ETV Bharat / international

370 নিয়ে সুপ্রিম কোর্টের রায় কাশ্মীর সমস্যাকে আরও জটিল করবে, মত জেলবন্দি ইমরানের

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 12:59 PM IST

Updated : Dec 13, 2023, 1:09 PM IST

Imran Khan on SC 370 verdict: অনুচ্ছেদ 370 নিয়ে ভারতীয় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তাতে কাশ্মীর সমস্যা আরও জটিল হবে বলে মনে করছেন ইমরান খান ৷

Imran Khan
ইমরান খান

ইসলামাবাদ, 13 ডিসেম্বর: অনুচ্ছেদ 370 বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্তকে বহাল রেখে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তা কাশ্মীর সমস্যাকে আরও জটিল করবে ৷ এমনই মত পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ৷

2019 সালের অগস্ট মাসে কেন্দ্রীয় সরকার অনুচ্ছেদ 370 বাতিল করার যে সিদ্ধান্ত নিয়েছিল তা, বহাল রাখার পক্ষেই গত সোমবার সর্বসম্মতভাবে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ অনুচ্ছেদ 370 জম্মু ও কাশ্মীর রাজ্যকে একটি বিশেষ মর্যাদা প্রদান করেছিল । রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি পিটিআই নেতা ইমরান খান একটি বার্তায় বলেন যে, ভারতীয় শীর্ষ আদালতের রায় রাষ্ট্রসংঘের রেজোলিউশনের নিছক লঙ্ঘন ৷ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি তাদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে ইমরানের বার্তা জানিয়েছেন ৷

ইমরান খান এ দিন বলেছেন যে, ভারতীয় শীর্ষ আদালতের বিতর্কিত এবং বেআইনি সিদ্ধান্ত কয়েক দশক ধরে চলা সংঘাত সমাধানে সাহায্য করার পরিবর্তে কাশ্মীর সমস্যাকে আরও জটিল করবে । তাঁর দল কাশ্মীরী জনগণকে সম্পূর্ণ কূটনৈতিক, নৈতিক ও রাজনৈতিক সমর্থন প্রদান অব্যাহত রাখবে বলে এ দিন জানিয়ে দিয়েছেন ইমরান ।

ইমরান খানকে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের আজীবনের জন্য চেয়ারম্যান হিসাবে সম্বোধন করে এই পোস্টটি করেছে ৷ তাঁর পাঠানো বার্তায় ইমরান বলেন, কাশ্মীর ইস্যুটি ছিল পাকিস্তান এবং ভারতের মধ্যে বিরোধের মূল ৷ দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের অবনমনের কথা উল্লেখ করে ইমরান আরও বলেন যে, 2019 সালে ভারত যখন কাশ্মীরের বিশেষ মর্যাদা পরিবর্তন করার চেষ্টা করে, তখনই তাঁর নেতৃত্বাধীন তৎকালীন পিটিআই সরকার এর বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছিল ।

তিনি জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন বলে দাবি করেন ইমরান । তাঁর দাবি, 2019 সালের 5 অগস্টের পরে তা আর করা সম্ভব হয়নি কারণ তাঁর সরকার কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে আপস করতে চাননি বলে দাবি ইমরান খানের ৷

আরও পড়ুন:

  1. 370 প্রসঙ্গে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, জম্মু-কাশ্মীর নিয়ে কলম ধরলেন প্রধানমন্ত্রী
  2. দুঃখজনক হলেও অপ্রত্যাশিত নয়, ধারা 370 বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর মন্তব্য মিরওয়াইজ উমর ফারুকের
  3. সংবিধানের অনুচ্ছেদ 370 বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ের 10টি মূল বক্তব্য
Last Updated : Dec 13, 2023, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.