ETV Bharat / international

WHO warning on Covid: অতিমারি শেষ হয়নি, বাড়ছে 110 দেশে, করোনা নিয়ে সতর্ক করল হু

author img

By

Published : Jun 30, 2022, 1:14 PM IST

অতিমারির চরিত্র বদল হলেও তা শেষ হয়ে যায়নি (Pandemic not over)৷ 110 দেশে বাড়ছে করোনার সংক্রমণ ৷ বিশ্বকে সতর্কবার্তা দিয়ে এ কথা জানাল হু (WHO warning on Covid)৷

Pandemic not over: WHO warns as cases spike in 110 countries
অতিমারি শেষ হয়নি, বাড়ছে 110 দেশে, করোনা নিয়ে সতর্ক করল হু

জেনেভা, 30 জুন: কোভিড অতিমারি এখনও শেষ হয়ে যায়নি (Pandemic not over)৷ বিশ্ববাসীকে সতর্ক করে এ কথা বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO warning on Covid)৷ হু-এর ডিরেক্টর জেনারেল টেডরস অধানম ঘেব্রেইয়েসাস বলেছেন, অতিমারি তার চরিত্র বদল করলেও এখনও শেষ হয়ে যায়নি ৷

তিনি জানিয়েছেন, "এই অতিমারি বদলাচ্ছে তবে তা এখনও শেষ হয়ে যায়নি ৷ কোভিড 19 ভাইরাস ট্র্যাক করার ক্ষমতা আমাদের ঝুঁকিতে রাখছে কারণ ওমিক্রন ও পরবর্তী যে ভ্যারিয়েন্ট আসছে তা ট্র্যাক করা ও তার চরিত্র বিশ্লেষণ করা কঠিন হয়ে পড়ছে ৷" তিনি আরও বলেছেন, "কোভিড 19-এর BA.4 ও BA.5-এ সংক্রমিত হওয়ার ঘটনা 110টি দেশে বেড়েছে ৷ এর ফলে বিশ্বব্যাপী সংক্রমণের সংখ্যা 20 শতাংশ বেড়েছে ৷"

কোভিড পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমের বলতে গিয়ে হু-এর ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, সব দেশের কাছে আর্জি জানানো হয়েছে তারা যেন জনসংখ্যার 70 শতাংশের টিকাকরণ অবিলম্বে নিশ্চিত করে ৷ তাঁর কথায়, "মাত্র 58টি দেশ 70 শতাংশ টার্গেটে পৌঁছতে পেরেছে ৷ অনেকে বলেছে কম উপার্জনের দেশগুলির পক্ষে এটা করা সম্ভব নয় ৷" গত 18 মাসে বিশ্বের 12 বিলিয়নেরও বেশি মানুষের টিকাকরণ হয়েছে বলে জানিয়েছেন তিনি (WHO warns as covid cases spike)৷

আরও পড়ুন: Corona Update in Bengal: চোখ রাঙাচ্ছে করোনা, দেড় হাজারের দোরগোড়ায় সংক্রমণ

ভারতেও লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন 18 হাজার 819 জন ৷ যা গত 130 দিনে সর্বোচ্চ ৷ আমাদের রাজ্যের পরিস্থিতিও চিন্তায় রাখছে ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 1 হাজার 424 জন ৷ আগের দিন যে সংখ্যাটা ছিল 954 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.