ETV Bharat / bharat

দুঃখজনক হলেও অপ্রত্যাশিত নয়, ধারা 370 বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর মন্তব্য মিরওয়াইজ উমর ফারুকের

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 8:08 PM IST

Mirwaiz Umar Farooq on Article 370 Verdict: সোমবার সুপ্রিম কোর্ট 370 ধারা বাতিল নিয়ে মামলার রায় দিয়েছে ৷ সেখানে কেন্দ্রের সিদ্ধান্তই বহাল রেখেছে শীর্ষ আদালত৷ এই নিয়ে কাশ্মীরের প্রধান ধর্মগুরু এবং হুরিয়াতের চেয়ারম্যান মিরওয়াইজ উমর ফারুক ইটিভি ভারত-এর সঙ্গে ফোনে কথা বলেছেন ৷ তিনি এই রায়কে ‘দুঃখজনক’ বলেছেন ৷ এই নিয়ে প্রতিবেদনটি লিখেছেন সৌরভ শর্মা ৷

Mirwaiz Umar Farooq on Article 370 Verdict
Mirwaiz Umar Farooq on Article 370 Verdict

নয়াদিল্লি, 11 ডিসেম্বর: 370 ধারা বাতিল করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে বহাল রেখে সোমবার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ সেই রায়ের কয়েকঘণ্টা পর এই নিয়ে মুখ খুললেন কাশ্মীরের প্রধান ধর্মগুরু এবং হুরিয়াতের চেয়ারম্যান মিরওয়াইজ উমর ফারুক ৷ তিনি এই রায়কে একটি ‘দুঃখজনক’ পদক্ষেপ বলে অভিহিত করেছেন ৷ একই সঙ্গে তাঁর মতে, বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই রায় অপ্রত্যাশিতও নয় ৷

ফোনে ইটিভি ভারতকে হুরিয়ত কনফারেন্সের মধ্যপন্থী অংশের প্রধান বলেন, "এটি দুঃখজনক ৷ তবে এই রায় অপ্রত্যাশিত ছিল না, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে । উপমহাদেশ ভাগ হওয়ার সময় যাঁরা জম্মু ও কাশ্মীরের ভারতে যোগদানের পক্ষে ছিলেন, তাঁদের ভারতীয় নেতৃত্বের দ্বারা যে প্রতিশ্রুতি ও আশ্বাস দেওয়া হয়েছিল, তার প্রেক্ষিতে এখন তাঁরা বিশ্বাসঘাতকতার শিকার বলে মনে করতে পারেন ৷’’

তিনি বলেন, "বাকি অংশের জন্য, 1947 সালের অগস্টে রাজ্যের যে অবস্থা ছিল, তা যুদ্ধবিরতি লাইনে বিভক্ত রয়ে গিয়েছে ৷ তাই এটি একটি রক্তক্ষরণকারী মানবিক ও রাজনৈতিক সমস্যায় পরিণত হয়েছে ৷ যার প্রতিকারের জন্য বারবার ভিক্ষা চাওয়া হয়েছে ৷’’

উল্লেখ্য, 370 ধারা বাতিলকে চ্যালেঞ্জ করে একগুচ্ছ আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে ৷ সেই আবেদনগুলির শুনানির পর সোমবার সুপ্রিম কোর্ট রায় দেয় ৷ সেখানে কেন্দ্রীয় সরকারের তরফে 370 ধারা বিলোপের বিষয়টি সাংবিধানিক বলে জানানো হয়েছে ৷ পাশাপাশি আদালত জানিয়েছে যে জম্মু ও কাশ্মীর যে বিশেষ মর্যাদা পেত, তা অস্থায়ী বিধান ছিল ৷

2019 সালের 5 অগস্ট যখন কেন্দ্রের তরফে সংবিধানের এই ধারা বাতিল করা হয়, সেই সময় জম্মু ও কাশ্মীরকে পূর্ণরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছিল ৷ এ দিনের রায়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব জম্মু ও কাশ্মীরকে পূর্ণরাজ্য করতে হবে ৷ পাশাপাশি নির্বাচন কমিশনকে শীর্ষ আদালত জম্মু ও কাশ্মীরে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে বিধানসভা ভোট নিতে বলেছে ৷ আর এই রায় সামনে আসার পরই এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মিরওয়াইজ ৷

বিশেষজ্ঞদের মতে, সুপ্রিম কোর্টের এই রায়ের পর সংবিধানের ধারা 370 ও 35এ অতীত হয়ে গেল ৷ সুপ্রিম কোর্টের এই রায়ের পর হতাশা ব্যক্ত করেছেন কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি ৷ এছাড়াও কাশ্মীরি নেতারাও হতাশা প্রকাশ করেছেন ৷ অনেকেই লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ৷

গত চার বছরে যখন জেলে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতার, যখন কাশ্মীরে সক্রিয় কেন্দ্রীয় এজেন্সিগুলি, সেই সময় হুরিয়াত কনফারেন্সের ভবিষ্যত নিয়েও শঙ্কা রয়েছে ৷

আরও পড়ুন:

  1. সংবিধানের অনুচ্ছেদ 370 বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ের 10টি মূল বক্তব্য
  2. 370 নিয়ে সুপ্রিম কোর্টের রায় আশার আলো, উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী
  3. জম্মু-কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে কমিশন তৈরির সুপারিশ সুপ্রিম কোর্টের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.