ETV Bharat / entertainment

ডিপফেক টেকনোলজির দৌরাত্মে রাশ টানতে হাল ধরল কেন্দ্র, তলব সোশাল প্ল্যাটফর্মের আধিকারিকদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 2:04 PM IST

Updated : Nov 17, 2023, 2:22 PM IST

Rashmika Mandanna deepfake controversy: অভিনেতা রশ্মিকা মন্দানার ডিপফেক ভিডিয়োকে ঘিরে সাম্প্রতিক সময়ে শুরু বিতর্ক ও সমালোচনায় তোলপাড় হয় নেটপাড়া ৷ এরপরেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকারের সাইবার টিম ৷ বিশিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (টুইটার), এবং ইউটিউবকে এআই-এর সমস্যা সমাধানের জন্য বৈঠকে ডেকে পাঠানো হয়েছে ৷

Etv Bharat
ডিপফেক টেকনোলজির দৌরাত্মে রাশ

হায়দরাবাদ, 17 নভেম্বর: সাইবার দুনিয়ার বাড়বাড়ন্তে রাশ টানতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার ৷ ডিজিটাল প্ল্যাটফর্মে রশ্মিকার ডিপফেক ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে সাইবার দুর্নীতি দমন শাখা ৷ সূত্রের খবর, ফেসবুক, ইন্সটাগ্রাম, এক্স (টুইটার), ইউটিউব-এর উচ্চপদস্থ আধিকারিকদের জুরুরি বৈঠকে ডেকে পাঠানো হয়েছে ৷ পাশাপাশি, ডিপফেক ইস্যুতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই বিষয়েই কথা বলার জন্য ডাকা হয়েছে বলে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে, তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়-সহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রনালয় এই বিষয়টি নিয়ে গভীরে খতিয়ে দেখবেন। রাজ্যে নির্বাচন ও আগামী বছর আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে ডিপফেকের ক্রমবর্ধমান প্রভাব ভাবিয়ে তুলেছে প্রশাসনকে ৷ বিষয়টি সকলের নজরে আসে যখন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানার একটি আপত্তিজনক অশ্লীল ভিডিয়ো আসে প্রকাশ্যে ৷ সোশাল প্ল্যাটফর্মে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে ৷

সূত্রের মতে, সোশ্যাল মিডিয়া সংস্থাগুলি ইতিমধ্যেই সাইবার দুর্নীতি দমন শাখাকে এই বিষয়টি নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে ৷ পাশাপাশি আইটি আইন অনুসারে বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তাবও দেওয়া হয়েছে ৷ মূলত, আইটি আইন 2000 অনুসারে, 66D ধারা অনুযায়ী কম্পিউটার ব্যবহারের মাধ্যমে কোনও রকম দুর্নীতির সঙ্গে যোগ থাকলে দোষী ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড এবং 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা করার নিদান রয়েছে ৷ এই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ যাতে সাইবার দুর্নীতি জড়িয়ে না পড়েন সেই দিক থেকেও সচেতনতার কথা বলা হয়েছে ৷

  • I feel really hurt to share this and have to talk about the deepfake video of me being spread online.

    Something like this is honestly, extremely scary not only for me, but also for each one of us who today is vulnerable to so much harm because of how technology is being misused.…

    — Rashmika Mandanna (@iamRashmika) November 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মূলত কৃত্তিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই প্রয়োগের মধ্য দিয়ে ডিপফেক টেকনোলজি দিয়ে বিভিন্ন নকল ভিডিয়ো ও ছবি নিয়ে সমালোচনায় সরব হয়েছেন সকলেই ৷ অভিনেত্রী রশ্মিকার নকল ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সোচ্চার হন অমিতাভ বচ্চন, নাগা চৈতন্য থেকে বিজয় দেবরেকোন্ডা-সহ একাধিক তারকা ৷ মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের আইটি সেলের পদক্ষেপে ডিকফেক টেকনোলজির বাড়বাড়ন্ত নিয়ন্ত্রণ করা যেতে পারে ৷

আরও পড়ুন:

1. 'যেতে পারি কিন্তু...', বিশ্বকাপের ফাইনাল দেখা নিয়ে দোলাচলে অমিতাভ

2. দ্বিতীয়বার মা হতে চলেছেন, পঞ্চব্যঞ্জন সাজিয়ে সাধপূরণ শুভশ্রীর

3. 'শুটিংয়েরই একটা পার্ট... ক্ষমা করে দিন'- অনুরাগীকে থাপ্পড় প্রসঙ্গে মুখ খুললেন নানা পাটেকর

Last Updated : Nov 17, 2023, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.