ETV Bharat / sports

IPL 2023: নন্দনকাননে শেষলগ্নে লখনউ শো, নাইটদের কঠিন টার্গেট দিল সবুজ-মেরুন জার্সিধারীরা

author img

By

Published : May 20, 2023, 7:16 PM IST

Updated : May 20, 2023, 9:38 PM IST

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিং করে কলকাতা নাইট রাইডার্স । যদিও শেষলগ্নে নিকোলাস পুরানের ব্যাট নীতীশ রানার যাবতীয় হিসেব উলটে দিল ।

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 20 মে: প্লে-অফের কঠিন অঙ্ক এতটাই কঠিন যার বাস্তবায়ন প্রায় অসম্ভব । প্রতিপক্ষের ইনিংস মাত্র 9 ওভারে টপকে যাওয়ার কাজ আইপিএলের সবচেয়ে শক্তিশালী দলের কাছেও কঠিনতম চ্যালেঞ্জ বললে বোধহয় ভুল হবে না । টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন নাইট অধিনায়ক নীতীশ রানা । প্রথমে ব্যাট করতে নেমে লখনউর শুরুটা ভালো হয়নি । কুণাল শর্মা ব্যক্তিগত তিন রানে ফিরে যান । আরেক ওপেনার কুইন্টন ডি'কক 27 বলে 28 রানে ফিরে যান । পাওয়ার প্লে'তে 2 উইকেট নিলেও নাইট বোলার ম্যাচের রাশ তুলে নিতে ব্যর্থ । 20 ওভারের শেষে সুপার জায়ান্টস 8 উইকেটে 176 ।

শনিবাসরীয় নন্দনকাননে কার্যত নিয়মরক্ষার ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স । লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এদিন অবশ্য টসভাগ্য সঙ্গ দিয়েছে নীতীশ রানাকে । টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কেকেআর অধিনায়ক । যদিও শেষলগ্নে নিকোলাস পুরানের ব্যাট নীতীশ রানার যাবতীয় হিসেব উলটে দিল । দলের প্রথম 2টি উইকেট দ্রুত চলে যাওয়ার পরে ইনিংস মেরামত করলেন পুরান । ক্যারিবিয়ান উইকেটরক্ষক-ব্যাটার 30 বলে 58 করে যান । শার্দূল ঠাকুর 2টি, সুনীল নারিন 2টি, বৈভব অরোরা 2টি এবং বরুন চক্রবর্তী ও হর্ষিদ রানা 1টি করে উইকেট নিয়েছেন ।

ঘরের টিমের বিরুদ্ধে সবুজ-মেরুন আবেগকে কাজে লাগাতে মরিয়া লখনউ । মোহনবাগানের জার্সির রঙে নিজেদের রাঙিয়ে মাঠে নেমেছেন ক্রুণাল পান্ডিয়ারা । আইপিএল প্লে-অফে কেকেআর-এর দৌড় শেষ ৷ অঙ্কের বিচারে আশা থাকলেও তা বাস্তবায়িত করতে গেলে একাধিক শর্ত পূরণ করতে হবে কেকেআর'কে । যা কার্যত অসম্ভব । কিন্তু, এলএসজি-র সরাসরি নেট রানরেটের অংক দূরে রেখে সরাসরি প্লে-অফে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে ৷

অংকের হিসেবে কলকাতা নাইট রাইডার্স এখনও টুর্নামেন্টে বেঁচে আছে ৷ কিন্তু, সেই ‘অংক কী কঠিন’, তা নাইট শিবির ভালোমতোই জানে ৷ ফলে আজকের ম্যাচ জিতলেও প্লে-অফের দরজা কেকেআর-এর জন্য এবারের মতো বন্ধ ৷ কিন্তু, ঘরের মাঠের দর্শকদের আনন্দ দিতে শেষ ম্যাচে জিতে সম্মানের সঙ্গে মরশুম শেষ করতে চাইছেন চন্দ্রকান্ত পণ্ডিতের ছেলেরা ৷ অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টসের কাছে আজকের ম্যাচ অস্তিত্ব রক্ষার লড়াই ৷ মোহনবাগানের জনসমর্থনে ঘরের মাঠে ঢুকে কলকাতা বধ করতে মরিয়া সঞ্জীব গোয়েঙ্কার দল ।

আরও পড়ুন: সম্মান ও টুর্নামেন্টে অস্তিত্ব রক্ষার লড়াই কেকেআর-এলএসজি’র

কলকাতা নাইট রাইডার্স একাদশ: জেসন রয়, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিংকু সিং, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী

বিকল্প: সুয়শ শর্মা, মনদীপ সিং, অনুকুল রায়, এন জগদীশন, ডেভিড উইলি

লখনউ সুপার জায়ান্টস একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), প্রেরক মানকদ, ক্রুনাল পান্ডিয়া (অধিনায়ক), মার্কাস স্টয়নিস, নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, করণ শর্মা, কে গৌথাম, নবীন উল হক, রবি বিষ্ণোই, মহসিন খান

বিকল্প: যশ ঠাকুর, ড্যানিয়েল সামস, যুধবীর সিং, দীপক হুডা, কাইল মায়ার্স

আরও পড়ুন: শেষ ম্যাচে দিল্লিকে উড়িয়ে প্লে-অফে চেন্নাই

Last Updated : May 20, 2023, 9:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.