ETV Bharat / state

যুব মোর্চার 'নমো নবমতদাতা সম্মেলন', 25 জানুয়ারি প্রথমবারের ভোটারদের সঙ্গে যুক্ত হবেন প্রধানমন্ত্রী

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 6:49 AM IST

BJP Namo NavMatdatta Registration: 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস ৷ এদিন প্রথমবারের ভোটারদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার আগে যুব মোর্চার 'নমো নবমতদাতা সম্মেলনে'র কথা শোনালেন বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান ৷

ETV Bharat
প্রথমবারের ভোটারদের জন্য নমো নবমতদাতা সম্মেলন
বিজেপির নমো নবমতদাতা সম্মেলন নিয়ে বললেন বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান

কলকাতা, 16 জানুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচনে 35 ম্যাজিক ফিগারে পৌঁছতে কোমর বেঁধে প্রচারে নেমেছে বঙ্গ বিজেপি ৷ একদিকে শুরু হয়েছে দেওয়াল লিখন ৷ অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গঠিত ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি শুরু করে দিয়েছে ফিল্ড ওয়ার্ক ৷ সমস্ত কার্যকর্তা-সহ মোর্চাগুলিকে দেওয়া হয়েছে নির্দিষ্ট কার্যক্রম ৷ আর সেই অনুযায়ী 'বিকশিত ভারত' কর্মসূচির অন্তর্গত 'নমো নবমতদাতা সম্মেলন' কর্মসূচিতে নামল বঙ্গ বিজেপির যুব মোর্চা ৷

প্রথমবারের তরুণ ভোটারদের টানতেই এই কর্মসূচি ৷ তাই এই কর্মসূচিকে নতুন ভোটার সংযুক্তিকরণ অভিযানও বলা হচ্ছে ৷ রাজ্যে এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান ও বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায় ৷ আগামী 25 জানুয়ারি অর্থাৎ জাতীয় ভোটার দিবসে নতুন ভোটারদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর তার আগে দিনরাত এক করে এই কর্মসূচির কাজে লেগে পড়েছে যুব মোর্চা ৷

পশ্চিমবঙ্গের প্রতিটি কলেজ, বিশ্ববিদ্যালয়, খেলার মাঠ, কোচিং কেন্দ্র, গ্রন্থাগার এবং রেল স্টেশনে 18 থেকে 25 বছরের যুবক-যুবতীদের কাছে পৌঁছে যাবে যুব মোর্চা ৷ এই কর্মসূচি চলবে সারা মাস ধরেই ৷ এর পাশাপাশি 20 জানুয়ারি প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিকশিত পদযাত্রার ডাক দেওয়া হয়েছে ৷

সভাপতি ডক্টর ইন্দ্রনীল খান জানান যে আগামী প্রজন্মের কথা মাথায় রেখেই গড়ে তোলা হচ্ছে বিকশিত ভারত ৷ তাঁদের মধ্যে দেশ, নির্বাচন এবং মোদি সরকারে কী কী সুযোগ সুবিধা তাঁদের জন্য, সেই বিষয়গুলি জানান দিতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে ৷ আগামী 25 জানুয়ারি রাজ্যের 200 টি জায়গার পাশাপাশি সারাদেশে 5 হাজার জায়গায় এই সম্মেলন করা হবে ৷ প্রতিটি বিধানসভায় একটি করে সম্মেলন হবে, যেখানে হাজার জনের বেশি প্রথমবারের ভোটার অংশগ্রহণ করবেন ৷ প্রধানমন্ত্রীর বার্তা প্রচার করার জন্য প্রতিটি কেন্দ্রে এলইডি স্ক্রিন লাগানো হবে ৷

এই কর্মসূচির জন্য একটি সেন্ট্রাল হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে ৷ নম্বরটি হল 7820078200 ৷ আগামী 25 জানুয়ারি প্রধানমন্ত্রী নতুন ভোটারদের নিয়ে যে সম্মেলনটি করবেন, তাতে অংশগ্রহণ করার জন্য এই নম্বরে নিজের মোবাইল নম্বর থেকে একটি মিসড কল দিতে হবে ৷ তাহলে এই নম্বর থেকে একটি লিংক পৌঁছে যাবে ৷ সেই লিংকটি খুলে নিজের নাম, বয়স, জেলা এবং বিধানসভার নাম দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে ৷

আরও পড়ুন:

