ETV Bharat / state

KMC Drainage Connection: সংযুক্ত এলাকার 3টি ওয়ার্ডে বাড়ি বাড়ি নিকাশি লাইনের সংযোগ, বরাদ্দ 100 কোটিরও বেশি

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 12:14 PM IST

সংযুক্ত এলাকার বিস্তীর্ণ জায়গায় বাড়ি বাড়ি নিকাশি লাইনের সংযোগ কাজ শুরু হচ্ছে ৷ এর জন্য 100 কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে কলকাতা পৌরনিগম ৷

ETV Bharat
কলকাতা পৌরনিগম

কলকাতা, 8 নভেম্বর: কলকাতার সংযুক্ত এলাকায় নিকাশি ব্যবস্থা তৈরির কাজ চলছে বহুদিন ধরে ৷ এদিকে নিকাশি নিয়ে বিস্তর অভিযোগও রয়েছে ৷ এবার বড় রাস্তার পর ছোট রাস্তা থেকে শুরু করে গলিতে নিকাশি পরিকাঠামো তৈরিতে 100 কোটিরও বেশি টাকা বরাদ্দ করেছে কলকাতা পৌরনিগম ৷ এই কাজটি সম্পূর্ণ হলে কলকাতা পৌরনিগমের 111, 112, 113- এই তিনটি ওয়ার্ডে কম-বেশি লাখখানেক মানুষ উপকৃত হবেন ৷

কলকাতা পরিবেশ উন্নয়ন লগ্নি প্রকল্পে সংযুক্ত এলাকার ওয়ার্ডগুলিতে বড় বড় রাস্তার মূল নিকাশি নালার লাইন পাতা হয়েছে ৷ ড্রেনেজ পাম্পিং স্টেশন তৈরির কাজও চলছে ৷ এবার পৌরনিগমের নিকাশি বিভাগের আওতায় অলিগলি, ছোট রাস্তার নিকাশি নালার লাইন পাতা থেকে বাড়ির সংযোগ দেওয়ার কাজ হবে- বাঁশদ্রোণী, গড়িয়া, ব্রহ্মপুর, হরিদেবপুর-সহ বিস্তীর্ণ অঞ্চলে ৷ চলতি বছরের শেষে 113 নম্বর ওয়ার্ডে শেষ হবে নিকাশি পাম্পিং স্টেশন তৈরির কাজ ৷ সেখানেই গিয়ে পড়বে এই তিন ওয়ার্ডের নিকাশি জল ৷

কলকাতা পৌরনিগমের আওতায় আসার পরেও দীর্ঘ সময় কেটে গিয়েছে সংযুক্ত এলাকায় নিকাশি পরিকাঠামো তৈরি হয়নি ৷ পরে কলকাতা পরিবেশ উন্নয়ন লগ্নি প্রকল্পের টাকায় নিকাশি কাজ শুরু হলেও বিস্তর টালবাহানা চলে ৷ এর মধ্যে নির্মাণ সংস্থার বদল থেকে নিকাশি তৈরির খরচ বৃদ্ধি হতে থাকে ৷ তবে পরিকাঠামো অধরাই থেকে যায় ৷ বর্ষায় এলাকাবাসীদের ভোগান্তিও কমে না ৷

এই অবস্থায় এলাকাগুলিতে মূল নিকাশি লাইন থেকে পাম্পিং স্টেশন তৈরির শেষ কাজ ৷ এবার বাড়ির বাড়ি সংযোগ ও অলিগলির সঙ্গে মূল লাইনের সংযোগ কাজ হবে ৷ তার জন্যই বরাদ্দ হয়েছে 100 কোটির বেশি টাকা ৷ এই কাজ হয়ে গেলে আগামী বর্ষায় জমা জলের ভোগান্তি মেটার সম্ভাবনা তৈরি হয়েছে ৷ ব্রহ্মপুর-সহ আশপাশে কাজের জন্য প্রায় 40 কোটি টাকা খরচ হবে ৷ 113 নম্বর ওয়ার্ডের জন্য 52 কোটি টাকা ও বাঁশদ্রোণী এলাকার জন্য 25 কোটি টাকা খরচ হবে ৷

এই বিষয় এক আধিকারিক বলেন, "পুজো মিটেছে ৷ এবার ধাপে ধাপে ফের কাজ শুরু হবে ৷ মূলত গলি, ছোট রাস্তার লাইন যুক্ত হবে বড় রাস্তার পাইপ লাইনের সঙ্গে ৷ আর গলিতে যে লাইন হবে, প্রতি বাড়ির সঙ্গে সেই লাইন যুক্ত হবে ৷ ফলে সংযুক্ত এলাকার তিনটি ওয়ার্ডে নিকাশি ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে ৷ জমা জলের ভোগান্তি থেকে মুক্তি মিলবে ৷"

আরও পড়ুন: বকেয়া করদাতাদের সুদ ও জরিমানায় মিলবে না বিরাট ছাড়, নভেম্বর থেকে চালু নয়া ওয়েভার স্কিম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.