ETV Bharat / state

BJP Protest in SEC : নির্বাচন কমিশনে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার

author img

By

Published : Feb 10, 2022, 2:56 PM IST

Updated : Feb 10, 2022, 3:17 PM IST

বর্তমানে নির্বাচন কমিশনের দফতর (Bengal State Election Commission Office) ঘিরে রেখেছে পুলিশ ৷

BJP Protest SEC
নির্বাচন কমিশনে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার

কলকাতা, 10 ফেব্রুয়ারি : পৌরভোটকে কেন্দ্র করে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে ও ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে উত্তপ্ত হয়ে উঠল রাজ্য নির্বাচন কমিশনের দফতর চত্বর ৷ এদিন ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় বিজেপি মহিলা মোর্চার সদস্য ও পুলিশের মধ্যে । বর্তমানে পুরো এলাকাকে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে পুলিশ ৷

বেশ কয়েকজন বিজেপি কর্মীকে এদিন টানতে টানতে প্রিজন ভ্যানে তোলা হয় । এদিন বিক্ষোভ চলাকালীন এলাকায় উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ পৌরভোটকে কেন্দ্র করে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে এদিন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখানো হবে বলে আগেই ঘোষণা করেছিল রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ এদিন বিকেলে বিজেপির তরফে কমিশনে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচিও রয়েছে ৷

আরও পড়ুন : বিধাননগর পৌরনিগমে কি কেন্দ্রীয় বাহিনী, 12 ঘণ্টার মধ্যে সরকার ও কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ হাইকোর্টের

এদিনই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, পৌরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে 12 ঘণ্টার মধ্যে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে ৷

Last Updated : Feb 10, 2022, 3:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.