  1. জুন মালিয়ার রাম মন্দির উদ্বোধন তৃণমূলের 'ডাবল স্ট্যান্ডার্ড পলিসি', কটাক্ষ দিলীপের
  2. রামলালার প্রাণ প্রতিষ্ঠা, সলমনকে ছেড়ে ভক্তিমূলক গানে গীতিকার সাব্বির
  3. 'এই ভারত আমরা চাই না', রাম মন্দির নিয়ে মন্তব্য শিক্ষাবিদ পবিত্র সরকারের

বিজেপির নমো নবমতদাতা সম্মেলন নিয়ে বললেন বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান

কলকাতা, 16 জানুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচনে 35 ম্যাজিক ফিগারে পৌঁছতে কোমর বেঁধে প্রচারে নেমেছে বঙ্গ বিজেপি ৷ একদিকে শুরু হয়েছে দেওয়াল লিখন ৷ অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গঠিত ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি শুরু করে দিয়েছে ফিল্ড ওয়ার্ক ৷ সমস্ত কার্যকর্তা-সহ মোর্চাগুলিকে দেওয়া হয়েছে নির্দিষ্ট কার্যক্রম ৷ আর সেই অনুযায়ী 'বিকশিত ভারত' কর্মসূচির অন্তর্গত 'নমো নবমতদাতা সম্মেলন' কর্মসূচিতে নামল বঙ্গ বিজেপির যুব মোর্চা ৷

প্রথমবারের তরুণ ভোটারদের টানতেই এই কর্মসূচি ৷ তাই এই কর্মসূচিকে নতুন ভোটার সংযুক্তিকরণ অভিযানও বলা হচ্ছে ৷ রাজ্যে এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান ও বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায় ৷ আগামী 25 জানুয়ারি অর্থাৎ জাতীয় ভোটার দিবসে নতুন ভোটারদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর তার আগে দিনরাত এক করে এই কর্মসূচির কাজে লেগে পড়েছে যুব মোর্চা ৷

পশ্চিমবঙ্গের প্রতিটি কলেজ, বিশ্ববিদ্যালয়, খেলার মাঠ, কোচিং কেন্দ্র, গ্রন্থাগার এবং রেল স্টেশনে 18 থেকে 25 বছরের যুবক-যুবতীদের কাছে পৌঁছে যাবে যুব মোর্চা ৷ এই কর্মসূচি চলবে সারা মাস ধরেই ৷ এর পাশাপাশি 20 জানুয়ারি প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিকশিত পদযাত্রার ডাক দেওয়া হয়েছে ৷

সভাপতি ডক্টর ইন্দ্রনীল খান জানান যে আগামী প্রজন্মের কথা মাথায় রেখেই গড়ে তোলা হচ্ছে বিকশিত ভারত ৷ তাঁদের মধ্যে দেশ, নির্বাচন এবং মোদি সরকারে কী কী সুযোগ সুবিধা তাঁদের জন্য, সেই বিষয়গুলি জানান দিতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে ৷ আগামী 25 জানুয়ারি রাজ্যের 200 টি জায়গার পাশাপাশি সারাদেশে 5 হাজার জায়গায় এই সম্মেলন করা হবে ৷ প্রতিটি বিধানসভায় একটি করে সম্মেলন হবে, যেখানে হাজার জনের বেশি প্রথমবারের ভোটার অংশগ্রহণ করবেন ৷ প্রধানমন্ত্রীর বার্তা প্রচার করার জন্য প্রতিটি কেন্দ্রে এলইডি স্ক্রিন লাগানো হবে ৷

এই কর্মসূচির জন্য একটি সেন্ট্রাল হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে ৷ নম্বরটি হল 7820078200 ৷ আগামী 25 জানুয়ারি প্রধানমন্ত্রী নতুন ভোটারদের নিয়ে যে সম্মেলনটি করবেন, তাতে অংশগ্রহণ করার জন্য এই নম্বরে নিজের মোবাইল নম্বর থেকে একটি মিসড কল দিতে হবে ৷ তাহলে এই নম্বর থেকে একটি লিংক পৌঁছে যাবে ৷ সেই লিংকটি খুলে নিজের নাম, বয়স, জেলা এবং বিধানসভার নাম দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে ৷

আরও পড়ুন:

  1. জুন মালিয়ার রাম মন্দির উদ্বোধন তৃণমূলের 'ডাবল স্ট্যান্ডার্ড পলিসি', কটাক্ষ দিলীপের
  2. রামলালার প্রাণ প্রতিষ্ঠা, সলমনকে ছেড়ে ভক্তিমূলক গানে গীতিকার সাব্বির
  3. 'এই ভারত আমরা চাই না', রাম মন্দির নিয়ে মন্তব্য শিক্ষাবিদ পবিত্র সরকারের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.