ETV Bharat / state

21 July TMC Shahid Diwas: তিহাড়ে অনুব্রত, একুশের মঞ্চে কেষ্টর সঙ্গে বীরভূমও ব্রাত্য মমতার কথায়

author img

By

Published : Jul 21, 2023, 5:23 PM IST

Mamata Banerjee skips Anubrata Mondal Name: শুক্রবার কলকাতায় 21 জুলাই এর মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা যায়নি অনুব্রত মণ্ডল ও বীরভূম জেলার নাম ৷ বিষয়টি নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে ৷

ETV Bharat
কেষ্টর পাশাপাশি বীরভূমের নামও ব্রাত্য মমতার মুখে

একুশের মঞ্চে কেষ্টর সঙ্গে বীরভূমও ব্রাত্য মমতার কথায়

বোলপুর, 21 জুলাই: মঞ্চে না-থাকলেও তৃণমূল কংগ্রেসের 21 জুলাই এর সমাবেশে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রতর মণ্ডলের দাপট থাকে প্রতিবার ৷ গত বছরও বোলপুরে নিজের বাড়িতে বসে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছিলেন কেষ্ট । কিন্তু গরুপাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়ে এবার তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডল । তাৎপর্যপূর্ণ ভাবে কলকাতায় শুক্রবার তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে এবার অনুব্রতর নামও নেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বীরভূম জেলার কথাও শোনা যায়নি মমতার মুখে ৷

জন্মলগ্ন থেকে তৃণমূল-কংগ্রেসের একনিষ্ঠ অনুব্রত মণ্ডল । বীরভূম জেলা তৃণমূল সভাপতি 'কেষ্ট' দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় । দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত মণ্ডলকে নিয়ে যখনই বিতর্ক চড়মে উঠেছে, তখনই তাঁর মাথায় হাত রাখতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে । 2022 সালে শারীরিক অসুস্থতার জন্য 21 জুলাই ধর্মতলায় শহিদ স্মরণ মঞ্চে থাকতে পারেননি অনুব্রত মণ্ডল। তা সত্ত্বেও তাঁর প্রভাব, দাপট অব্যাহত ছিল । বীরভূম থেকে কত নেতা-কর্মী ধর্মতলায় যাবে, তা ঠিক করতেন অনুব্রত মণ্ডল। এমনকী, গত তাঁর বোলপুরের নীচুপট্টির বাড়িতে বসে নেত্রীর বক্তব্যও শুনেছিলেন কেষ্ট ৷

আরও পড়ুন: গান্ধি জয়ন্তীতে দিল্লি চলোর ডাক মমতার

তবে এবছর দৃশ্যটা ভিন্ন । গরুপাচার ও অর্থ তছরুপ মামলায় তিহাড় জেলে বন্দি থাকায় এবার রাজ্যের শাসকদলের একুশের প্রস্তুতিতে অনুব্রতর প্রভাব ছিল না বীরভূম জেলায় । ছিল না অনুব্রতর কোন বার্তা, নিদান । তাই একুশের মঞ্চ থেকে 'কেষ্টহীন' বীরভূম জেলার নামও ব্রাত্য নেত্রীর গলায় ৷ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব জেলার নাম নিয়ে পঞ্চায়েতে জয়ের জন্য নেতা-কর্মীদের ধন্যবাদ জানালেন । কিন্তু, শোনা গেল না বীরভূমের নাম । তবে কি অনুব্রত শূন্য জেলা, তাই নেত্রীর নজর এড়ালো লাল মাটির এই জেলা । যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ।

আরও পড়ুন: রাজ্যের টাকাতেই 100 দিনের প্রকল্প, নাম 'খেলা হবে'; ঘোষণা মমতার

যদিও, এই বিষয়টিকে আমল দিতে চাইছে না বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব । তৃণমূলের কোর কমিটির সদস্য তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন,"এগুলো কোনও বিষয় না ৷ মমতা বন্দ্যোপাধ্যায় খোদ এই জেলার রাশ ধরেছেন ৷ এই জেলায় তাঁর মামার বাড়ি । তাঁর কাছে বীরভূমের গুরুত্ব অন্য জেলার থেকে অনেক বেশি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.