ETV Bharat / sports

ICC World Cup 2023: ম্যাঞ্চেস্টারের বদলা মুম্বইয়ে, কিউয়ি-হার্ডল টপকে তৃতীয়বার বিশ্বজয়ের কিনারে ভারত

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 10:30 PM IST

Updated : Nov 15, 2023, 11:10 PM IST

ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে 70 রানে হারিয়ে 2011 সালের পর ফের বিশ্বকাপ সেমিফাইনালে ভারত ৷ কোহলি-শ্রেয়সের শতরানের পাশাপাশি বল হাতে টিম ইন্ডিয়ার জয়ের নায়ক শামি ৷ ভারত জিতল 70 রানে ৷

Etv Bharat
Etv Bharat

মুম্বই, 15 নভেম্বর: 9 জুলাই, 2019 ৷ স্থান ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ৷ মার্টিন গাপতিলের থ্রো উইকেট ভেঙে দিতেই স্বপ্নভঙ্গ হয়েছিল আসমুদ্র হিমাচলের ৷ দুঃখ বাড়িয়েছিল ফিনিশার মহেন্দ্র সিং ধোনির হতাশার বহিঃপ্রকাশ ৷ না, এরপর আর রাঁচি নিবাসী বিশ্বজয়ী অধিনায়ক আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি ৷ বানপ্রস্থে গিয়েছিলেন খানিক নিঃশব্দে ৷ তবে চার বছরেরও বেশি সময় ধরে সেই হতাশা সঙ্গোপনে বয়ে বেড়ানো মাহি বুধবারের পর কি একটু হালকা হবেন? নিশ্চয়ই হবেন ৷ কারণ, বুধবার তাঁরই বিশ্বজয়ের মাঠে চার বছর আগে ম্যাঞ্চেস্টারের সেই হারের বদলা সুদে-আসলে নিলেন ধোনির সতীর্থরা ৷ ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে 70 রানে হারিয়ে 2011 সালের পর ফের বিশ্বকাপ সেমিফাইনালে ভারত ৷

এদিন ব্যাট হাতে ফাইনালের জয়ের নায়ক যদি বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার হন, তাহলে বল হাতে ভারতের জয়ের নায়ক মহম্মদ শামি ৷ সাত উইকেট নিয়ে ডারিল মিচেলের 134 রানের লড়াই থামিয়ে নিন্দুকদের জবাব দিলেন বঙ্গ পেসার ৷ 69 রান এল কেন উইলিয়ামসনের ব্যাটে ৷ কিন্তু গত পাঁচবারের সেমিফাইনালিস্টদের থামতে হল লক্ষ্য়মাত্রার অনেক আগে ৷

তিনটি ক্যাচ নিয়ে দলের জয় তরান্বিত করলেন রবীন্দ্র জাদেজা ৷ সময়ের নিরিখে যা হয়তো শতরানের সমতুল্য ৷ সেমিফাইনাল জিতে আগামী রবিবার ফাইনালে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে বিজয়ীর মুখোমুখি হবে টিম ইন্ডিয়া ৷ কপিল, ধোনির সঙ্গে কি একাসনে বসতে পারবেন রোহিত, উত্তর জানতে অপেক্ষা আর চারদিনের ৷

আরও পড়ুন:

  1. শতরানের হাফসেঞ্চুরিতে 'ক্রিকেট ঈশ্বর'কে পিছনে ফেললেন 'চেজমাস্টার'
Last Updated : Nov 15, 2023, 11:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.