ETV Bharat / state

বেলেঘাটায় দু'টি বাসের সংঘর্ষে শিশু-সহ আহত 39

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 5:54 PM IST

Updated : Jan 16, 2024, 10:44 PM IST

Accident in kolkata: বেলেঘাটায় ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ দু‘টি বাসের মুখোমুখি সংঘর্ষ ৷ ঘটনায় আহত 39জন ৷ এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ শিয়লদাগামী একটি সরকারি বাসের সঙ্গে উলটো দিক থেকে আসা একটি বেসরকারি বাসের সংঘর্ষ হয় ।

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 16 জানুয়ারি: নিয়ন্ত্রণ হারিয়ে দু‘টি বাসের মুখোমুখি ধাক্কা ৷ শিয়ালদাগামী একটি সরকারি বাসের সঙ্গে উলটো দিক থেকে আসা একটি বেসরকারি বাসের সংঘর্ষ হয় ৷ মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ বেলেঘাটা মেন রোডে ঘটনাটি ঘটেছে ৷ ঘটনায় আহত দু’টি বাসের চালক-সহ 39 জন ৷ 9 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷ 30 জন হাসপাতালে চিকিৎসাধীন ৷

জানা গিয়েছে, এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ শিয়লদাগামী একটি সরকারি বাসের সঙ্গে উলটো দিক থেকে আসা একটি বেসরকারি বাসের সংঘর্ষ হয় । ঘটনা প্রসঙ্গেই প্রত্যক্ষদর্শীরা জানান, দু’টি বাসের গতি অত্যন্ত বেশি ছিল ৷ নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে বাসদু'টি ৷ দু‘টি বাসের সংঘর্ষের জের বিকট আওয়াজ হয় ৷ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ পুলিশের পক্ষ থেকে দমকলেও খবর দেওয়া হয় উদ্ধার কাজের জন্য ৷

যদিও কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিকরা এসে গ্যাস কাটার দিয়ে দু’টির জানলা কেটে বেশ কয়েকজনকে উদ্ধার করেন। দু’টি বাসের চালক-সহ গুরুতর আহত অবস্থায় 6জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ । বাসদু’টি ট্রাফিক আইন মেনে ছিল কি না তাও খতিয়ে দেখা হবে ৷ ট্রাফ্রিক আইন লঙ্ঘনে কারণে দুর্ঘটনা ঘটলে তবে চালকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে ৷

এলাকাবাসীর অভিযোগ, বেলেঘাটা মেন রোডে গাড়ির গতি অত্যন্ত বেশি থাকে ৷ ফলে দুর্ঘটনাও ঘটে প্রায়ই ৷ প্রাণহানির ঘটনাও ঘটেছে ৷ কোনও নিরাপত্তা মূলক ব্যবস্থাও নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে ৷ তার জেরে আবারও এদিন দুর্ঘটনার শিকার দু'টি বাস ৷ যদিও কোনও প্রাণহানির খবর নেই ৷

আরও পড়ুন:

  1. কলকাতায় পথ দুর্ঘটনা 50 শতাংশ কমেছে, অনেকটাই পিছিয়ে রয়েছে দিল্লি-মুম্বই
  2. ঘন কুয়াশার জেরে পথ দুর্ঘটনার বলি শিশু-সহ 2, আহত এক; ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি
  3. নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা গাড়ির, ঝলসে গেল শিশু-সহ 8 জন
Last Updated : Jan 16, 2024, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.