ETV Bharat / state

Beliator Train Accident : সোনামুখী-বাঁকুড়া রেললাইনে কানে হেডফোন, হাঁটার সময় পিছন থেকে ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের

author img

By

Published : May 31, 2022, 8:05 AM IST

সোনামুখী থেকে বাঁকুড়া যাওয়ার রেললাইনে এক যুবক কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হাঁটছিলেন ৷ স্বাভাবিক ভাবে ট্রেন আসার শব্দ শুনতে পাননি ৷ পরিণতি মৃত্যু (Beliator Train Accident) ৷

Train Accident news
ট্রেনের ধাক্কায় মৃত্যু 19 বছরের যুবকের

বেলিয়াতোড়, 31 মে : রেললাইনে হাঁটতে গিয়ে মৃত্যু যুবকের (Beliator Train Accident) ৷ নাম অরুণাংশু ঘোষ ৷ বয়স 19 বছর ৷ তাঁর বাড়ি বাঁকুড়ার বড়জোড়ায় বেলিয়াতোড় এলাকায় ৷ তিনি যামিনী রায় কলেজের ছাত্র ছিলেন । মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে সোনামুখী থেকে বাঁকুড়া যাওয়ার রেললাইনে ৷ স্বভাবতই এতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক কানে হেডফোন লাগিয়ে লাইন বরাবর হাঁটছিলেন ৷ ট্রেন সাইরেন দিলেও তিনি শুনতে পাননি বলে জানা যায় ৷ অরুণাংশুর বাবা অরুণাভ বলেন, "আমার ছেলে মোবাইলে কিছু শুনতে শুনতে আসছিল রেললাইন দিয়ে ৷ ট্রেন নাকি অনেক বার হর্ন দিয়েছিল ৷ ড্রাইভার এমারজেন্সি ব্রেকও কষেছিল ৷ তাও সামলাতে পারেনি ৷" তিনি জানান, ড্রাইভারও এই ঘটনায় কেঁদে ফেলেছেন ৷ ফলে ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান যুবক ৷

রেললাইনে হাঁটার ফলে মৃত্যু যুবকের

আরও পড়ুন : ট্রেন আসতে দেখে সেতু থেকে ঝাঁপ ! দুই মেয়ে-সহ প্রাণ গেল মহিলার

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলিয়াতোড় থানার পুলিশ ৷ মৃতদেহটি উদ্ধার করে ওই ট্রেনেই বাঁকুড়া স্টেশনে নিয়ে যাওয়া হয় ৷ আপাতত জিআরপি মৃতদেহ নিয়ে গিয়েছে ৷ বারে বারে এ ধরনের খবর প্রকাশিত হলেও সাধারণ মানুষের টনক এখনও নড়েনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.