ETV Bharat / state

BJP Leader Hanging Body Recovered: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ! বাঁকুড়ায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার - পরকীয়া

Death due to Extra Marital Affairs: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বাঁকুড়ায় বিজেপি নেতাকে খুনের অভিযোগ ৷ সাতসকালে গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার ৷

BJP Leader Hanging Body Recovered
বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
author img

By ETV Bharat Bangla Team

Published : November 8, 2023 at 12:10 PM IST

Updated : November 8, 2023 at 1:22 PM IST

বাঁকুড়ায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

গঙ্গাজলঘাটি(বাঁকুড়া), 8 নভেম্বর: সাতসকালে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই ঘটনা বলে দাবি গ্রামবাসীদের ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার নিধিরামপুর গ্রামে । মৃতের নাম শুভদীপ মিশ্র ওরফে দীপু (26) ৷ পরিবারের অভিযোগ, তাঁকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দোষীদের গ্রেফতারের দাবিতে তাই পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা ৷

ঘটনার তদন্ত শুরু করে পুলিশ এক বিবাহিত মহিলাকে আটক করতে যায়। এই মহিলার সঙ্গে শুভদীপের সম্পর্ক ছিল বলে দাবি স্থানীয়দের। সে সময় পুলিশের গাড়িতে হামলা চালায় স্থানীয়রা। অন্যদিকে ঘটনায় তৃণমূলের দিকে আঙুল উঠছে ৷ তবে শাসকদল এই দাবিকে উড়িয়ে দিয়েছে ৷ তৃণমূল নেতা নিমাই মাজির কথায়, "এই ঘটনা নিছকই আত্মহত্যা।" মৃত্যুর সঠিক কারণ জানতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

জানা গিয়েছে, এ বছরের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন দীপু । দিন সাতেক আগে হঠাৎই বাড়ি ছেড়ে অন্যত্র থাকতে শুরু করেন । এরপর সোমবারই তিনি বাড়িতে ফিরেছিলেন। আজ সকালে বাড়ির অদূরে প্রাথমিক বিদ্যালয় চত্বরে একটি গাছে ঝুলছিল দীপুর দেহ ৷ ঝুলন্ত দেহটি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ দীপুর আত্মীয় সুমন দুবে জানান, প্রতিবেশী এক বিবাহিতা মহিলার সঙ্গে দীপুর ভালোবাসার সম্পর্ক ছিল। মহিলার পরিবারের তরফে দীপুকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল । তাঁর দাবি, মহিলার পরিবারই দীপুকে খুন করেছে । দীপুর দুটি হাত দেহের সঙ্গে গামছা দিয়ে বাঁধা অবস্থায় ছিল ৷ এর থেকেই খুনের সন্দেহ তীব্র হয়েছে এলাকার মানুষের ।

আরও পড়ুন: হোটেলের ঘর থেকে উদ্ধার বিজেপি নেতার ঝুলন্ত দেহ

ঘটনার খবর পেয়েই এলাকায় আসেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি । তিনি জানান, দীপু এলাকায় পরিচিত মুখ ছিলেন ৷ সকলের আপদে বিপদে ছুটে যেতেন ৷ কে বা কারা এই ঘটনা ঘটাল তিনি জানেন না ৷ তবে এই মৃত্যুর পিছনে রাজনৈতিক কারণকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না তিনি ।

বাঁকুড়ায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

গঙ্গাজলঘাটি(বাঁকুড়া), 8 নভেম্বর: সাতসকালে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই ঘটনা বলে দাবি গ্রামবাসীদের ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার নিধিরামপুর গ্রামে । মৃতের নাম শুভদীপ মিশ্র ওরফে দীপু (26) ৷ পরিবারের অভিযোগ, তাঁকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দোষীদের গ্রেফতারের দাবিতে তাই পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা ৷

ঘটনার তদন্ত শুরু করে পুলিশ এক বিবাহিত মহিলাকে আটক করতে যায়। এই মহিলার সঙ্গে শুভদীপের সম্পর্ক ছিল বলে দাবি স্থানীয়দের। সে সময় পুলিশের গাড়িতে হামলা চালায় স্থানীয়রা। অন্যদিকে ঘটনায় তৃণমূলের দিকে আঙুল উঠছে ৷ তবে শাসকদল এই দাবিকে উড়িয়ে দিয়েছে ৷ তৃণমূল নেতা নিমাই মাজির কথায়, "এই ঘটনা নিছকই আত্মহত্যা।" মৃত্যুর সঠিক কারণ জানতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

জানা গিয়েছে, এ বছরের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন দীপু । দিন সাতেক আগে হঠাৎই বাড়ি ছেড়ে অন্যত্র থাকতে শুরু করেন । এরপর সোমবারই তিনি বাড়িতে ফিরেছিলেন। আজ সকালে বাড়ির অদূরে প্রাথমিক বিদ্যালয় চত্বরে একটি গাছে ঝুলছিল দীপুর দেহ ৷ ঝুলন্ত দেহটি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ দীপুর আত্মীয় সুমন দুবে জানান, প্রতিবেশী এক বিবাহিতা মহিলার সঙ্গে দীপুর ভালোবাসার সম্পর্ক ছিল। মহিলার পরিবারের তরফে দীপুকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল । তাঁর দাবি, মহিলার পরিবারই দীপুকে খুন করেছে । দীপুর দুটি হাত দেহের সঙ্গে গামছা দিয়ে বাঁধা অবস্থায় ছিল ৷ এর থেকেই খুনের সন্দেহ তীব্র হয়েছে এলাকার মানুষের ।

আরও পড়ুন: হোটেলের ঘর থেকে উদ্ধার বিজেপি নেতার ঝুলন্ত দেহ

ঘটনার খবর পেয়েই এলাকায় আসেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি । তিনি জানান, দীপু এলাকায় পরিচিত মুখ ছিলেন ৷ সকলের আপদে বিপদে ছুটে যেতেন ৷ কে বা কারা এই ঘটনা ঘটাল তিনি জানেন না ৷ তবে এই মৃত্যুর পিছনে রাজনৈতিক কারণকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না তিনি ।

Last Updated : November 8, 2023 at 1:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.