ETV Bharat / state

BMC Election 2022 : বিধাননগর পৌরনিগমে কি কেন্দ্রীয় বাহিনী, 12 ঘণ্টার মধ্যে সরকার ও কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ হাইকোর্টের

author img

By

Published : Feb 10, 2022, 11:34 AM IST

Updated : Feb 10, 2022, 1:45 PM IST

হাতে মাত্র 12 ঘণ্টা ৷ এর মধ্যেই রাজ্য নির্বাচন কমিশন ও সরকারকে একসঙ্গে ঠিক করতে হবে বিধাননগর পৌরনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী লাগবে কি না (BMC Election 2022) ৷

BMC Election 2022 Calcutta High Court Order
বিধাননগর পৌরনির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্ট

কলকাতা, 9 ফেব্রুয়ারি : বিধাননগর পৌরনিগমের ভোটে আদৌ কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে ? এই বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার ও রাজ্যকে 12 ঘণ্টার মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ৷ পাশাপাশি একদিনে সব পৌরসভার ভোট গণনার বিষয়েও সময়সীমা বেঁধে দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ ৷ 48 ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে ৷

হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, নির্বাচন চলাকালীন কোনওভাবে নিরাপত্তার গাফিলতি থাকলে দায় নিতে হবে নির্বাচন কমিশনকে । জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর আজই মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্য পুলিশের ডিজি, বিধাননগর পুলিশ কমিশনার এবং রাজ্যের মুখ্যসচিব (Bidhannagar Municipal Corporation Election) ৷

উল্লেখ্য, 12 ফেব্রুয়ারি বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগর পৌরনিগমের ভোট । এর মধ্যে বিধাননগর পৌরনিগমে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার দাবি জানিয়েছিলেন সল্টলেকের বাসিন্দা ছবি বসু । এর সঙ্গে চার পৌরনিগম এবং বাকি 108টি পুরসভার ভোটগণনা যাতে একসঙ্গে করা হয়, সেই দাবি জানিয়েছিলেন একাধিক মামলাকারী ৷

আরও পড়ুন : Bengal civic polls 2022: লড়াইয়ের আগে মাঠ ছেড়ে পালাল অধিকারী পরিবার, কটাক্ষ সুপ্রকাশ গিরির

মামলাকারীদের যুক্তি ছিল, দফায় দফায় ভোট গণনা হলে তা ভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে । তাই সব পৌরভোটের গণনা একদিনে একসঙ্গে করার দাবি জানানো হয়েছিল । এই বিষয়ে প্রধান বিচারপতি মামলাকারীদের নির্বাচন কমিশনারের কাছে আবেদন জানানোর নির্দেশ দিয়েছেন ।

24 ঘণ্টার মধ্যে যদি মামলাকারীরা আবেদন করেন, তাহলে মুখ্য নির্বাচন কমিশনার সব আবেদন খতিয়ে দেখে 48 ঘণ্টার মধ্যে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন । পাশাপাশি পোলিং এজেন্ট বসানো নিয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি দিয়েছে । তাকেই মান্যতা দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

ডিভিশন বেঞ্চনির্দেশে জানিয়েছে, শান্তিপূর্ণ নিরপেক্ষ ভোট করানো নির্বাচন কমিশনের দায়িত্ব । বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কমিশনকেই । এতে কোনও গাফিলতি হলে ব্যক্তিগতভাবে নির্বাচন কমিশনারকে দায়বদ্ধ থাকতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হাইকোর্ট ।

আরও পড়ুন : SSC Recruitment Case : 573 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য

Last Updated : Feb 10, 2022, 1:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.