ETV Bharat / sports

ICC Women's T20 WC: হরমনপ্রীতই দিনশেষে 'ভিলেন'! অজিদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ভারতের

author img

By

Published : Feb 23, 2023, 10:20 PM IST

Updated : Feb 23, 2023, 11:08 PM IST

ভারতকে 5 রানে হারিয়ে ষষ্ঠবার ট্রফিজয়ের লক্ষ্যে ফাইনালে প্রবেশ করল ক্য়াঙারুবাহিনী (Australia beat India by 5 runs) ৷ বিফলে গেল দলনায়িকা হরমনপ্রীত কৌরের অর্ধশতরান (Harmanpreet Kaur scores 52 runs) ৷

Etv Bharat
অজিদের কাছে হেরে সেমিফাইনালে বিদায় ভারতের

কেপটাউন, 23 ফেব্রুয়ারি: আইসিসি ইভেন্টে ট্রফিজয়ের স্বপ্ন অধরাই রইল ৷ 2020 মেলবোর্নের বদলা নয়, বরং বৃহস্পতিবার নিউল্যান্ডস সাক্ষী থাকল গতবারের পুনরাবৃত্তি ৷ শেষ চারে অস্ট্রেলিয়ার কাছে হেরে কুড়ি-বিশের বিশ্বকাপ থেকে বিদায় নিল 'উইমেন ইন ব্লু' ৷ যুব দলের পদাঙ্ক অনুসরণ করতে ব্যর্থ হলেন সিনিয়ররা ৷ তবে গতবার মেলবোর্নের মত অসহায় আত্মসমর্পণ নয়, লড়ে হারল ভারতের মেয়েরা ৷ হরমনপ্রীত অ্যান্ড কোং'কে 5 রানে হারিয়ে ষষ্ঠবার ট্রফিজয়ের লক্ষ্যে ফাইনালে প্রবেশ করল ক্য়াঙারুবাহিনী (Australia beat India by 5 runs) ৷

173 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা একেবারেই প্রত্য়াশিত হয়নি ৷ 28 রানে তিন উইকেট হারানোর পর অতি বড় সমর্থকও সেমিফাইনালে জয়ের আশা করেননি ৷ কিন্তু চতুর্থ উইকেটে জেমিমা রডরিগেজের সঙ্গে জুটি বেঁধে অধিনায়িকা হরমনপ্রীত কৌরের ব্যাটে ম্য়াচে ফিরছিল ভারত ৷ চতুর্থ উইকেটে এই দুই ব্যাটারের 69 রানের জুটিতে একসময় জয়ের গন্ধ পেয়েছিল ভারতীয় শিবির ৷ তবে ভারতকে ম্যাচে ফেরালেন যে দুই ব্যাটার, দিনের শেষে ভারতীয় শিবিরে 'খলনায়ক' তাঁরাই ৷ জেমিমা জঘন্য শট নির্বাচন, অন্যদিকে রানিং বিটুইন দ্য উইকেট হরমনপ্রীতের গা-ছাড়া মনোভাবে ম্যাচ বের করে নিয়ে গেল অজিরা ৷

একাদশ ওভারে ডার্সি ব্রাউনের বাউন্সারে অহেতুক খোঁচা দিয়ে উইকেটের পিছনে ধরা পড়লেন জেমিমা ৷ 24 বলে 43 করে ফিরলেন তিনি ৷ আর দলকে জয়ের পথ দেখিয়েও হরমনপ্রীত রান-আউট হলেন স্রেফ গা-ছাড়া মনোভাবে ৷ অধিনায়িকা যখন আউট হলেন 32 বলে তখন 40 রান দরকার দলের ৷ 34 বলে 52 রান আসে হরমনপ্রীতের ব্যাটে (Harmanpreet Kaur scores 52 runs) ৷ এরপর ষষ্ঠদশ ওভারের শেষ বলে রিচা ঘোষ আউট হতেই দেওয়াল লিখনটা পরিষ্কার হয়ে যায় ৷ শেষ পর্যন্ত 20 ওভারে 8 উইকেটে 167 রানে থেমে যায় ভারতের মেয়েরা ৷

আরও পড়ুন: ফাইনালের পথে কঠিন হার্ডলস হরমনপ্রীতদের, ভারতকে 173 রানের লক্ষ্যমাত্রা অজিদের

এর আগে নিউল্যান্ডসে এদিন টস জিতে প্রথমে ব্যাট করে 4 উইকেটে 172 রান তোলে অজিরা ৷ 54 রান করেন ওপেনার বেথ মুনি ৷ অপরাজিত 49 রানের ইনিংস খেলেন মেগ ল্যানিং ৷ 2020 কুড়ি-বিশের বিশ্বকাপ ফাইনালে 184 রান তাড়া করে মাত্র 99 রানে গুটিয়ে গিয়েছিল ভারত ৷

Last Updated : Feb 23, 2023, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.