ETV Bharat / sports

FIFA World Cup 2022: চেরি অন দ্য কেক ! দেশের জার্সি গায়ে 'শেষ' ম্যাচে নজির ছুঁতে মরিয়া লিও

author img

By

Published : Dec 14, 2022, 11:09 AM IST

2014-র পর ফের একবার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্তিনা (2nd Time Leonel Messi Argentina Reach World Cup Final) ৷ আর ফাইনালে উঠেই জানালেন, এবারেই তাঁর শেষ বিশ্বকাপ ৷ এদিন আর্জেন্তিনাকে ফাইনালে তোলার সঙ্গে একাধিক রেকর্ডের মালিকও হলেন লিও ৷

FIFA World Cup 2022 2nd Time Leonel Messi Argentina Reach World Cup Final
FIFA World Cup 2022 2nd Time Leonel Messi Argentina Reach World Cup Final

দোহা, 14 ডিসেম্বর: দ্বিতীয়বার ফিফা বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির আর্জেন্তিনা ৷ আর এবার আরও বেশি দাপটের সঙ্গে ৷ ক্রোয়েশিয়াকে 3-0 গোলে পরাস্ত করে কাতার বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল আর্জেন্তিনা (2nd Time Leonel Messi Argentina Reach World Cup Final) ৷ যেখান একটি বিশ্বকাপে সর্বাধিক ম্যাচে গোল করার রেকর্ড করেছেন এলএম 10 ৷ যার মধ্যে কাতারের লুসাইল স্টেডিয়ামে খেলা 4টি ম্যাচের সবক’টিতেই গোল করেছেন আর্জেন্তাইন মহাতারকা ৷ আর সেই সঙ্গে ঘোষণা করলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ ৷ আর শেষ বিশ্বকাপের ফাইনালটাও খেলবেন সেইভাবেই ৷

ভারতীয় সময় মঙ্গলবার মাঝরাতের এই ম্যাচে পেনাল্টি থেকে গোল করার সঙ্গেই আরও একটি রেকর্ডের মালিক হয়েছেন লিও মেসি ৷ বিশ্বকাপের মঞ্চে আর্জেন্তিনার হয়ে সর্বাধিক গোল করার রেকর্ড গড়লেন মেসি ৷ পেরিয়ে গেলে তাঁর পূর্বসূরী গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ৷ মেসির এই মুহূর্তে বিশ্বকাপে গোলের সংখ্যা 11 ৷ আর বিশ্বকাপে গোলের তালিকায় 6 নম্বরে রয়েছেন মেসি ৷ এদিন বাতিস্তুতার পাশাপাশি জার্মানির হেলমুট রাহন এবং ইংল্যান্ডের গ্যারি লিনেকারকেও টপকে গেলেন লিও ৷

FIFA World Cup 2022 2nd Time Leonel Messi Argentina Reach World Cup Final
পেনাল্টি থেকে গোল করে উচ্ছ্বাস লিও মেসির
FIFA World Cup 2022 2nd Time Leonel Messi Argentina Reach World Cup Final
ফাইনালের টিকিট নিশ্চিত করে সতীর্থদের সঙ্গে আর্জেন্তাইন মহাতারকা

এবার লিওনেল মেসির সামনে সুযোগ ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছোঁয়া এবং তাঁকে টপকে যাওয়ার ৷ পেলেকে ছুঁতে আর 1টি গোল করতে হবে মেসিকে ৷ আর তাঁকে টপকাতে হলে ফাইনালে 2টি গোল করতে হবে আর্জেন্তাইন মহাতারকাকে ৷ মেসির গোল করার অর্থ, আর্জেন্তিনার তৃতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাস্তবে পরিণত করার পক্ষে এগিয়ে যাওয়া ৷ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে আরও একটি রেকর্ডের মালিক হয়েছেন লিও ৷ একটি বিশ্বকাপে সর্বাধিক অ্যাসিস্টের মুকুটও তাঁর মাথায় উঠেছে ৷ এই বিশ্বকাপে মেসি এখনও পর্যন্ত 7টি অ্যাসিস্ট করেছেন ৷

FIFA World Cup 2022 2nd Time Leonel Messi Argentina Reach World Cup Final
ম্যাচের 34 মিনিটে লিভাকোভিচের বিরুদ্ধে পেনাল্টি শট মেসির
FIFA World Cup 2022 2nd Time Leonel Messi Argentina Reach World Cup Final
হুলিয়ান আলভারেজকে দিয়ে তৃতীয় গোল করিয়ে উচ্ছ্বাস মেসির

আরও পড়ুন: মেসি ম্যাজিক, স্বপ্নের আরও কাছে আর্জেন্তিনা

2014 ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিরুদ্ধে 1-0 গোল হারতে হয়েছিল মেসির দেশকে ৷ এবার সেই ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ এসেছে লিওর সামনে ৷ পাশাপাশি, এদিন লিও মেসি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁর শেষ বিশ্বকাপ এবার ৷ ম্যাচ শেষে মেসি সাংবাদিকদের বলেন, ‘‘এটাই আমার শেষ বিশ্বকাপ ৷ এর পরের বিশ্বকাপের মাঝে অনেক বছর রয়েছে ৷ আমার মনে হয় না পরের বিশ্বকাপে আমি খেলতে পারব ৷ তাই এই বিশ্বকাপ সেরা মুহূর্ত দিয়ে শেষ করতে চাই ৷’’ ফাইনালে ওঠার পর লিওনেল মেসির এই মন্তব্যের সঙ্গে স্পষ্ট করে দিলেন, ফাইনালে তিনি জীবনের সেরা ফুটবলটা খেলবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.