ETV Bharat / city

Sukanta Majumdar: চব্বিশের ভোটের আগেই বাংলায় কার্যকর সিএএ ! দাবি সুকান্তর

author img

By

Published : Jul 6, 2022, 4:10 PM IST

2024 সালের লোকসভা ভোটের (General Election 2024) আগেই পশ্চিমবঙ্গে (West Bengal) সংশোধিত নাগরিকত্ব আইন (Citizenship Amendment Act, 2019) বা সিএএ (CAA) কার্যকর হয়ে যাবে ৷ আশাবাদী বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷

Sukanta Majumdar claims CAA will be implemented in west bengal before 2024 general election
Sukanta Majumdar: চব্বিশের ভোটের আগেই বাংলায় কার্যকর সিএএ ! দাবি সুকান্তর

কলকাতা, 6 জুলাই: আগামী লোকসভা নির্বাচনের (General Election 2024) আগেই পশ্চিমবঙ্গে (West Bengal) সংশোধিত নাগরিকত্ব আইন (Citizenship Amendment Act, 2019) বা সিএএ (CAA) কার্যকর করা হবে ৷ বুধবার এমনটাই দাবি করেছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ এদিন এই প্রসঙ্গে সুকান্ত বলেন, "আমরা সিএএ কার্যকর করবই ৷ এটা আমাদের প্রতিশ্রুতি ৷ আমার পূর্ণ বিশ্বাস, 2024 সালের লোকসভা নির্বাচনের আগেই সিএএ কার্যকর হয়ে যাবে ৷"

প্রসঙ্গত, 2019 সালেই সংসদে সিএএ পাস হয়ে যায় ৷ নয়া আইন অনুযায়ী, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান-সহ মোট ছ'টি প্রতিবেশী রাষ্ট্রে সংখ্যালঘু সম্প্রদায়ের (হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান) নাগরিকরা চাইলে তাঁদের দেশ ছেড়ে পাকাপাকিভাবে ভারতে এসে বসবাস করতে পারবেন ৷ এক্ষেত্রে তাঁদের ভারতের নাগরিকত্ব পেতে কোনও সমস্যা হবে না ৷

আরও পড়ুন: Sukanta on CAA : রাজ্যে সিএএ লাগু হবেই, পারলে আটকে দেখাক: সুকান্ত

কেন্দ্রীয় সরকারের দাবি, এই আইন সেই সব মানুষকে সহায়তা করবে, যাঁরা বহু বছর আগেই পড়শি বিভিন্ন দেশ থেকে ভারতে এসে থাকতে শুরু করেছেন ৷ কিন্তু, এখনও ভারতের নাগরিকত্ব পাননি ৷ ফলে তাঁদের নানা ধরনের আইনি জটিলতায় জড়িয়ে পড়তে হয় ৷ সিএএ তাঁদের সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি দেবে বলেই মত কেন্দ্রের ৷

কিন্তু, বিরোধীদের প্রশ্ন হল, এই আইনে কেবলমাত্র একটি সম্প্রদায়কে কেন বাদ রাখা হয়েছে ? এমনকী, এই আইনকে ভারতীয় সংখ্য়ালঘুদের বিরোধী বলেও নানা মহলে অভিযোগ তোলা হয় ৷ অন্যদিকে, মতুয়াদের মতো কিছু সম্প্রদায়ের মানুষ যত দ্রুত সম্ভব এই আইন প্রয়োগের দাবি তুলে সরব হয়েছে ৷ এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) এই আইনের তীব্র বিরোধী ৷ তাঁর বক্তব্য, মতুয়াদের প্রতিনিধিরা অনেক আগেই আইনসভায় পৌঁছে গিয়েছেন ৷ তাই তাঁদের নাগরিকত্ব পেতে নতুন কোনও আইনের দরকার নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.