ETV Bharat / state

Heavy Rain in Jalpaiguri: বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ, তিস্তায় জারি লাল সতর্কতা

author img

By

Published : Oct 12, 2022, 11:03 PM IST

পাহাড়ে লাগাতার বৃষ্টিতে জল বাড়তে শুরু করেছে তিস্তা নদীতে (Teesta River) । ফলে নদীর পাড়ে বসবাসকারী মানুষদের সতর্ক করতে মাইকিং করার ব্যবস্থা নেওয়া হচ্ছে (Red Alert in Teesta River) ৷

Heavy Rain in Jalpaiguri
তিস্তা নদীতে লাল সতর্কতা জারি

জলপাইগুড়ি, 12 অক্টোবর: জলপাইগুড়ি তিস্তা নদীর দোমহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকায় জারি করা হল লাল সতর্কতা (Red Alert in Teesta River) । এছাড়া তিস্তা নদীর সংরক্ষিত এলাকায় জারি করা হল হলুদ সতর্কতা, জানিয়েছেন জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোদারা ।

পাহাড়ে লাগাতার বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে তিস্তা নদীতে । এর ফলে নদীর পাড়ে বসবাসকারী মানুষদের সতর্ক করতে মাইকিং করা হবে নদীর পাড় এলাকাগুলিতে ৷ তিস্তা নদীর এই পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে জেলা প্রশাসন ৷ প্রয়োজন হলে নদীর পাড়ের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করবে জেলা প্রশাসন । আজ বিকেল তিনটে নাগাদ গাজোলডোবা ব্যারেক থেকে 2100 কিউমেক (Cumec) জল ছাড়া হয়েছে তিস্তা ব্যারেজ থেকে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: বৃষ্টির জেরে বিপর্যস্ত পাহাড়, পর্যটকদের জন্য বিশেষ বাস এনবিএসটিসির

প্রসঙ্গত, রাত থেকে টানা বৃষ্টি (Rain) চলছে পাহাড় জুড়ে । দার্জিলিং (Darjeeling), কালিম্পং ও সিকিম জুড়ে রাত থেকে ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়েছে জনজীবন । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সিকিম-সহ উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা ছিলই । মঙ্গলবার রাত থেকে শুরু হয় টানা বৃষ্টি । যার জেরে মহানন্দা, তিস্তা, তোর্সা-সহ উত্তরের বিভিন্ন নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে ।

তিস্তা নদীতে লাল সতর্কতা জারি

ইতিমধ্যে ওই নদীগুলিতে হলুদ সতর্কতা (Yellow Warning) জারি করা হয়েছে জেলা প্রশাসনের তরফে । ফুঁসতে দেখা গেল তিস্তাকে । অন্যদিকে, কালিম্পং জেলা প্রশাসনের তরফে তিস্তা বাজার থেকে তিস্তা নদী সংলগ্ন সমস্ত এলাকায় মাইকিং করা শুরু হয়েছে । মাইকিং করে নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের নদী থেকে দূরে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে । তবে আগামী 2 দিন বৃষ্টির পরিমাণ আরও কিছুটা থাকবে বলে জানা গিয়েছে । সব থেকে বেশি বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়েছে সিকিম । ইতিমধ্যে উত্তর সিকিমে সমস্তরকম ট্যুরিস্ট পারমিট বাতিল করা হয়েছে ।

আরও পড়ুন: লাগাতার বৃষ্টি জলপাইগুড়িতে, দুর্ভোগে সাধারণ মানুষ

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত সিকিমে 55 মিলিমিটার বৃষ্টি হয়েছে । উত্তর সিকিমের মঙ্গন জেলায় 97.2 মিলিমিটার ও সোরেং জেলায় 39 মিলিমিটার , গ্যাংটকে 10.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে । পাশাপাশি দার্জিলিং জেলায় 8 মিলিমিটার ও কালিম্পং জেলায় সাত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.