ETV Bharat / city

Siliguri Gold seized : শিলিগুড়িতে বাজেয়াপ্ত 3.5 কোটির সোনা ও নগদ 1 কোটি

author img

By

Published : Dec 29, 2021, 5:10 PM IST

শিলিগুড়িতে বাজেয়াপ্ত হল 3.5 কোটি টাকার সোনার বিস্কুট (Siliguri Gold seized) ৷ সঙ্গে আরও 1 কোটি 1 লক্ষ 38 হাজার টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে ৷ ঘটনায় গ্রেফতার চার যুবক ৷ ডিআরআই-এর অভিযানে মিলল সাফল্য ৷

gold recover in siliguri, dri arrest four accused
Siliguri Gold Recover : শিলিগুড়িতে উদ্ধার 3.5 কোটির সোনা, সঙ্গে উদ্ধার নগদ 1 কোটি !

শিলিগুড়ি, 29 ডিসেম্বর : শিলিগুড়িতে আবারও সোনা বাজেয়াপ্ত (Siliguri Gold seized) ৷ সাত কেজিরও বেশি সোনা-সহ চারজনকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ (Directorate of Revenue Intelligence) ৷ ডিআরআই (DRI) সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে সোনার বিস্কুট ছাড়াও 1 কোটি টাকারও বেশি নগদ উদ্ধার করা হয়েছে ৷ অভিযুক্তদের মধ্যে বাবলু কুমার পাসওয়ান ও সোনু কুমার রজ্জাক বিহারের বাসিন্দা ৷ তাঁদের দুই সঙ্গী প্রকাশ বিশ্বাস এবং তপন কুমারের বাড়ি যথাক্রমে আলিপুরদুয়ার ও শিলিগুড়িতে ৷

আরও পড়ুন : Gold Smugglers Arrested : বাংলাদেশে পাচারের আগে 3 কোটি টাকার সোনা-সহ ধৃত পাঁচ

গোয়েন্দাদের দাবি, অবৈধভাবে সোনা কেনাবেচা করতে গিয়েই পাকড়াও হন ওই চার যুবক ৷ সব মিলিয়ে ধৃতদের কাছ থেকে মোট 49 টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে (49 Gold Biscuits seized) ৷ যার মোট পরিমাণ 7 কেজি 273 গ্রাম ৷ মঙ্গলবার রাতে ডিআরআই আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির হাসমি চক সংলগ্ন এলাকায় অভিযান চালান ৷ সেখান থেকে বাবলু ও সোনুকে গ্রেফতার করা হয় ৷ তাঁদের ব্যাগে তল্লাশি চালিয়ে পাওয়া যায় 2 কেজি 677 গ্রাম সোনা ৷ এরপর এঁদের জেরা করে খোঁজ মেলে প্রকাশ ও তপনের ৷ তপনের কাছ থেকে আরও 4 কেজি 596 গ্রাম সোনা মেলে ৷ এছাড়াও 1 কোটি 1 লক্ষ 38 হাজার নগদ টাকা উদ্ধার করেন ডিআরআই আধিকারিকরা ৷ বাজেয়াপ্ত করা হয় সাতটি মোবাইলও ৷

আরও পড়ুন : Smuggling : বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে কয়েক কোটি টাকার সোনার বাট উদ্ধার, ধৃত 2

ডিআরআই-এর আধিকারিকরা জানিয়েছেন, উদ্ধার হওয়া সোনার বাজারদর 3 কোটি 50 লক্ষ টাকারও বেশি ৷ ধৃতদের প্রাথমিক জেরা করে জানা গিয়েছে, দুবাই থেকে ওই সোনা প্রথমে বাংলাদেশ নিয়ে আসা হয় ৷ তারপর সেখান থেকে সীমান্ত পেরিয়ে ঢোকে ভারতে ৷ ধৃতদের এদিন শিলিগুড়ি আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷ এই ঘটনায় আন্তর্জাতিক সোনা পাচারচক্রের যোগ রয়েছে বলে অনুমান গোয়েন্দাদের ৷ আর কারা কারা এই কারবারের সঙ্গে যুক্ত, তাদের হদিশ পাওয়ার চেষ্টা করছে ডিআরআই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.