ETV Bharat / state

Post Poll Violence Case: 2 পুলিশকর্তার বিরুদ্ধে সিবিআইয়ে অভিযোগ মৃত বিজেপি সমর্থকের পরিবারের

author img

By

Published : Sep 5, 2021, 1:47 PM IST

ভোট পরবর্তী হিংসার মামলায় (Post Poll Violence Case) পুলিশের 2 সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধে সিবিআইয়ে (CBI) অভিযোগ জানাল মৃত বিজেপি সমর্থক অভিজিৎ সরকারের পরিবার (BJP Supporter's Family) ৷

Post Poll Violence Case died bjp supporter's family lodged complaint against 2 sub inspectors to cbi
2 পুলিশকর্তার বিরুদ্ধে সিবিআইয়ে অভিযোগ মৃত বিজেপি সমর্থকের পরিবারের

কলকাতা, 5 সেপ্টেম্বর: এ বার ভোট পরবর্তী হিংসার মামলায় (Post Poll Violence Case) পুলিশের বিরুদ্ধে উঠে এল সাদা কাগজে সই করানোর অভিযোগ । কলকাতা পুলিশের দু'জন সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধে এই অভিযোগ আনল কাঁকুড়্গাছির মৃত বিজেপি সমর্থক অভিজিৎ সরকারের পরিবার (BJP Supporter's Family)।

সিবিআই (CBI) সূত্রে খবর, অভিজিৎ সরকারের (Abhijit Sarkar) মৃত্যুর পর কলকাতা পুলিশের তরফে তাঁদের পরিবারকে একটি সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয় । প্রশ্ন উঠেছে কেন পুলিশ নিজেদের তদন্ত না-চালিয়ে, সাদা কাগজে সই করালো ? তদন্তের ক্ষেত্রে কি মৃতের পরিবার কিংবা অন্য কারওকে দিয়ে পুলিশ সাদা কাগজে সই করাতে পারে ?

এই ঘটনায় এ বার সিবিআইয়ের কাছে বিশেষ ভাবে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত বিজেপি সমর্থকের পরিবার । তাদের দাবি, ওই দুই পুলিশ আধিকারিককে ডেকে জেরা করুক সিবিআই ।

আরও পড়ুন: Javed Akhtar Row : আরএসএস-তালিবান নিয়ে জাভেদ আখতারের মন্তব্য়ে বিতর্ক, হুমকি বিজেপি বিধায়কের

ভোট পরবর্তী হিংসার ঘটনায় তদন্তে ইতিমধ্যেই সিবিআইয়ের নজরে রয়েছেন বেশ কয়েকজন পুলিশ আধিকারিক । পাশাপাশি নজরে আছেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের দুই সাব-ইনস্পেক্টরও । তাঁদের এ বার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই ।

আরও পড়ুন: Visva-Bharati University : শিক্ষক দিবসে উপাচার্যকে ফুলের তোড়া পাঠিয়ে শ্রদ্ধা আন্দোলনরত পড়ুয়াদের

ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে নেমে সিবিআইয়ের গোয়েন্দারা একাধিকবার মৃত অভিজিৎ সরকারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে তাঁদের বাড়িতে গিয়েছেন । তাছাড়াও যে জায়গায় অভিজিৎ সরকারের দেহ উদ্ধার হয়েছিল, সেই ঘটনাস্থলের ভিডিওগ্রাফিয়ো করেছিলেন সিবিআইয়ের গোয়েন্দারা । ফলে অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করে, গোটা ঘটনাটি পরিস্কার করার জন্য সিবিআইয়ের নজরে থাকা পুলিশ আধিকারিকদের তলব করা হবে বলে সিবিআই সূত্রের খবর ।

আরও পড়ুন: Suvendu Adhikari : দেহরক্ষীর মৃত্যুর মামলায় সিআইডির তলব শুভেন্দুকে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.