ETV Bharat / sports

Harbhajan Singh : "বিভিন্ন দল থেকে প্রস্তাব পেয়েছি", রাজনীতিতে যোগের সম্ভাবনা উসকে দিলেন ভাজ্জি

author img

By

Published : Dec 25, 2021, 5:05 PM IST

সবরকম ক্রিকেট থেকে অবসর ঘোষণার 24 ঘণ্টার মধ্যে রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিজেই উসকে দিলেন হরভজন সিং (Will serve Punjab maybe via politics says Harbhajan Singh) ৷

harbhajan singh
হরভজন সিং

চণ্ডীগড়, 25 ডিসেম্বর : ভারতের অন্যতম সফল স্পিনারদের মধ্যে একজন তিনি ৷ একদিন আগেই বাইশ গজকে বিদায় জানিয়েছেন দেশের তারকা ক্রিকেটার হরভজন সিং ৷ সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণার 24 ঘণ্টার মধ্যে রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা উসকে দিলেন ভাজ্জি (Harbhajan Singh) ৷ জানান, তাঁর রাজ্য পঞ্জাবের জন্য কিছু করতে চান ৷ সেটা রাজনীতির মধ্য দিয়েও হতে পারে ৷ ইতিমধ্যেই ভিন্ন ভিন্ন দল থেকে তাঁর কাছে প্রস্তাব এসেছে ৷

হরভজনের রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা কিছুদিন ধরেই ঘুরছে ৷ আগামী বছর পঞ্জাব বিধানসভা নির্বাচন ৷ তার আগে কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু, হরভজনের সঙ্গে একটি ছবি শেয়ার করেন ৷ ক্যাপশনে লেখেন, "সম্ভাবনাময় একটি ছবি ৷ শাইনিং স্টার ভাজ্জির সঙ্গে ৷" ছবি ভাইরাল হতেই 41 বছরের ক্রিকেটারের কংগ্রেসে যোগদানের জল্পনা প্রবল হয়ে ওঠে ৷ এরপর শোনা যায়, হরভজন ও যুবরাজ সিং একযোগে বিজেপিতে যাচ্ছেন ৷ যদিও সেই খবরটি ফেক বলে নিজেই জানান ৷ তবে অবসর গ্রহণের একদিনের ম্ধযে আগাম পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে রাজনীতির প্রসঙ্গ টেনে এনে জল্পনা বাড়িয়ে দিয়েছেন খোদ তিনিই ৷

আরও পড়ুন : Harbhajan singh Retires : সব ধরনের ক্রিকেট থেকে অবসর ভাজ্জির

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে টেস্টে চারশোর বেশি উইকেটের মালিক বলেছেন, "প্রতিটি দলের নেতাদের সঙ্গে আমার পরিচয় রয়েছে ৷ রাজনীতিতে যোগ দিলে সবাইকে জানিয়ে তা করব ৷ পঞ্জাবের সেবা করতে চাই (Will serve Punjab maybe via politics says Harbhajan Singh) ৷ সেটা রাজনীতির মধ্য দিয়ে হলেও হতে পারে ৷" তিনি আরও বলেন, "বিভিন্ন পার্টি থেকে আমার কাছে প্রস্তাব এসেছে ৷ কিন্তু এই বিষয়ে এখনও কিছু ভাবিনি ৷ ভেবেচিন্তে তারপর এগোব ৷"

আরও পড়ুন : Former Goal Keeper Sanath Seth dies : প্রয়াত কিংবদন্তি গোলরক্ষক সনৎ শেঠ

নভজ্যোত সিং সিধুর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গেও মুখ খুলেছেন টার্বুনেটর ৷ একজন ক্রিকেটার হিসেবে তিনি সিধুর সঙ্গে দেখা করেছেন বলে জানিয়েছেন ৷ যদিও এতে তাঁর কংগ্রেসে যোগদানের জল্পনা শেষ হওয়ার নয় ৷ কোন দলে যোগ দিচ্ছেন সেই বিষয়ে খোলসা না করলেও পঞ্জাবের বিধানসভা নির্বাচনের ঠিক আগে ভাজ্জির ক্রিকেট থেকে সন্ন্যাস গ্রহণ কোনও কাকতালীয় ব্যাপার নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.