ETV Bharat / state

Abhishek Banerjee: নবজোয়ার যাত্রা ভাঙতেই ডাকাডাকি, সাড়ে 9 ঘণ্টার জেরা শেষে হুঙ্কার অভিষেকের

author img

By

Published : May 20, 2023, 9:02 PM IST

Updated : May 20, 2023, 9:45 PM IST

প্রায় 10 ঘণ্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদ শেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ প্রায় চারজন সিবিআই আধিকারিক শনিবার অভিষেককে জিজ্ঞাসাবাদ করেন বলে খবর ৷

Etv Bharat
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

সাড়ে 9 ঘণ্টার জেরা শেষে হুঙ্কার অভিষেকের

কলকাতা, 20 মে: প্রায় 10 ঘণ্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদ শেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ প্রায় চারজন সিবিআই আধিকারিক শনিবার অভিষেককে জিজ্ঞাসাবাদ করেন বলে খবর ৷ সিবিআই সূত্রে খবর, কুন্তল ঘোষের চিঠি সামনে রেখে এবং এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় প্রায় তিন দফায় অভিষেককে একাধিক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ৷

নিজাম প্যালেসের 15 তলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করে সিবিআই ৷ এদিন সকাল সওয়া 11টায় নিজাম প্যালেসে ঢোকেন অভিষেক ৷ এরপর প্রায় ন'টার সময় বেরিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ পাশাপাশি তদন্তের নাম করে নবজোয়ার ভাঙার চেষ্টা করছে বিজেপি, এমনটাই অভিয়োগ অভিষেকের ৷ সেই সঙ্গে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সুরে সুর মিলিয়ে এদিন অভিষেক বলেন, ''যারা জেরা করলেন তাদের এবং আমার সময় নষ্ট ৷ প্রথম দিন থেকে আমাকে টার্গেট করা হয়েছে ৷ যে ক্যামেরার সামনে টাকা নেবে তাঁর নামে এফআইআর হবে না ৷ আর আমি বিজেপির বশ্যতা স্বীকার করিনি বলে আমার পিছনে ইডি, সিবিআই !''

প্রথমে সিঙ্গল বেঞ্চ এবং পরে ডিভিশন বেঞ্চেও পর পর ধাক্কা খাওয়ার পর শেষ পর্যন্ত সিবিআই দফতরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ আর সিবিআইয়ের দীর্ঘ জেরার মুখোমুখি হওয়ার পর বাইরে বেরিয়ে রীতিমতো হুঙ্কার ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর স্পষ্ট অভিযোগ, ন্যূনতম সময়টুকুও দেয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ আর তার জেরেই একাধিক কর্মসূচিকে মাঝপথে থামিয়ে দিয়ে তাঁকে বাঁকুড়া থেকে ছুঁটে আসতে হয়েছে ৷ কেন্দ্র বা রাজ্য যে কোনও তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে তাঁর আপত্তি নেই বলেও এদিন সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন অভিষেক ৷ তাঁর মতে, জনসংযোগে তিনি বাইরে ছিলেন ৷ তা সিবিআইয়ের গোয়েন্দেদেরও জানার কথা ৷ অন্যান্যদের ক্ষেত্রে যেখানে 48 ঘণ্টা সময় দেওয়া হয়, সেখানে তাঁর ক্ষেত্রে একদিনের নোটিশ কেন ?

তিনি বলেন, ''আমাকে সাড়ে 19 ঘণ্টা সময় দিয়েছে ৷ অন্তত 48 ঘণ্টা সময় দিয়ে ডাকতে পারত ৷'' এরপরই তিনি কার্যত আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন, ''প্রথম দিন থেকে আমিই টার্গেট ৷ 60 দিনের কর্মসূচিকে কীভাবে আটকানো যায়, আমাকে কীভাবে আটকানো যায়, সেকারণেই বারবার ডেকে পাটাচ্ছে ৷'' পাশাপাশি নিজাম প্যালেসের 14 তলায় সিবিআইয়ের আধিকারিকদের প্রশ্নের মুখে কী জবাব দিয়েছেন অভিষেক ? তার উত্তরে এদিন অভিষেক বলেন, ''জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য ৷ যারা জেরা করলেন তাদের এবং আমার উভয়েরই সময় নষ্ট ৷ আদতে আজ অশ্বডিম্ব বেড়োল ৷ যে প্রশ্নের উত্তর তারা জানতে চেয়েছেন সব প্রশ্নের উত্তর দিয়েছি ৷'' এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকেও একহাত নিয়েছেন অভিষেক ৷ তিনি জানান, এক বছর ধরে এসএসসি তদন্ত, 10 বছর ধরে সারদার তদন্ত, জ্ঞানেশ্বরী তদন্ত, রবীন্দ্রনাথের নোবেল চুরি তদন্ত করছে সিবিআই ৷ কিন্তু কোনও তদন্তেরই এখনও কিনারা করতে পারেনি তারা ৷ আর সেখানেই অভিষেকের প্রশ্ন, আদতে, তদন্তের নামে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির কথায় চলছে সিবিআই ৷

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে যাচ্ছেন অভিষেক, হাজিরার আগেই সিবিআইকে জানালেন চিঠি দিয়ে

Last Updated : May 20, 2023, 9:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.