ETV Bharat / state

Minor Girl Raped: অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেল-ধর্ষণ, আত্মঘাতী নাবালিকা, দু'বছরদোষী সাব্যস্ত অভিযুক্ত যুবক

author img

By

Published : Jun 22, 2023, 11:03 PM IST

ঘুমের ওষুধ খাইয়ে অশ্লীল-নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ ৷ ঘটনায় আত্মহত্যা নির্যাতিতা নাবালিকার ৷ দু'বছর পর অভিযুক্ত যুবকে দোষী সাব্যস্ত করল আদালত ৷

Etv Bharat
প্রতীকী ছবি

কোচবিহার, 22 জুন: ঘুমের ওষুধ খাইয়ে অশ্লীল ভিডিও দেখিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ ৷ সেই ভিডিয়ো পরবর্তী সময়ে হবু বরকে দেখিয়ে বিয়ে ভাঙার অভিযোগ ৷ ঘটনায় আত্মঘাতী হন নির্যাতিতা ৷ বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হলেন অভিযুক্ত যুবক। কোচবিহারের মেখলিগঞ্জের ঘটনা।

জানা গিয়েছে, 2021 সালের নভেম্বর মাসে এক নাবালিকার বাবা মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন । অভিযোগ ছিল যে তার নাবালিকা মেয়ে আত্মহত্যা করেছে। কারণ হিসাবে নাবালিকার বাবা জানিয়েছিলেন, এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে পরিচয় তথা বন্ধুত্ব ছিল তাঁর মেয়ের। অভিযোগ ছেলেটি তাঁদের বাড়িতেও আসত ৷ কিন্তু তারপরেই একদিন সেই মেয়েটিকে ঘুমের ওষুধ খাইয়ে বিভিন্ন অশ্লীল, নগ্ন ভিডিয়ো, ছবি তোলে অভিযুক্ত যুবক।

পরে সেই ছবিগুলো দেখিয়ে ব্ল্যাকমেইল করত নির্যাতিতা মেয়েটিকে ৷ টাকা নেওয়ার পাশাপাশি ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণও করে অভিযুক্ত। পরবর্তীতে মেয়েটি সাবালক হলে, অন্যত্র বিয়ে ঠিক হয়ে যায় ৷ অভিযোগ তখন অভিযুক্ত পিছু ছাড়েনি ৷ অভিযুক্ত ফেসবুকে সেই অশ্লীল নগ্ন ছবিগুলো পোস্ট করতে থাকে ৷ এমনকী যাঁর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল নির্যাতিতার, তাঁকেও সেই ছবি-ভিডিয়ো গুলো পাঠিয়ে দেয়। তারপরেই ভেঙে যায় বিয়েও ৷

প্রতিনিয়ত এই মানসিকভাবে ও শারীরিক অত্যাচারিত হতে হতে মেয়েটি আত্মহত্যা করে। এই ঘটনার পরেই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতার বাবা ৷ শুরু হয় তদন্ত ৷ অ্যাডিশনাল ডিস্ট্রিক অ্যান্ড সেসেন জজ কোর্টে ফরেনসিক রিপোর্ট অনুযায়ী প্রমাণিত হয়ে যায়, ওই যুবকের মোবাইল থেকেই অশ্লীল ছবিগুলো বিভিন্নজনকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয়েছে ৷ বৃহস্পতিবার আদালত ওই যুবককে দোষী সাব্যস্ত করে এবং শুক্রবার যুবকের সাজা ঘোষণা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ছাত্রীদের অশ্লীল ভিডিয়ো করে ব্ল্যাকমেল ! গ্রেফতার মাদ্রাসার শিক্ষক

নির্যাতিতার পরিবারের পক্ষের আইনজীবি বিভাস চট্টোপাধ্যায় বলেন, "2021 সালে নভেম্বর মাসে এই ঘটনা ঘটেছে। নির্যাতিতার বাবা অভিযোগ দায়ের করেছিলেন। এতদিন মামলা চলছিল ৷ বৃহস্পতিবার বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। শুক্রবার সাজা ঘোষণা হবে।" আদালতের রায়ে খুশি নির্যাতিতার পরিবার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.