ETV Bharat / sports

India vs Afghanistan : বড় ব্যবধানে জিতে সেমির দৌড়ে ভেসে রইল বিরাটবাহিনী

author img

By

Published : Nov 3, 2021, 11:11 PM IST

Updated : Nov 4, 2021, 6:32 AM IST

টস হারা অভ্যাসে পরিণত করে ফেলেছেল বিরাট ৷ তবে প্রথমে ব্যাট হাতে নেমে এদিন অকুতোভয় রোহিত শর্মা-কেএল রাহুলে বড় রানের ভিত গড়ে ভারত ৷ 2007 ডারবানে ওপেনিংয়ে গম্ভীর-সেহওয়াগের 136 রান এতদিন ছিল সর্বোচ্চ ৷ এদিন সেই রেকর্ড ভেঙে 140 করলেন রোহিত-রাহুল ৷

India vs Afghanistan
বড় ব্যবধানে জিতে সেমির দৌড়ে ভেসে রইল বিরাটবাহিনী

আবুধাবি, 3 নভেম্বর : প্রথম দু'ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ভারতীয় দল বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে অন্তত চেষ্টার কোনও ত্রুটি রাখল না ৷ আবুধাবিতে নিজেকে উজাড় করে দেওয়া বিরাটবাহিনী ফলও পেল হাতেনাতে ৷ আফগানিস্তানকে 66 রানে হারিয়ে সেমিফাইনালের আশা বেঁচে থাকল ভারতীয় শিবিরে ৷ প্রথমে রোহিত-রাহুলের রেকর্ড ওপেনিং জুটি ৷ পরে হার্দিক-পন্থের ঝড় এবং বোলারদের যোগ্য সঙ্গত ৷ সবমিলিয়ে এই ম্যাচের আগে গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা আফগানিস্তানকে হারানোর ম্যাচে ভারতের পাওনা অনেক ৷

টস হারা অভ্যাসে পরিণত করে ফেলেছেল বিরাট ৷ তবে প্রথমে ব্যাট হাতে নেমে এদিন অকুতোভয় রোহিত শর্মা-কেএল রাহুলে বড় রানের ভিত গড়ে ভারত ৷ 2007 ডারবানে ওপেনিংয়ে গম্ভীর-সেহওয়াগের 136 রান এতদিন ছিল সর্বোচ্চ ৷ এদিন সেই রেকর্ড ভেঙে 140 করলেন রোহিত-রাহুল ৷ হাফসেঞ্চুরি করে রোহিত ফেরেন 74 রানে, রাহুল করেন 69 ৷ শেষ কয়েক ওভারে ঝড় তোলেন ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়া ৷ রোহিত-রাহুলের গড়ে দেওয়া ভিতে ইমারত গড়েন দু'জনে ৷

আরও পড়ুন : ম্যাচের মাঝেই ঘোষণা, টিম ইন্ডিয়ার নতুন কোচ রাহুল দ্রাবিড়

13 বলে 35 রানের ক্যামিও খেলেন পান্ডিয়া, সমসংখ্যক বল খেলে 27 রান করেন পন্থ ৷ শেষ 3 ওভারে 50 রান তুলে নবিদের 211 রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া ৷ জবাবে শুরুতেই দুই আফগাল ওপেনারকে ফিরিয়ে দেন শামি এবং বুমরা ৷ এরপর ভয়ঙ্কর হয়ে ওঠা গুরবাজকে 19 রানে (10) ফেরান জাদেজা ৷ একাদশে সুযোগ পাওয়া অশ্বিনের কার্যকরী বোলিং বেঁধে রাখে আফগানদের ৷ 2টি উইকেটও তুলে নেন দক্ষিণী স্পিনার ৷ 69 রানে 5 উইকেট হারায় আফগানিস্তান ৷ ষষ্ঠ উইকেটে নবি-জানাত কিছুটা চালিয়ে খেললেও তা পাহাড়প্রমাণ রান ছোঁয়ার পক্ষে যথেষ্ট ছিল না ৷

শেষ অবধি 20 ওভারে 7 উইকেটে 144 রানে থামে আফগানিস্তান ইনিংস ৷ শুক্রবার স্কটল্যান্ডের সামনে কোহলিরা ৷

Last Updated :Nov 4, 2021, 6:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.