ETV Bharat / sports

বছরভর ক্রিকেটে ক্ষতি হচ্ছে অল-রাউন্ডারদের, দাবি প্রোটিয়া কিংবদন্তির

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2023, 9:55 PM IST

Jacques Kallis on Allrounders: 'এত বেশি ক্রিকেট ক্ষতি করছে অলরাউন্ডারদের', দাবি করলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক জ্যাক কালিস ৷ তাঁর মতে, তিন ফরম্যাটে এত বেশি ক্রিকেট খেলছে বিভিন্ন দল সেই কারণেই অলরাউন্ডার তৈরি হচ্ছে না ৷

Too much cricket is affecting development of all-rounders: Kallis
অলরাউন্ডারদের ক্ষতি করে দিচ্ছে এত ক্রিকেট

নয়াদিল্লি, 6 ডিসেম্বর: এত বেশি ক্রিকেট ক্ষতি করছে অলরাউন্ডারদের ৷ ঠিক এমনটাই দাবি করলন প্রাক্তন প্রোটিয়া অল-রাউন্ডার জ্যাক কালিস ৷ আধুনিক ক্রিকেট তথা টেস্ট ক্রিকেটে যে এত অলরাউন্ডারের অভাব তার একটা কারণ এত বেশি ক্রিকেট ৷ স্যার গ্যারিফিল্ড সোবার্স একইসঙ্গে 8000-এর বেশি রান ও 235টি উইকেট শিকার করেছিলেন ৷ কালিস নিজেও 25000-এর বেশি রান ও তিন ফরম্যাট মিলিয়ে প্রায় 600-এর কাছাকাছি উইকেট নিয়েছেন ৷ রিচার্ড হ্যাডলি, ইমরান খান, কপিল দেব, ইয়ান বোথামদের মতো একাধিক অলরাউন্ডার একসময় ক্রিকেট দুনিয়া দাপিয়ে বেড়িয়েছেন ৷ কিন্ত আজ আর তেমন অলরাউন্ডারদের দেখা প্রায় মেলে না বললেই চলে ৷

কেউ কেউ বেন স্টোকস, শাকিব-আল-হাসান বা হার্দিক পান্ডিয়ার নাম করতে পারেন ঠিকই তবে বিভিন্ন ফরম্যাটে হ্যাডলি বা কপিলের মতো দাপট অনেকেরই নেই ৷ কারণ হিসেবে কালিস বলেন, "এটা কঠিন প্রশ্ন, অলরাউন্ডার প্রতিদিন তৈরি করা যায় না ৷ ইতিহাস ঘেঁটে দেখলেও খুব বেশি অলরাউন্ডার পাবেন না ৷ প্রচুর কারণ আছে বিশেষত যে পরিমাণ ক্রিকেট এখন খেলা হয় তা একটা বড় ভূমিকা নেয় ৷"

লেজেন্ডস লিগ ক্রিকেট খেলতে এই মুহূর্তে ভারতে রয়েছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ৷ যদিও প্রাক্তন কেকেআর কোচ আইপিএল-এর নাম উল্লেখ করেননি ৷ তবে তিনি জানান 'ইমপ্যাক্ট প্লেয়ার' বিষয়টি তাঁর তেমন ভালো লাগে না ৷ কালিস বলেন, "এখন বেশ কিছু টি-20 লিগে সাবস্টিউট বিষয়টি এসেছে ৷ আমার এটা একেবারেই ভালো লাগে না ৷ যে সমস্ত টিমের ভালো অলরাউন্ডার নেই তারা 12 জনে খেলে ৷ আমার এটা ভালো লাগে না ৷"

তাঁর মতে বিভিন্ন কারণে এখন অলরাউন্ডার পাওয়া যাচ্ছে না ৷ অথচ তাঁরা ক্রিকেটে এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ৷ কিছুদিনের মধ্যেই দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল ৷ 31 বছর ধরে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিততে পারেনি ভারত ৷ এবারের সিরিজ নিয়ে কালিস বলেন, "ভারত অত্যন্ত ভালো দল ৷ কিন্তু দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারানো অত্যন্ত কঠিন ৷ সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকা সাহায্য পাবে আর ভারত সাহায্য পাবে নিউজিল্যান্ডে ৷ এটা দারুণ সিরিজ হতে চলেছে ৷ একটা দু'টো সেশন যাারা ভালো খেলবে তারাই এগিয়ে থাকবে ৷"

আরও পড়ুন:

  1. রশিদকে টপকে 'রবি'উদয়, আইসিসি'র সেরার তালিকায় শীর্ষে বিষ্ণোই
  2. বেঙ্গালুরু থেকে ম্যান্ডেলার দেশে রওনা হল টিম ইন্ডিয়া, দেখুন ভিডিয়ো
  3. পুরনো চাল... ক্রাইসিস ম্যানেজার অনুষ্টুপের কাঁধে ভর দিয়ে বিজয় হাজারের কোয়ার্টার ফাইনালে বাংলা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.