটনা নিয়ে যখন রাজ্যপাল থেকে শুরু করে বিচারপতিরা পর্যন্ত উদ্বেগ প্রকাশ করছেন, তখন কেন নীরব মুখ্যমন্ত্রী !

আরও পড়ুন:

  1. ব়্যাগিং মুক্তির জন্য টোল ফ্রি নম্বর ঘোষণা মমতার, জেনে নিন
  2. সন্দেশখালিতে যাওয়া ইডি আধিকারিকের বিরুদ্ধে চলছে সিবিআই তদন্ত, দাবি কুণাল ঘোষের
  3. নিরাপত্তার চাদরে সেজে উঠেছে গঙ্গাসাগর মেলা, আজই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
Last Updated : Jan 8, 2024, 3:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.