ETV Bharat / city

Siliguri Police Commissionerate : ট্রাফিক জরিমানা আদায়ে রাজ্যে প্রথম স্থান শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের

author img

By

Published : May 23, 2022, 2:43 PM IST

Siliguri Police Commissionerate rank first at state in Collecting Traffic Fines
Siliguri Police Commissionerate

ট্রাফিক জরিমানা আদায়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট (Siliguri Police Commissionerate rank first at state in Collecting Traffic Fines)। একমাসে জরিমানা করা হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা (Traffic Rules)। কমেছে 20 শতাংশ পথ দুর্ঘটনা ।

শিলিগুড়ি, 23 মে : ট্রাফিক জরিমানা আদায়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । জরিমানা বাবদ সরকারি কোষাগারে মাত্র এক মাসেই 49 লক্ষ 43 হাজার টাকা জমা পড়েছে । রাজ্যের অন্যান্য জেলা পুলিশের তুলনায় ওই আদায়ের শীর্ষে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ (Siliguri Police Commissionerate rank first at state in Collecting Traffic Fines) ।

সাফল্যের নিরিখে শুধু জরিমানা আদায় নয়, জরিমানার ভয়ে পথদুর্ঘটনাও নিয়ন্ত্রণে এসেছে । যার কারণে গত তিন মাসে পথ দূর্ঘটনার হার কমেছে প্রায় 20 শতাংশ । পাশাপাশি ই-চালানের ক্ষেত্রেও শিলিগুড়ি শীর্ষে রয়েছে । চালানের মধ্যে রয়েছে ট্র‍্যাফিক আইন ভঙ্গ, হেলমেটবিহীন অবস্থায় বাইক বা স্কুটি চালানো, লালবাতিকে লঙ্ঘন করা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সিট বেল্ট না-পড়া, এছাড়াও গাড়ি চালাতে চালাতে মোবাইলে কথা বলা-সহ অন্যান্য ট্রাফিক আইন (Traffic Rules)।

এপ্রিল মাসে মোট জরিমানা হয়েছে 49 লক্ষ 43 হাজার টাকা । এর মধ্যে 17 লক্ষ চার হাজার টাকা জরিমানা ইতিমধ্যেই জমা হয়েছে রাজ্যের কোষাগারে । এপ্রিল মাসে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্র‍্যাফিক বিভাগ মোট 2 হাজার 927টি ই-চালানের মাধ্যমে ওই পরিমান জরিমানা করেছে । যার মধ্যে 1 হাজার 409টি চালানের অর্থ আদায় করা হয়েছে । 1 হাজার 518টি মুলতুবি রয়েছে বলে রাজ্য ট্র‍্যাফিক হেড কোয়ার্টারের তরফে এক বিজ্ঞপ্তি পেশ করে জানানো হয়েছে (Siliguri Police Commissionerate)।

আরও পড়ুন : Scrub Typhus in Siliguri : শিলিগুড়ির নয়া আতঙ্ক স্ক্রাব টাইফাস, আক্রান্ত চার বছরের শিশু

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (ট্র‍্যাফিক) অভিষেক গুপ্তা বলেন, "ই-চালানের মাধ্যমে গত এক মাসে 49 লক্ষ 43 হাজার টাকা আদায় হয়েছে । এই টাকার মধ্যে কিছু অঙ্কের টাকা বকেয়া রয়েছে । মূলত, জরিমানার অঙ্ক বাড়ানোর মূল উদ্দেশ্য হল শহরে দূর্ঘটনা কম করা ও জনগণ যাতে ট্রাফিক আইন মেনে চলে ।" কমিশনারেট সূত্রে খবর, 2021 সালের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছরের শিলিগুড়িতে পথদুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা প্রায় 20 শতাংশ হ্রাস পেয়েছে ।

একটি রিপোর্ট তৈরি করা হয়েছে রাজ্য পুলিশের ট্র‍্যাফিক বিভাগের তরফে । ওই রিপোর্টে উল্লেখ করা রয়েছে 2021 সালে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 2 হাজার 826 টি । এবারে 2022 সালে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত দুর্ঘটনার সংখ্যা 37 টি কমে দাঁড়িয়েছে 2 হাজার 789টি। অর্থাৎ দুর্ঘটনার 1.31 শতাংশ । 2021 সালের প্রথম তিন মাসে পথ দুর্ঘটনায় প্রাণ হারান 1 হাজার 579 জন । চলতি বছরের প্রথম তিন মাসে মৃত্যু হয়েছে 1 হাজার 427 জনের । অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর মৃত্যুর সংখ্যা কমে দাঁড়িয়েছে 152টি, যা 9.63 শতাংশ । পাশাপাশি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় পথ দুর্ঘটনা ও দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর হার গত বছরের তুলনায় প্রায় কুড়ি শতাংশ কমেছে । সেই তালিকায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলা পুলিশের নাম উল্লেখ রয়েছে ।

আরও পড়ুন : Dengue in Siliguri: চা শ্রমিকের মৃত্যু, শিলিগুড়িতে বাড়ছে ডেঙ্গির প্রকোপ

এই বিষয়ে অভিষেক গুপ্তা বলেন, "আইন ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায় করা হচ্ছে । এজন্য শহরের পথ দুর্ঘটনা ও দুর্ঘটনার কবলে পড়ে প্রাণহানির সংখ্যা কমেছে এবং জরিমানা আদায় বেড়েছে । পাশাপাশি শহরে নিয়মিত সেভ ড্রাইভ, সেফ লাইফ কর্মসূচির মধ্য দিয়ে ট্র‍্যাফিক আইন সম্পর্কে সচেতন করা হচ্ছে নাগরিকদের । তিনি আরও বলেন, "জরিমানার অর্থ বৃদ্ধি করার মূল উদ্দেশ্য হল শহরের নাগরিকদের সচেতন করা এবং পথ দুর্ঘটনার হার কমানো ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.