ETV Bharat / science-and-technology

সাবধান! এই অ্যাপগুলি আপনার মোবাইলে নেই তো ? থাকলেই প্রতারণার শিকার হতে পারেন

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2023, 10:09 AM IST

Updated : Dec 9, 2023, 2:09 PM IST

Spying Loan Apps: স্লোভাক সফটওয়্যার কোম্পানি-এর রিপোর্ট অনুযায়ী গুগল প্লে স্টোর থেকে প্রায় 17টি প্রতারণা মূলক অ্যান্ড্রয়েড লোন অ্যাপ সরিয়ে দিয়েছে ৷ এই অ্যাপগুলি, সাধারণভাবে SpyLoan নামে পরিচিত ৷ ইতিমধ্যেই গুগল প্লে স্টোর থেকে চলতি বছরে এই অ্যাপগুলির ডাউনলোড 12 মিলিয়ন!

Etv Bharat
Etv Bharat

হায়দরাবাদ, 9 ডিসেম্বর: এবার প্রতারণা মূলক অ্যাপের প্রতি কড়া পদক্ষেপ গুগল ক্রোমের ৷ একসঙ্গে 17টি 'স্পাইলোন' অ্যাপ প্লেস্টোর থেকে সরিয়ে দিল সার্চ ইঞ্জিন গুগল ৷ এই অ্যাপগুলি থেকে সাধারণত লোভনীয় সুদের হারে ঋণের গ্রহণ সম্পর্কিত তথ্য থাকে ৷ যা দেখে ব্যবহারকারী সহজেই আকর্ষিত হন ৷ অ্যাপে থাকা অধিকাংশ তথ্যই শুধু মাত্র আকর্ষণের জন্য ৷ যা এক প্রকার ভিত্তিহীন ৷ এমনটাই জানানো হয়েছে গুগলের পক্ষ থেকে ৷

গুগল প্রকাশিত একটি তথ্যের বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছে, এই সমস্ত প্রতারণাকারী অ্যাপে বিভ্রান্তমূলক ও আকর্ষণীয় তথ্য দেওয়া থাকে ৷ ফলে সহজেই প্রতারণার ফাঁদে পা দেন ব্যবহারকারীরা, যেখানে তাঁদের ব্য়ক্তিগত তথ্য সংগ্রহ করা হয় অ্যাপের ডেটাবেসে ৷ এই সমস্ত প্রতারণা মূলক অ্যাপ যেগুলি গুগল সরিয়ে দিয়েছে সেগুলি হল...

AA Kredit, Amor Cash, GuayabaCash, EasyCredit, Cashwow, CrediBus, FlashLoan, PréstamosCrédito, Préstamos De Crédito-YumiCash, Go Crédito, Instantáneo Préstamo, Cartera grande, Rápido Crédito, Finupp Lending, 4S Cash, TrueNaira, and EasyCash.

ব্যবহারকারীদের সুবিধার্থে এই সমস্ত অ্যাপগুলি গুগল ক্রোম থেকে সরিয়ে ফেলা হয়েছে ৷ ৷ এই অ্যাপগুলির মধ্যে বেশ কয়েকটি অ্যাপ দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার বাসিন্দারা বেশি ব্যবহার করেন ৷

কী এই স্পাইলোন অ্যাপ ?

এই অ্যাপগুলি ব্যবহারকারীদের কম সুদে লোভনীয় ঋণের সুবিধা দেয় ৷ পাশাপাশি এই অ্যাপগুলিতে সাইন আপ করার সময় ব্যবহারকারীর আর্থিক বিবরণ এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ৷ সেসমস্ত তথ্যেই মাধ্যমে ব্যবহারকারীকে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেইল করে ৷

চলতি বছরের ডিসেম্বর মাসে স্লোভাক সফটওয়্যার কোম্পানি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ৷ সেখানে এইররকম প্রতারণা মূলক 17টি অ্যাপের তালিকা প্রকাশ করেছে ৷ সেখানেই উল্লেখ করা হয়েছে, অ্যাপগুলি অ্যাকাউন্টের তালিকা, কল লগ, ক্যালেন্ডার ইভেন্ট, ডিভাইসের তথ্য, ইনস্টল করা অ্যাপের তালিকা, ওয়াই-ফাই নেটওয়ার্কের তথ্য, ডিভাইসে থাকা ফাইল সম্পর্কিত তথ্য, মোবাইল ফোন কল, লোকেশান ডেটা এবং এসএমএস অ্যাক্সেসের অনুমতির অনুরোধ করে। প্রতিটি ক্ষেত্রেই ব্যবহারকারীকে ইতিবাচক উত্তর দিতে হয় ৷ তা না হলে ব্যবহরকারীরা ঋণ পান না ৷

এই রকম প্রতারণা মূলক অ্যাপ ব্যবহারকারীদের মতে, এই সমস্ত অ্যাপের প্রথমে ঋণের খরচ অনেকটাই কম বলা বয় ৷ ঋণ পরিশোধের মেয়াদও থাকে আকর্ষণীয় ৷ এসএমএস এবং সোশাল মিডিয়ার মাধ্যমে এই ঋণের প্রচার বেশ চলছে ৷ তাই ফাঁদে পড়েছেন ব্যবহারকারীরা ৷ অনেকেই এই প্রতারণা থেকে বাঁচতে এই সমস্ত অ্যাপ ব্যবহার বন্ধ করে দিয়েছেন ৷ এবার সরাসরি গুগলের পদক্ষেপ অ্যাপগুলির বিরুদ্ধে ।

আরও পড়ুন:

  1. আগামী বছর মহাকাশ গবেষণায় কী কী পরিকল্পনা রয়েছে ইসরোর, রাজ্যসভায় জানাল কেন্দ্র
  2. চাঁদ থেকে সফলভাবে পৃথিবীর কক্ষপথে সরল চন্দ্রযান-3'র প্রোপালশন মডিউলটি
    রাজ্যে এজেন্ট নিয়োগ করে প্রতারণার নয়া ছক জামতাড়া গ্যাঙের
Last Updated : Dec 9, 2023, 2:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.