ETV Bharat / state

MLA Tanmoy Ghosh: দুর্নীতির সঙ্গে এক শতাংশও জড়িত নই, অফিসে আয়কর হানার পর দাবি বিধায়ক তন্ময়ের

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 12:18 PM IST

MLA Tanmoy Ghosh on IT Raid: বাড়িতে আয়কর হানার পর দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করলেন বিষ্ণুপুরের বিধায়ক ৷ কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তাঁকে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ করেন তন্ময় ঘোষ ৷

MLA Tanmoy Ghosh
বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ
তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ

বাঁকুড়া, 11 নভেম্বর: দুর্নীতির সঙ্গে তিনি এক শতাংশও জড়িত নন ৷ এমনটাই শুক্রবার দাবি করলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ ৷ বুধবার তাঁর রাইস মিলে হানা দেয় আয়কর দফতর ৷ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা 53 ঘণ্টা তন্ময়ের রাইস মিলে তল্লাশি চালান আয়কর দফতরের আধিকারিকরা ৷ এরপর তাঁরা অফিস ছাড়লে সন্ধ্যায় বিষ্ণুপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দেন এই বিধায়ক ৷ সেখানে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে আমাকে হেনস্তা করা হচ্ছে । আমার যে সকল ব্যবসা-বাণিজ্য রয়েছে, তা তৃণমূল কংগ্রেসে আসার পর হয়নি ৷ আমার বাবার আমল থেকে এই ব্যবসা চলে আসছে ৷ 1967 সাল থেকে ব্যবসার কাজ শুরু হয়েছে ।"

বিধায়ক এদিন আরও বলেন, "আমাকে তিনদিন ধরে আয়কর দফতরকে দিয়ে হেনস্তা করা হল । আমি এক শতাংশও দুর্নীতির সঙ্গে জড়িত নই ৷ যত হেনস্তা করবে আমাদের মত তৃণমূল কর্মীদের মনের জেদ আরও বাড়বে ৷ আমরা লড়াইয়ের জন্য আরও প্রস্তুত হচ্ছি ৷ ক্যামেরার সামনে আমি বলছি, কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নই ।" তাঁর কথায়, লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সিকে দিয়ে তৃণমূল নেতৃত্বকে পর্যদুস্ত করার চেষ্টা করা হচ্ছে । তন্ময় ঘোষ এদিন জানান, যতদিন তিনি রাজনীতিতে থাকবেন ততদিন মাথা উঁচু করেই বাঁচবেন । তিনি যে কেমন সারা বিষ্ণুপুরবাসী তা খুব ভালো করে জানেন । তারাই পরবর্তীকালে এই হেনস্তার জবাব দেবে বলে মনে করেন বিধায়ক ৷

প্রসঙ্গত, বিষ্ণুপুরের প্রসিদ্ধ ব্যবসায়ী তন্ময় ঘোষ ৷ 2021 সালে বিজেপির টিকিটে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন তিনি । তার আগে তিনি তৃণমূলের কাউন্সিলর ছিলেন । দলে মনোমালিন্যের কারণে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। পরে বিজেপির টিকিটে বিধায়ক হওয়ার পরই ফের তৃণমূল শিবিরে নাম লেখান তন্ময় ৷ 2021 সালের অগস্ট মাসে ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূল শিবিরে যোগদান করেন তিনি । তারপর থেকেই জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের একের পর এক সব কর্মসূচিতে দেখা যেতে শুরু করে তাঁকে । এবার তাঁকেই আয়কর দফতরের তল্লাশির মুখে পড়তে হল।

আরও পড়ুন:

  1. 48 ঘণ্টা পরেও বিষ্ণুপুরের বিধায়কের রাইস মিলে জারি আয়কর অভিযান
  2. বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ! বাঁকুড়ায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
  3. নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই অফিসে হাজিরা তৃণমূল বিধায়ক তাপস সাহার

তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ

বাঁকুড়া, 11 নভেম্বর: দুর্নীতির সঙ্গে তিনি এক শতাংশও জড়িত নন ৷ এমনটাই শুক্রবার দাবি করলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ ৷ বুধবার তাঁর রাইস মিলে হানা দেয় আয়কর দফতর ৷ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা 53 ঘণ্টা তন্ময়ের রাইস মিলে তল্লাশি চালান আয়কর দফতরের আধিকারিকরা ৷ এরপর তাঁরা অফিস ছাড়লে সন্ধ্যায় বিষ্ণুপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দেন এই বিধায়ক ৷ সেখানে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে আমাকে হেনস্তা করা হচ্ছে । আমার যে সকল ব্যবসা-বাণিজ্য রয়েছে, তা তৃণমূল কংগ্রেসে আসার পর হয়নি ৷ আমার বাবার আমল থেকে এই ব্যবসা চলে আসছে ৷ 1967 সাল থেকে ব্যবসার কাজ শুরু হয়েছে ।"

বিধায়ক এদিন আরও বলেন, "আমাকে তিনদিন ধরে আয়কর দফতরকে দিয়ে হেনস্তা করা হল । আমি এক শতাংশও দুর্নীতির সঙ্গে জড়িত নই ৷ যত হেনস্তা করবে আমাদের মত তৃণমূল কর্মীদের মনের জেদ আরও বাড়বে ৷ আমরা লড়াইয়ের জন্য আরও প্রস্তুত হচ্ছি ৷ ক্যামেরার সামনে আমি বলছি, কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নই ।" তাঁর কথায়, লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সিকে দিয়ে তৃণমূল নেতৃত্বকে পর্যদুস্ত করার চেষ্টা করা হচ্ছে । তন্ময় ঘোষ এদিন জানান, যতদিন তিনি রাজনীতিতে থাকবেন ততদিন মাথা উঁচু করেই বাঁচবেন । তিনি যে কেমন সারা বিষ্ণুপুরবাসী তা খুব ভালো করে জানেন । তারাই পরবর্তীকালে এই হেনস্তার জবাব দেবে বলে মনে করেন বিধায়ক ৷

প্রসঙ্গত, বিষ্ণুপুরের প্রসিদ্ধ ব্যবসায়ী তন্ময় ঘোষ ৷ 2021 সালে বিজেপির টিকিটে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন তিনি । তার আগে তিনি তৃণমূলের কাউন্সিলর ছিলেন । দলে মনোমালিন্যের কারণে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। পরে বিজেপির টিকিটে বিধায়ক হওয়ার পরই ফের তৃণমূল শিবিরে নাম লেখান তন্ময় ৷ 2021 সালের অগস্ট মাসে ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূল শিবিরে যোগদান করেন তিনি । তারপর থেকেই জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের একের পর এক সব কর্মসূচিতে দেখা যেতে শুরু করে তাঁকে । এবার তাঁকেই আয়কর দফতরের তল্লাশির মুখে পড়তে হল।

আরও পড়ুন:

  1. 48 ঘণ্টা পরেও বিষ্ণুপুরের বিধায়কের রাইস মিলে জারি আয়কর অভিযান
  2. বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ! বাঁকুড়ায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
  3. নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই অফিসে হাজিরা তৃণমূল বিধায়ক তাপস সাহার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.