ETV Bharat / sports

টি-20 বিশ্বকাপের নতুন লোগো সামনে আনল আইসিসি

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 5:26 PM IST

Updated : Dec 7, 2023, 6:34 PM IST

icc-unveils-new-logo-for-t20-world-cup-2024
টি-20 বিশ্বকাপের নতুন লোগো সামনে আনল আইসিসি

T20 World Cup 2024 Logo: বৃহস্পতিবার পুরুষ এবং মহিলাদের আগামী টি-20 বিশ্বকাপের লোগো লঞ্চ করল ইন্টারন্যাশানাল ক্রিকেট কাউন্সিল ৷ পুরুষদের বিশ্বকাপ খেলা হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় ৷ মহিলাদের বিশ্বকাপটি আয়োজিত হতে চলেছে বাংলাদেশে ৷

হায়দরাবাদ, 7 ডিসেম্বর: ওডিআই বিশ্বকাপের রেশ কাটতে না-কাটতেই আবার শুরু এক ক্রিকেট বিশ্বযুদ্ধের প্রস্তুতি ৷ বৃহস্পতিবার আগামী টি-20 বিশ্বকাপের লোগো প্রকাশ করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি ৷ ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় এবার পুরুষদের টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৷ শুধু পুরুষদের নয়, মহিলা টি-20 বিশ্বকাপের লোগোও এদিন সামনে এনেছে আইসিসি ৷ এবার মহিলাদের বিশ্বকাপটি আয়োজিত হতে চলেছে বাংলাদেশে ৷ লোগোতে টি-20 শব্দটি লেখা হয়েছে ব্যাটের আদলে ৷

আইসিসি'র জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, "লোগোতে সৃজনশীলতা দিয়ে তুলে ধরা হয়েছে ব্যাট, বল এবং শক্তির এক মিশ্রণ ৷ টি-20 কথাটিকে যেভাবে তুলে ধরা তা একটি ব্যাট ও বলের আকৃতিকে ফুটিয়ে তোলে ৷ বিদ্যুত চমকের মতো যে জিগজ্যাগ প্যাটার্নটি তৈরি করা হয়েছে তা আসলে কুড়ি-বিশের ক্রিকেটে যে বৈদুতিক এনার্জি দেখা যায় তার প্রতীক ৷"

আগামী জুন মাসেই শুরু হতে চলেছে 'মেন ইন ব্লু'র টি-20 বিশ্বযুদ্ধ ৷ 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপ ঘরে তুলেছিল ভারতীয় দল ৷ তারপর থেকে আর ট্রফি ছুঁতে পারেনি তারা ৷ এবার কী অবশেষে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার মাটি থেকে ট্রফি ঘরে তুলে আনতে পারবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা সেটাই দেখার ৷ ওডিআই বিশ্বকাপের স্বপ্নকে ছুঁয়ে দেখার একেবারে কাছাকাছি পৌঁছেও আশা পূরণ হয়নি ভারতীয় দলের ৷ সেই অপূর্ণ ইচ্ছা কি পূর্ণ হবে টি-20 বিশ্বকাপে ৷ উত্তর দেবে সময় ৷

চলতি বছর 4 জুন থেকে শুরু হবে পরবর্তী টি-20 বিশ্বকাপ ৷ ফাইনাল অনুষ্ঠিত হবে 30 জুন ৷ অন্যদিকে ঘরের মাঠে ট্রফি জিতে নিতে চাইবে ওয়েস্ট ইন্ডিজও ৷ একদিনের ক্রিকেটে তারা তেমন ভয়ংকর না হলেও, টি-20 ক্রিকেটে ক্যারিবিয়ানরা দু'বারের বিশ্বজয়ী ৷ বিশ্বকাপের (50 ওভার) যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া ক্যারিবিনরা ঘরের মাঠে হৃত সম্মান পুনরুদ্ধারের চেষ্টায় থাকবে ৷

আরও পড়ুন:

  1. রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন বচ্চন থেকে বিরাট, তালিকায় রয়েছেন সচিনও
  2. বেঙ্গালুরু থেকে ম্যান্ডেলার দেশে রওনা হল টিম ইন্ডিয়া, দেখুন ভিডিয়ো
  3. বছরভর ক্রিকেটে ক্ষতি হচ্ছে অল-রাউন্ডারদের, দাবি প্রোটিয়া কিংবদন্তির
Last Updated :Dec 7, 2023, 6:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.