ETV Bharat / city

Police Commissioner of Kolkata : নগরপালের দৌড়ে এগিয়ে বিনীত, সম্ভাব্য তালিকায় জ্ঞানবন্তও

author img

By

Published : Dec 30, 2021, 2:27 PM IST

কলকাতার পরবর্তী নগরপাল কে (Next Police Commissioner of Kolkata) ? এই নিয়ে চলছে জল্পনা ৷ দৌড়ে বাকিদের তুলনায় এগিয়ে রয়েছেন দু’জন ৷ এঁরা হলেন বিনীত গোয়েল (Vineet Goyal) এবং জ্ঞানবন্ত সিং (Gyanwant Singh) ৷

vineet goyal or gyanwant singh can replace soumen mitra as next police commissioner of kolkata
Police Commissioner of Kolkata : নগরপালের দৌড়ে এগিয়ে বিনীত, সম্ভাব্য তালিকায় রয়েছেন জ্ঞানবন্তও

কলকাতা, 30 ডিসেম্বর : বছর শেষের দিনেই (31 ডিসেম্বর, 2021) কলকাতার নগরপাল পদ থেকে অবসর নেবেন সৌমেন মিত্র (Soumen Mitra Retirement as Police Commissioner of Kolkata) ৷ কে হবেন তাঁর উত্তরসূরি (Next Police Commissioner of Kolkata) ? তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ লালবাজারের একটি সূত্রের দাবি, দৌড়ে নাকি সবথেকে এগিয়ে রয়েছেন বিনীত গোয়েল (Vineet Goyal) ৷ সম্ভাব্যদের তালিকায় নাম রয়েছে জ্ঞানবন্ত সিংয়েরও (Gyanwant Singh) ৷

আরও পড়ুন : CP Soumen Mitra : অবসরের বাকি চারদিন, পার্কস্ট্রিটে বড়দিনের অনুষ্ঠানে আবেগতাড়িত কলকাতার নগরপাল

বিনীত গোয়েল 1994 সালের আইপিএস ব্যাচের ক্যাডার ৷ জ্ঞানবন্ত সিং তাঁর থেকে এক বছরের ‘সিনিয়র’ ৷ বিনীত বর্তমানে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্সের (STF) অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (ADG) ৷ উল্লেখ্য, সম্প্রতি সাপুরজির আবাসনে এনকাউন্টারের ঘটনায় বড়সড় সাফল্য পেয়েছিল এসটিএফ ৷ সেই সাফল্যই বিনীতকে কলকাতার পরবর্তী নগরপাল পদে বাকিদের তুলনায় বেশ খানিকটা এগিয়ে দিয়েছে বলে মনে করছে আইপিএস মহলের একাংশ ৷

আরও পড়ুন : Police Medal : অসামান্য কর্মদক্ষতা, মুখ্যমন্ত্রীর থেকে পুরস্কার পাচ্ছেন কলকাতার নগরপাল

আইপিএস লবির আর এক অংশ অবশ্য জ্ঞানবন্ত সিংয়ের মধ্যেই বেশি সম্ভাবনা দেখতে পাচ্ছেন ৷ বর্তমানে রাজ্য পুলিশের গোয়েন্দা দফতরের (CID) অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (ADG) পদে রয়েছেন তিনি ৷ উল্লেখ্য, রিজওয়ানুর রহমানের রহস্যমৃত্যুর সময় খবরের শিরোনামে উঠে এসেছিলেন এই জ্ঞানবন্ত সিং ৷ সেই সময় তাঁকে নিয়ে অনেক বিতর্ক হলেও তাতে তাঁর উন্নতির পথ বন্ধ হয়ে যায়নি ৷ নানা আইনি জটিলতা পার করে ধীরে ধীরে পদোন্নতি করেন তিনি ৷ তাছাড়া, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ‘পছন্দের লোক’ হিসাবেও একটা পরিচিত রয়েছে তাঁর ৷ সেক্ষেত্রে সৌমেন মিত্রর উত্তরসূরি যদি জ্ঞানবন্ত হন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ কারণ, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্নই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.