ETV Bharat / sports

ICC Test Rankings: টেস্টে শীর্ষে রুট, কোহলিকে টপকে গেলেন রোহিত

author img

By

Published : Sep 1, 2021, 4:19 PM IST

ফের একবার টেস্ট ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট ৷ ছয় বছর পর তিনি ফের এই জায়গায় উঠে এলেন ৷ ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে তিনটি সেঞ্চুরি করেছেন রুট ৷

Joe Root-rises-to-top-spot-icc-test-rankings-rohit sharma-overtakes-virat kohli-to-take-5th-spot
আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে আবারও 1নং জো রুট, কোহলিকে টপকে গেলেন রোহিত

দুবাই, 1 সেপ্টেম্বর : ছ’বছর পর ফের টেস্ট ক্রিকেটে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট ৷ ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে স্বপ্নের ফর্মে রয়েছেন ৷ এই সিরিজের তিন টেস্টে ইতিমধ্যে তিনি 3টি সেঞ্চুরি করেছেন এবং একটি হাফ সেঞ্চুরিও রয়েছে রুটের ৷ এই সিরিজ শুরুর আগে বছর 30 এর এই ক্রিকেটার আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে 5 নম্বরে ছিলেন ৷ কিন্তু, ভারতের বিরুদ্ধে তিন টেস্টে অসাধারণ ব্যাটিং পারফর্মেন্স করে 507 রান করেন তিনি ৷ যার পরেই বিরাট কোহলি, মার্নস লাবুশগেন, স্টিভ স্মিথ এবং এক নম্বরে থাকা কেন উইলিয়ামসনকে টপকে এক নম্বরে উঠে এসেছেন ৷

এই মুহূর্তে 15 পয়েন্টের লিড নিয়ে এক নম্বরে রয়েছেন জো রুট ৷ লিডস টেস্টের আগে জো রুট আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে 2 নম্বর ছিলেন ৷ এই টেস্টে 121 রানের ইনিংস খেলে সবার উপরে উঠে এসেছেন ৷ এর আগে 2015 সালের ডিসেম্বর মাসে শেষবার টেস্ট ব়্যাঙ্কিংয়ে 1 নম্বর স্থানে ছিলেন ৷ বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসন এবং স্টিভ স্মিথ এই চার ব্যাটিং মহারথীর বাইরে শেষ যিনি আইসিসি টেস্ট ব়্য়াঙ্কিংয়ে এক নম্বরে ছিলেন, তিনি প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ৷ 2015 সালের নভেম্বর মাসে তিনি আইসিসি-র টেস্ট ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিলেন ৷

আরও পড়ুন : Ranji Trophy : কলকাতায় এবার রণজি ট্রফির ফাইনাল, প্রকাশিত হল ঘরোয়া সূচি

এই মুহূর্তে জো রুটের ব়্যাঙ্কিং পয়েন্ট 916 ৷ যা তাঁর কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিংয়ের থেকে 1 পয়েন্ট কম ৷ যা তিনি 2015 সালের অগস্ট মাসে অর্জন করেছিলেন ৷ সেবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসেজ সিরিজে নটিংহ্যাম টেস্টে 130 রান করেছিলেন তিনি ৷ ইংল্যান্ডের অন্য ব্যাটসম্যানদের মধ্যে এই সাপ্তাহিক ব়্যাঙ্কিংয়ে ররি বার্নস উন্নতি করেছেন ৷ তিনি পাঁচ ধাপ উঠে 24 নম্বর উঠে এসেছেন এবং জনি বেয়ারস্টো দু’ধাপ উঠে 70 নম্বরে উঠে এসেছেন ৷ অন্যদিকে, ডেভিড মালান লিডস টেস্টে 70 রান করার সুবাদে 88 নম্বর ব়্যাঙ্কিংয়ে উঠে আসেন ৷

আরও পড়ুন : Dale Steyn : অবসরে ‘স্টেইন গান’ !

অন্যদিকে, ভারত অধিনায়ক বিরাট কোহলিকে টেস্ট ব়্যাঙ্কিংয়ে টপকে গেলেন রোহিত শর্মা ৷ যার পরে তিনিই আপাতত ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে টেস্ট ব়্যাঙ্কিংয়ে সবার আগে রয়েছেন ৷ এই মুহূর্তে তিনি কেরিয়ারের সেরা ব্যাটিং ব়্যাঙ্কিং 5 নম্বরে উঠে এসেছেন ৷ তিনি কোহলির থেকে এই মুহূর্তে সাত পয়েন্টে এগিয়ে রয়েছেন ৷ এর আগে কোহলি ছাড়া ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে একমাত্র চেতেশ্বর পূজারা ছিলেন ৷ 2017 সালের নভেম্বর মাসে সেই সময় পূজারা দু’নম্বরে ছিলেন এবং কোহলি 5 নম্বরে ছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.