ETV Bharat / city

Rally in Siliguri : শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান অনিচ্ছুক জমিদাতাদের

author img

By

Published : May 23, 2022, 10:32 PM IST

অনিচ্ছুক জমিদাতাদের উত্তরকন্যা অভিযানকে ঘিরে উত্তেজনা ছড়ায় শিলিগুড়িতে (Unwilling Landowner's rally in Siliguri)। আন্দোলনকারীদের সঙ্গে ধ্বস্তাধস্তি হয় পুলিশের ।

Unwilling Landowner's rally in Siliguri
Rally

শিলিগুড়ি, 23 মে : পুনর্বাসন ও কর্মসংস্থানের দাবিতে এবার উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যা অভিযান অনিচ্ছুক জমিদাতাদের । সোমবার কাওয়াখালি - পোড়াঝাড় ভূমিরক্ষা কমিটি ও তিস্তা-মহানন্দা প্রকল্পের ভূমিরক্ষা কমিটির জমিদাতারা উত্তরকন্যা অভিযান কর্মসূচি পালন করে । আর তাদের এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে অংশগ্রহণ করতে দেখা যায় কংগ্রেস, সিপিএম, সিপিআইএমএল, এসইউসিআই, খেতমজুর সংগঠন-সহ অন্যান্য রাজনৈতিকদলের নেতা কর্মী সমর্থকদের (Unwilling Landowner's rally in Siliguri) ।

এদিনের অনিচ্ছুক জমিদাতাদের উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তার ছয়লাফ দেখা যায় । বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছিল । কাওয়াখালি থেকে একটি বিশাল মিছিল নৌকাঘাট মোড় হয়ে এশিয়ান হাইওয়ে 2 ধরে উত্তরকন্যা অভিযান করতে গেলে তিনবাত্তি মোড়ে মিছিলটিকে আটকে দেয় পুলিশ । মিছিলটিকে আটকাতেই পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে জড়িয়ে পরে আন্দোলনকারীরা । তীব্র যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে । এরপর পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাতজনের একটি প্রতিনিধিদলকে উত্তরকন্যায় স্মারকলিপি জমা দিতে অনুমতি দেয় ও আন্দোলনকারীদের জাতীয় সড়ক থেকে সরাতে সক্ষম হয় ।

আরও পড়ুন : BGSP Rally : কেয়া হুয়া তেরা ওয়াদা...রফির সুরে অমিত শাহকে খোঁচা বিজিএসপির

কাওয়াখালি পোড়াঝাড় এলাকার 302 একর জমি এবং তিস্তা-মহানন্দা প্রকল্পের জন্য 381 একর জমি অধিগ্রহণ করেছে রাজ্য সরকার ৷ শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষর মাধ্যমে ওই জমি অধিগ্রহণ করা হয় । অধিগ্রহণের পর জমিদাতাদের পরিবার পিছু একজন করে চাকরি ও জমিদাতাদের পাঁচ কাঠা করে জমি পুনর্বাসনের জন্য দেওয়া হবে । 2004 সালে ওই জমি অধিগ্রহণ করা হলেও এখনও জমিদাতাদের কোনোরকম পুনর্বাসন বা চাকরি দেয়নি রাজ্য সরকার বলে অভিযোগ । উলটে অনিচ্ছুক জমিদাতাদের অভিযোগ, জমি অধিগ্রহণ করে সেসব জমি পুঁজিপতিদের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার ৷ কোনোরকম সরকারি প্রকল্পের জন্য ওই জমি ব্যবহার না করে 81 একর জমিতে বেসরকারি সংস্থাকে দিয়ে আবাসন প্রকল্প করছে রাজ্য সরকার অথচ জমিদাতাদের কিছুই দেওয়া হয়নি ।

প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শঙ্কর মালাকার বলেন, "অনিচ্ছুক জমিদাতাদের এখনও পুনর্বাসন বা ক্ষতিপূরণ দেয়নি বর্তমান রাজ্য সরকার ৷ জলের দামে জমি অধিগ্রহণ করে, উলটে জমি শিল্পপতিদের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ যারা লক্ষ লক্ষ টাকায় ওই জমি বিক্রি করছে, আর আবাসন প্রকল্প করছে । জমিহারাদের কথা চিন্তা করছে না রাজ্য সরকার । "

চিয়া বাগান শ্রমিক ইউনিয়নের সম্পাদক গৌতম ঘোষ বলেন, "ওই দুই প্রকল্পে জমিহারাদের বছরের পর বছর শুধু মাত্র আশ্বাস দিয়ে চলেছে রাজ্য সরকার । কোন ক্ষতিপূরণ বা পুনর্বাসন দিচ্ছে না রাজ্য সরকার । এর আগেও একাধিকবার আন্দোলন করেও কোন লাভ হয়নি । এবার পদক্ষেপ না করলে আরও বড় আন্দোলন হবে ।"

আরও পড়ুন : Proxy in Police Exam : পুলিশের চাকরির পরীক্ষায় প্রক্সি ! শিলিগুড়িতে গ্রেফতার বিহারের 11 জন

সিপিআইএমএল নেতা বাসুদেব বোস বলেন, "প্রায় এক হাজারের বেশি জমিদাতা, বর্গাদার হলে সংখ্যা আরও বেশি হবে । জমি নিয়ে সেই জমি ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হল । আর জমিদাতারা কি অবস্থায় আছে তার খোঁজ নেয়নি রাজ্য সরকার । সেইজন্য আমাদের এই আন্দোলন ।"

উত্তরকন্যা অভিযান অনিচ্ছুক জমিদাতাদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.