ETV Bharat / state

Anish Khan Death Case : আনিশের বাবা-সহ পরিবারের 3 জন ও পুলিশ কর্মীর গোপন জবানবন্দি আদালতে

author img

By

Published : Apr 6, 2022, 9:36 PM IST

আনিশ হত্যাকাণ্ডে জেলা বিচারকের সামনে পরিবারের চার সদস্যের গোপন জবানবন্দি (Secret statements of 4 family members and police personnel filed in Anish's death case in court) । আগামিকাল জবানবন্দি নথিভুক্ত হবে বাকি তিন সদস্যের । একইদিনে জবানবন্দি দিলেন ধৃত এক পুলিশ কর্মী ।

Anish Khan father
Anish Khan father

হাওড়া, 6 এপ্রিল : আনিশ হত্যাকাণ্ডে বুধবার জেলা বিচারকের সামনে আনিশের পরিবারের চার সদস্যের গোপন জবানবন্দি । একইদিনে জবানবন্দি দিলেন ধৃত এক পুলিশ কর্মীও । আনিশ হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে আনিশের পিতা সালেম খান-সহ পরিবারের আরও তিন সদস্যের গোপন জবানবন্দি নিল সিটের তদন্তকারী আধিকারিকরা (Secret statements of 4 family members and police personnel filed in Anish's death case in court) ।

পাশাপাশি ধৃত দুই পুলিশকর্মীদের একজনের জবানবন্দি নেওয়া হয় এদিন । সিটের কর্তারা আনিশের বাড়িতে আসেন । সেখান থেকে তাদেরকে উলুবেড়িয়া কোর্টে নিয়ে যাওয়া হয় । সেখানেই জেলা বিচারকের সামনে জবানবন্দি নথিবদ্ধ করার ব্যবস্থা করা হয় বলেই সিট সূত্রে জানা গিয়েছে ।

প্রসঙ্গত, আমতার ছাত্র-নেতা আনিশ খানের অস্বাভাবিক মৃত্যুর পর (Anish Khan Death Case) থেকেই তদন্তকারী পুলিশ অফিসার বা সিটের সদস্যদের সঙ্গে সহযোগিতা করছিলেন না আনিশের বাবা বা তাঁর পরিবার । তাঁরা বরাবর সিবিআই তদন্তের পক্ষপাতী ছিলেন । শেষমেশ আদালতের পর্যবেক্ষণে সিট তদন্ত শুরু করেছে । সিটের আবেদনে অবশেষে গোপন জবানবন্দি দিতে রাজি হন আনিশের পরিবার ।

আনিশের পরিবার টানা দুদিন গোপন জবানবন্দি দেবেন বিচারকের কাছে । উলুবেড়িয়া মহকুমা আদালতে তাঁরা গোপন জবানবন্দি দেবেন । সিট সূত্রে জানান হয়েছিল, আনিশের পরিবারের সাত জন সদস্যের গোপন জবানবন্দি নেওয়া হবে । বুধবার আনিশের বাবা সালেম খান এবং দাদা সাবির খান-সহ পরিবারের চার সদস্য গোপন জবানবন্দি দেবেন । বাকিরা জবানবন্দি দেবেন পরদিন ।

গত শুক্রবার সিটের সদস্যরা আমতায় আনিশের বাড়িতে আসেন । তারপরই গোপন জবানবন্দির দিন ঠিক হয়। সিটের সদস্যরা ওই দিনই গোপন জবানবন্দি নিতে চেয়েছিলেন । কিন্তু রাজি ছিলেন না আনিশের বাবা । এরপর 6 ও 7 এপ্রিল তাঁদের গোপন জবানবন্দির দিনটি ধার্য হয় । আর সেই মতো এদিন চারজনের জবানবন্দি নথিভুক্ত করানোর পরে আগামিকাল পরিবারের বাকি তিন সদস্যের জবানবন্দি নথিভুক্ত করানো হবে জেলা বিচারকের সামনে ।

আরও পড়ুন : SSC Recruitment Case : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল সিবিআই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.