ETV Bharat / sports

ICC World Cup 2023: বিশ্বকাপ সেমিফাইনালের মঞ্চে ক্রীড়া জগতের দুই কিংবদন্তি সচিন ও বেকহ্যাম

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 2:28 PM IST

Updated : Nov 15, 2023, 2:56 PM IST

Sachin Tendulkar and David Beckham at Wankhede: ইউনিসেফ গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির ফুটবলের কিংবদবন্তি ডেভিড বেকহ্যাম ৷ শুধু প্রাক্তন ব্রিটিশ ফুটবলার নন, ছিলেন ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকরও ৷ ওয়াংখেড়েতে ম্যাচের আগে একসঙ্গে ক্যামেরায় ধরা দিলেন দুই কিংবদন্তি ৷

Image Courtesy: X
Image Courtesy: X

মুম্বই, 15 নভেম্বর: এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ওয়াংখেড়ে এবং সমগ্র ক্রিকেটবিশ্ব ৷ ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচে ওয়াংখেড়েয় হাজির প্রাক্তন ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম ৷ সঙ্গে ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৷ এ যেন ক্রিকেট ও ফুটবলের মহা-মেলবন্ধন ৷ আরও একটি মুহূর্ত ধরা পড়ল এ দিন ৷ ম্যাচের ঠিক আগে বেকহ্যাম এবং সচিনের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন 'মর্ডান-ডে মাস্টার' বিরাট কোহলি ৷ ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত সকলে জীবনের অন্যতম সেরা মুহূর্তটাকে উপভোগ করল বুধবার দুপুরে ৷

চলতি ক্রিকেট বিশ্বকাপে আইসিসি এবং ইউনিসেফ যৌথভাবে খেলাধূলার মাধ্যমে শিশুশিক্ষা এবং তার বিকাশের প্রচারে কাজ করছে ৷ আর ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর হলেন, সচিন তেন্ডুলকর এবং ডেভিড বেকহ্যাম ৷ তাই এ দিন ইউনিসেফেরে প্রধান অতিথি হিসেবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রাক্তন ইংল্যান্ড তথা ম্যানঞ্চেস্টার ইউনাইটেড তারকা ৷ ইউনিসেফের হয়ে তিনদিনের সফরে ভারতে এসেছেন বেকহ্যাম ৷ এর আগে তিনি গুজরাতে ইউনিসেফের একটি অনুষ্ঠানে সেখানকার একটি স্কুলে যান ৷ স্কুলের সকল পড়ুয়াদের সঙ্গে কথা বলেন বেকহ্যাম ৷ সেখান থেকেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসেন তিনি ৷

জানা গিয়েছে, গুজরাতে ইউনিসেফের উদ্যোগে বাচ্চাদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন প্রাক্তন ব্রিটিশ তারকা ফুটবলার ৷ সঙ্গে গুজরাত বিশ্ববিদ্যালয়ে যান তিনি ৷ আমেদাবাদে অনথ্রোপ্রনারশিপ কাউন্সিল বা উদ্যোক্তা পরিষদের অফিসেও যান ডেভিড বেকহ্যাম ৷ সেখানে গলি-ক্রিকেট খেলেছেন তিনি ৷ সেই ছিব সোশাল মিডিয়ায় পোস্ট করার কয়েক মুহূর্তে ভাইরাল হয়ে যায় ৷ পেশাদার পর্যায়ে যেমন ফুটবল খেলেছেন ডেভিড বেকহ্যাম, তেমনি টেনিস ও ক্রিকেট তাঁর অন্যতম পছন্দের খেলা ৷ তাই আইসিসি ও ইউনিসেফের তরফে ওয়াংখেড়ের মাঠে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷

আরও পড়ুন:

  1. সেমিফাইনালের মহাদ্বৈরথে টস জিতে ব্যাটিং ভারতের
  2. পিচ পরীক্ষা করলেন কামিন্স, প্র্যাকটিস শেষে হাসপাতালে ছুটলেন ম্যাক্সওয়েল!
  3. ম্যানেজমেন্টের দেওয়া দায়িত্ব দারুণভাবে পালন করছে শ্রেয়স, মত আমরে স্যরের

মুম্বই, 15 নভেম্বর: এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ওয়াংখেড়ে এবং সমগ্র ক্রিকেটবিশ্ব ৷ ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচে ওয়াংখেড়েয় হাজির প্রাক্তন ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম ৷ সঙ্গে ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৷ এ যেন ক্রিকেট ও ফুটবলের মহা-মেলবন্ধন ৷ আরও একটি মুহূর্ত ধরা পড়ল এ দিন ৷ ম্যাচের ঠিক আগে বেকহ্যাম এবং সচিনের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন 'মর্ডান-ডে মাস্টার' বিরাট কোহলি ৷ ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত সকলে জীবনের অন্যতম সেরা মুহূর্তটাকে উপভোগ করল বুধবার দুপুরে ৷

চলতি ক্রিকেট বিশ্বকাপে আইসিসি এবং ইউনিসেফ যৌথভাবে খেলাধূলার মাধ্যমে শিশুশিক্ষা এবং তার বিকাশের প্রচারে কাজ করছে ৷ আর ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর হলেন, সচিন তেন্ডুলকর এবং ডেভিড বেকহ্যাম ৷ তাই এ দিন ইউনিসেফেরে প্রধান অতিথি হিসেবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রাক্তন ইংল্যান্ড তথা ম্যানঞ্চেস্টার ইউনাইটেড তারকা ৷ ইউনিসেফের হয়ে তিনদিনের সফরে ভারতে এসেছেন বেকহ্যাম ৷ এর আগে তিনি গুজরাতে ইউনিসেফের একটি অনুষ্ঠানে সেখানকার একটি স্কুলে যান ৷ স্কুলের সকল পড়ুয়াদের সঙ্গে কথা বলেন বেকহ্যাম ৷ সেখান থেকেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসেন তিনি ৷

জানা গিয়েছে, গুজরাতে ইউনিসেফের উদ্যোগে বাচ্চাদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন প্রাক্তন ব্রিটিশ তারকা ফুটবলার ৷ সঙ্গে গুজরাত বিশ্ববিদ্যালয়ে যান তিনি ৷ আমেদাবাদে অনথ্রোপ্রনারশিপ কাউন্সিল বা উদ্যোক্তা পরিষদের অফিসেও যান ডেভিড বেকহ্যাম ৷ সেখানে গলি-ক্রিকেট খেলেছেন তিনি ৷ সেই ছিব সোশাল মিডিয়ায় পোস্ট করার কয়েক মুহূর্তে ভাইরাল হয়ে যায় ৷ পেশাদার পর্যায়ে যেমন ফুটবল খেলেছেন ডেভিড বেকহ্যাম, তেমনি টেনিস ও ক্রিকেট তাঁর অন্যতম পছন্দের খেলা ৷ তাই আইসিসি ও ইউনিসেফের তরফে ওয়াংখেড়ের মাঠে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷

আরও পড়ুন:

  1. সেমিফাইনালের মহাদ্বৈরথে টস জিতে ব্যাটিং ভারতের
  2. পিচ পরীক্ষা করলেন কামিন্স, প্র্যাকটিস শেষে হাসপাতালে ছুটলেন ম্যাক্সওয়েল!
  3. ম্যানেজমেন্টের দেওয়া দায়িত্ব দারুণভাবে পালন করছে শ্রেয়স, মত আমরে স্যরের
Last Updated : Nov 15, 2023, 2:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.